Pages

সাম্প্রতিক আপডেট

সাম্প্রতিক আপডেট 
_________________
বাংলাদেশ অংশ
----------------------------
√ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু'র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
__ ২৯ নভেম্বর ২০২০ (দৈর্ঘ্য - ৪.৮ কি.মি.)।
√ ১ম বারের মতো ১,৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয় 
__ ৪ ডিসেম্বর ২০২০।
√ ভুটানের সঙ্গে বাংলাদেশের ১ম 'Preferential Trade Agreement-PTA' চুক্তি সাক্ষরিত হয় 
__ ৬ ডিসেম্বর ২০২০।
√ বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদ মারা যান
__ ৭ ডিসেম্বর ২০২০।
√ রংপুরে বেগম রোকেয়ার ভাস্কর্য ' আলোকবর্তিকা ' উন্মোচন করা হয়
__ ৯ ডিসেম্বর ২০২০  (ভাস্কর - অনীক রেজা)।
√ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান অর্থাৎ ৪১তম স্প্যান বসানো হয়
__ ১০ ডিসেম্বর ২০২০। 
√ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরের সাথে নৌরুট চালু হয়
__ ১২ ডিসেম্বর ২০২০।
√ জাতীয় ডিজিটাল দিবস
__ ১২ ডিসেম্বর। 
√ 'হেফাজতে ইসলাম বাংলাদেশ'র বর্তমান মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী মারা যান
__ ১৩ ডিসেম্বর ২০২০।
√ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করে 
__ ১৫ ডিসেম্বর ২০২০।
√ বঙ্গবন্ধুর নামে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে সড়ক উদ্বোধন করা হয় 
__ ১৭ ডিসেম্বর ২০২০ (নাম - বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট)। 
√ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় 
__ ১৭ ডিসেম্বর ২০২০।
√ দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয়
__ ১৭ ডিসেম্বর ২০২০।
√ বঙ্গবন্ধুর ছবিসহ ভারতের ডাক বিভাগের ' স্মারক ডাকটিকিট'র উদ্বোধন করা হয়
__ ১৭ ডিসেম্বর ২০২০।
√ কবি ও গবেষক মনজুরে মওলা মারা যান
__ ২০ ডিসেম্বর ২০২০।
√ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে
__ লালমনিরহাট জেলায়।
√ দেশে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন প্রতিষ্ঠানের নাম
__ বাংলাদেশ কোয়ালিটি কাউন্সিল। 
√ ২০২১ সালে 'IORA'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে
__ বাংলাদেশ (IORA- Indian Ocean Rim Association)। 
√ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকে যতটি সমঝোতা স্মারক সই হয়
__ ৭টি।
√ বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর জীবন ও কাজের উপর ভিত্তি করে তৈরি ডিজিটাল জাদুঘরের নাম
__ ' বঙ্গবন্ধু - বাপু ডিজিটাল জাদুঘর '।
√ মুজিববর্ষ উদযাপনের নতুন সময়কাল 
__  ১৭ মার্চ ২০২০ -  ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। 
√ বিজয় দিবসে বাংলাদেশকে ১৮টি মর্টার দিয়েছে
__ ভারত।
√ সম্প্রতি ৬১ জনকে দেওয়া স্বীকৃতিসহ দেশে নারী বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা
__ ৪০০ জন।
√ বাতিল হতে যাচ্ছে বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় পদক, তারা হলেন
__ নূর চৌধুরী (বীর বিক্রম), শরিফল হক ডালিম (বীর উত্তম), মেজর রাশেদ ও মোসলেহ উদ্দিন (বীর প্রতীক)। 
√ দেশের ১ম খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী স্থাপিত হবে
__ উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও-এ। 
√ বাংলাদেশে ১ম বায়ু নির্ভর একটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে
__ খুলনার মোংলায় (৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন)।
√ দেশে 'তৃতীয় সাবমেরিন ক্যাবল' স্থাপিত হবে
__ কক্সবাজারে। 
√ যে দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হবে
__ তুরস্কের আস্কারায়।
√ বঙ্গবন্ধুর সর্ববৃহৎ 'বালুর ভাস্কর্য ' অবস্থিত 
__ কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে।
√ "শেখ হাসিনা ধরলা সেতু" দেশের যে জেলায় অবস্থিত
__ কুঁড়িগ্রাম জেলায়
√ পাইল বা মাটির গভীরে বসানো কোনও সেতুর ভিত্তির বিচারে বর্তমান বিশ্বে  সবচেয়ে গভীরতম সেতু
__ পদ্মা সেতু (সর্বোচ্চ গভীরতা - ১১২ মিটার)।
√ দেশের ১ম উপগ্রহ ভূ-কেন্দ্রের বর্তমান নাম
__ সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্র।
√ ব্যাংকিং সেবায় 'সেলকিন' অ্যাপটি নিয়ে এসেছে
__ ইসলামী ব্যাংক বাংলাদেশ। 
√ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া নতুন বানিজ্যিক ব্যাংক
__ সিটিজেন ব্যাংক। 
√ বর্তমানে দেশে বানিজ্যিক ব্যাংকের সংখ্যা
__ ৬১ টি।
√ দেশে বর্তমানে শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে
__ ৩ টি (গাজীপুরে - ২টি ও যশোরে - ১টি)।
√ বাংলাদেশ ভুটানের বাজারে যতটি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে
__ ১০০ টি।
√ ভুটান বাংলাদেশে যতটি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে 
__ ৩৪ টি।
√ সরকারি সকল ডেটা (ডিজিটাল তথ্য) সংরক্ষণ করা হবে
__ কালিয়াকৈর ডেটা সেন্টার কোম্পানি, গাজীপুর (বিকল্প - যশোর)।
√ দেশে বর্তমানে লিজিং কোম্পানির সংখ্যা
__ ৩৪ টি।
√ দেশে বর্তমানে উপগ্রহ ভূ-কেন্দ্র রয়েছে
__ ৪ টি (রাঙামাটি, গাজীপুর, ঢাকা ও সিলেট)।
√ বর্তমানে দেশের ম্যালেরিয়াপ্রবণ জেলা
__ ১৩ টি ( সবচেয়ে বেশি - তিন পার্বত্য জেলায়)।
√ করোনার টিকা কিনতে বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণ দিবে
__ ৫০ কোটি ডলার।
√ সম্প্রতি বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন যতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে 
__ ৬ টি (বর্তমান চিনিকল - ১৫ টি)।
√ দেশে বর্তমানে নিবন্ধিত সিমেন্ট কোম্পানির সংখ্যা 
__ ৭৬ টি।
√ বর্তমানে বিদেশে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কার্যক্রম চলমান রয়েছে
__ ৯টি দেশের ১৫ টি মিশনে।
√ দেশে উদ্ভাবিত বারোমাসি আমের জাতের নাম
__ বারি-১১ (উদ্ভাবক - বারির পাহাড়তলী চট্টগ্রাম কেন্দের বিজ্ঞানীরা)।
√ সম্প্রতি কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির 'হলুদ পদ্ম' ফুলের নামকরণ করা হয়েছে 
__ গোমতী।
√ গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম
__ Nelumbo Nucifera Gumoti, Bangladesh. 
√ অবৈধভাবে দখল করা সংরক্ষিত বনভূমি উদ্ধারের অভিযানের নাম
__ ক্র্যাশ প্রোগ্রাম (সর্বাত্মক অভিযান।
√ সম্প্রতি যে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে যাচ্ছে
__ প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।
√ বাংলাদেশ সরকার ৫ম প্রজন্মের ইন্টারনেট সেবা বা 5G চালু করার সিদ্ধান্ত নিয়েছে 
__ ২০২১-২০২৩ সালের মধ্যে।
√ দেশকে তামাকমুক্ত ঘোষণা করার অঙ্গীকার করা হয়েছে
__ ২০৪০ সালের মধ্যে।
√ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান 
__ অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
√ জাতিসংঘের ৩টি সংস্থা 'UNDP, UNOPS, UNFPA'র নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হন
__ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। 
√ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান
__ মো. আশরাফ উদ্দিন।
√ বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার 
__ হাজনাহ বিনতি মোহাম্মদ হাসিম।
√ বাংলাদেশে নবনিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার 
__  সুদর্শন দীপাল সুরেশ সেনেভিরাত্নে। 
√ বাংলাদেশে নবনিযুক্ত মিশরের রাষ্ট্রদূত 
__ হায়থাম ঘবাশি। 
√ ফোর্বসের ‘এশিয়ার সেরা ২০০ আন্ডার এ বিলিয়ন’ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে
__ বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ফার্মাসিউটিক্যাল ও ফরচুন শুজ। 
√ দেশের ১ম ও একমাত্র অভিনেত্রী হিসেবে ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা'র তালিকায় স্থান পায় 
__ পরীমনি। 
______________
পুরস্কারসমূহ
----------------------
√ ২০২০ সালের বাংলা একাডেমী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন 
__ লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিন।
√ ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে নতুন একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে - নাম
__ "International Prize in the Field of Creative Economy"
√ কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য সরকার ঘোষিত নতুন পদকের নাম
__ বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স। 
√ ১ম বারের মতো 'বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স -২০২০' পেতে যাচ্ছেন
__ অ্যাডমিরাল (অব:) খুরশীদ আলম ও সায়েদ মোহাম্মদ আল মুহারি (আমিরাতের সাবেক রাষ্ট্রদূত)। 
√ সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড পেয়েছেন
__ বাংলাদেশের আলোকচিত্রী সাজিদ হোসেন।
√ ২০২০ সালের 'মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ' পেয়েছে
__ দেশের ১৮টি ব্যাংক ও প্রতিষ্ঠান। 
√ সরকার অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের জন্য সিআইপি নির্বাচিত করেছেন
__ ৩৮ জন প্রবাসী বাংলাদেশিকে।
√ 'মাদ্রিদ চলচ্চিত্র উৎসব-২০২০'র বিদেশী ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন
__ জয়া আহসান ( চলচ্চিত্র - রবিবার)।
√ 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার -২০১৯'র শ্রেষ্ঠ চলচ্চিত্র 
__ 'ন ডরাই' ও 'ফাগুন হাওয়া' (যৌথভাবে)। 
√ 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার -২০১৯'র শ্রেষ্ঠ অভিনেতা
__ তারিক আনাম খান (চলচ্চিত্র - আবার বসন্ত)।
√ 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার -২০১৯'র শ্রেষ্ঠ অভিনেত্রী
__ সুনেরাহ বিনতে কামাল ( চলচ্চিত্র - ন ডরাই)।
√ 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার -২০১৯'র আজীবন সম্মাননা পান
__ সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা।
√ 'বেগম রোকেয়া পদক ২০২০' এর জন্য মনোনিত ৫ জন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব হল- 
1️⃣ নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীণ আখতার; 
2️⃣ পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কর্নেল (ডাঃ) নাজমা বেগম, এসপিপি, এমপিএইচ; 
3️⃣ নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা; 
4️⃣ সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বেগম মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) এবং 
5️⃣ নারী অধিকারে অবদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।
_______________
রিপোর্ট সমীক্ষা 
-------------------------
√ বর্তমানে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান
__ ২য়। 
√ স্বাস্থ্যসেবার কার্যকর আওতা সূচকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ 
__ ৩য় ( শীর্ষে - মালদ্বীপ)। 
√ সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতার ১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 
__ ৪র্থ।
√ বর্তমানে চিকিৎসাধীন রোগীর দিক থেকে এশিয়ায় বাংলাদেশ 
__ ৫ম ( বিশ্বে - ২২তম)।
√ সমুদ্র উপকূলে প্লাস্টিক বর্জ্য অব্যবস্থাপনার দিক থেকে বিশ্বে বাংলাদেশ 
__ ১০ম।
√ মোবাইল ইন্টারনেটের দামে বিশ্বে বাংলাদেশ 
__ ১৯ তম।
√ ফোর্বসের ২০২০ সালের বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান
__ ৩৯ তম (গত বছর ছিলেন - ২৯ তম)।
√ ব্রডব্যান্ড ইন্টারনেটের দামে বিশ্বে বাংলাদেশ 
__ ৫৭ তম।
√ ২০২০ সালের ডিজিটাল বুদ্ধিমত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 
__ ৮৩ তম।
√  'ই-পার্টিসিপেশন সূচক-২০২০'এ বিশ্বে বাংলাদেশ 
__ ৯৫ তম।
√ আইসিটি খাতে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ 
__ ১০৫ তম।
√ বৈশ্বিক জ্ঞান সূচকে বিশ্বে বাংলাদেশ 
__ ১১২ তম (১৩৮ টি দেশের মধ্যে)। 
√ পর্যটন খাতে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 
__ ১১৪ তম।
√ বৈশ্বিক টেকসই প্রতিযোগিতা 'সক্ষমতা সূচকে' বাংলাদেশের অবস্থান 
__ ১১৫ তম (১৮০টি দেশের মধ্যে)।
√ ই-গভর্নেন্স খাতে চার ধাপ পিছিয়ে বিশ্বে বাংলাদেশ 
__ ১১৯ তম।
√ 'UNDP'র বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান 
__ ১৩৩ তম (১৮৯ টি দেশের মধ্যে)। 
√ চিংড়ি মাছ উৎপাদনে শীর্ষ জেলা 
__ সাতক্ষীরা। 
√ ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা
__ ভোলা।
__________________
আন্তর্জাতিক অংশ 
-----------------------------
√ চীন ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চুক্তি সাক্ষরিত হয় 
__ ৩০ নভেম্বর ২০২০।
√ ১ম দেশ হিসেবে যুক্তরাজ্যে করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় 
__ ২ ডিসেম্বর ২০২০ (ফাইজার-বায়োএনটেক এর টিকা)।
√ জাতিসংঘ সাধারণ পরিষদের ২ দিনব্যাপী ৩১তম অধিবেশন শুরু 
__ ৩ ডিসেম্বর ২০২০।
√ বিশ্বের ১ম দেশ হিসেবে যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকা প্রয়োগ করে
__ ৮ ডিসেম্বর ২০২০।
√ ১৯৮২ বিশ্বকাপে ইতালির জয়ের নায়ক পাওলো রসি মারা যান
__ ১০ ডিসেম্বর ২০২০।
√ বিশ্ব খ্যাত দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক মারা যান
__ ১১ ডিসেম্বর ২০২০ (১ম ছবি - ক্রোকোডাইল, ১৯৯৬)।
√ সম্প্রতি ইসরায়েল ভুটানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছে
__ ১২ ডিসেম্বর ২০২০।
√ জাতিসংঘ কর্তৃক ঘোষিত 'আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস '  
__ ২৭ ডিসেম্বর। 
√ ঘানার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন 
__ নানা আকুফো - অ্যাডো।
√ ওআইসির পরবর্তী নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন 
__ চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসাইন ইসরাহিম তাহা। 
√ মার্কিন ইতিহাসে আদিবাসী থেকে ১ম বারের মতো মন্ত্রী হতে যাচ্ছেন
__ ডেভ হাল্যান্ড। 
√ সম্প্রতি আত্মঘাতী হামলায় নিহত ইরানের পরমাণু বিজ্ঞানীর  নাম
__ মোহসেন ফাখরিজাদেহ।
√ ফোর্বসের "বিশ্বের ক্ষমতাধর নারী -২০২০" তালিকায় শীর্ষে রয়েছেন 
__ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
√ যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১ম কৃষাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন
__ লয়েড অস্টিন।
√ সবুজ নোবেল খ্যাত 'গোল্ডম্যান পরিবেশ পুরস্কার -২০২০ ' পেয়েছেন
__ নেমোন্তে নেনবুইমো, ইকুয়েডর। 
√ ২০২০ সালে 'Kid of the Year-বর্ষসেরা শিশু" নামে নতুন পুরস্কার প্রবর্তন করে
__ টাইম ম্যাগাজিন। 
√ ২০২০ সালে ১ম বারের মত 'Kid of the Year" পুরস্কার লাভ করেন 
__ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী গীতাঞ্জলি রাও।
√ টাইম ম্যাগাজিনের 'বর্ষসেরা ব্যক্তিত্ব -২০২০ ' নির্বাচিত হয়েছেন 
__ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 
√ টাইম সাময়িকীর বার্ষিক মতামত জরিপে ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন 
__ করোনার সম্মুখসারির কর্মীরা (২য় - যুক্তরাষ্ট্রের রোগ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি) 
√ বিশ্বের ১ম দেশ হিসেবে যুক্তরাজ্যে অনুমোদিত করোনার টিকা গ্রহণকারী ১ম ব্যক্তি
__ মার্গারেট কিনান (৯০ বছর বয়সী)। 
√ বিশ্বের ২য় ও ১ম আরব দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে
__ বাহরাইন।
√ ২য় আরব দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে 
__ সৌদি আরব।
√ বিশ্বের ৫ম দেশ হিসেবে ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে 
__ যুক্তরাষ্ট্র। 
√ এশিয়ার ১ম দেশ হিসেবে ফাইজার - বায়োএনটেকের টিকা পেয়েছে
__ সিঙ্গাপুর।
√ বিশ্বের ২য় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করেছে
__ চীন (১ম - যুক্তরাষ্ট্র)।
√ বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার টিকা বন্টনে 'কোভ্যাক্স ' কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বিশ্বের
__ ১৮৯ টি দেশ।
√ করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে যে দেশে
__ যুক্তরাজ্যে। 
√ ৪৭তম "Organisation of Islam Cooperation-OIC" সম্মেলন অনুষ্ঠিত হয়
__ নাইজার (২৭-২৯ নভেম্বর ২০২০)।
√ ইসরায়েলের বানিজ্যিক বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়
__ সৌদি আরব।
√ ১ম বারের মতো যে সংস্থা বানিজ্যসুবিধার সঙ্গে মানবাধিকারের বিষয়টি যুক্ত করতে যাচ্ছে
__ ইউরোপীয় ইউনিয়ন। 
√ গ্লোভ বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাক্সিনের পরিবর্তিত নাম
__ বঙ্গভ্যাক্স (ব্যানকোভিড)।
√ বিশ্বে ১ম ল্যাবে তৈরি 'মুরগির মাংস' বিক্রির অনুমোদন প্রদান করে
__ সিঙ্গাপুর। 
√ চাঁদের বুকে ১ম নারী নিয়ে যাবে মার্কিন মহাকাশযান নির্মাতা যে প্রতিষ্ঠান 
__ Blue Orgin.
√ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ১৯০তম সদস্য দেশ
__ অ্যান্ডোরা (ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র)। 
√ ভারতের কৃষক আন্দোলনকারীরা পণ্যের যে ব্যবস্থা বহাল রাখতে ইচ্ছুক
__ এমএসপি (নূন্যতম সহায়ক মূল্য)। 
√ ২০২১ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 
__ কিগালি, রুয়ান্ডা। 
√ ৪র্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে
__ মরক্কো। 
√ সম্প্রতি যে দেশে গর্ভপাতকে বৈধতা দেওয়া নিয়ে একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ
__ আর্জেন্টিনা।
√ সম্প্রতি আফ্রিকার যে সকল মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় 
__ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান।
√ সম্প্রতি যে দেশের প্রধানমন্ত্রী দেশটিতে জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছেন
___ নিউজিল্যান্ড।
√ সম্প্রতি যে দেশে কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছে
__ ভারত।
√ সম্প্রতি মঙ্গলগ্রহে পাঠানো স্পেসএক্সের তৈরি যে রকেট অবতরণের সময় বিস্ফোরিত হয়
__ স্টারশিপ।
√ সম্প্রতি ইউরোপের যে দুটি দেশ পাল্টাপাল্টি রাষ্ট্রদূত বহিষ্কার করেছে
__ সার্বিয়া ও মন্টিনেগ্রো। 
√ সম্প্রতি যে দেশে রাজতন্ত্রের সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে
__ থাইল্যান্ড। 
√ সম্প্রতি যে দেশ ' অ্যাংগারা এ-ফাইভ' নামক রকেট সফলভাবে উৎক্ষেপণ করে 
__ রাশিয়া।
√ আফ্রিকার ১ম দেশ হিসেবে ইসরায়েলী দখলকৃত ফিলিস্তিনি শহর জেরুজালেমে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে
__ মালাবি।
√ সম্প্রতি যে দেশের বিজ্ঞানীরা বাংলাদেশ ও ভারতে করোনার সূচনা হয়েছে বলে দাবি করেছে
__ চীন।
√ সম্প্রতি ইথিওপিয়ায় বিদ্রোহ সৃষ্টিকারী দলের নাম
__ তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)।
√ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে  বায়ু থেকে পানি তৈরির প্রযুক্তি দিচ্ছে
__ইসরায়েল। 
√ সম্প্রতি চীন যে নদীর উপর বাঁধ নির্মাণ করতে যাচ্ছে
__ বক্ষ্মপুত্র (চীনা অংশের নাম - সাংপো)।
√ সম্প্রতি মাউন্ট এভারেস্টের চূড়ান্ত উচ্চতা নির্ধারণ করে 
__ ভারত ও  নেপাল।
√ বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা
__ ৮,৮৪৮.৮৬ মিটার।
√ বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতুর (রেলসেতু) নাম
__ দানিয়াং -কুনশান গ্র্যান্ড ব্রিজ, (দৈর্ঘ্য - ১৬৮.৮ কি.মি.)।
√ সড়কপথে বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতুর নাম
__ বাঙনা এক্সপ্রেসওয়ে, থাইল্যান্ড (দৈর্ঘ্য - ৫৫ কি.মি.)।
√ পানির উপর নির্মিত বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতুর নাম
__ হংকং - ঝুহাই - ম্যাকাও সেতু, চীন (দৈর্ঘ্য - ৩৮.৩৫ কি.মি.)।
√ বর্তমান বিশ্বের দীর্ঘতম সড়ক ও রেলপথ সেতুর নাম
__ উহু ইয়াংশি রিভার ব্রিজ, চীন (দৈর্ঘ্য - ১০ কি.মি.)।
______________
রিপোর্ট সমীক্ষা 
-----------------------
√ ২০২০ সালের ডিজিটাল বুদ্ধিমত্তা সূচকে শীর্ষ দেশ 
__ সিঙ্গাপুর (২য় - যুক্তরাষ্ট্র।
√ বৈশ্বিক জ্ঞান সূচক -২০২০-এ শীর্ষ দেশ 
__ সুইজারল্যান্ড। 
√ বৈশ্বিক জ্ঞান সূচক - ২০২০-এ সর্বনিম্ন দেশ
__ চাঁদ। 
√ ইতিবাচক অভিজ্ঞতার সূচকে শীর্ষ দেশ 
__ পানামা।
√ ইতিবাচক অভিজ্ঞতার সূচকে সর্বনিম্ন দেশ 
__ আফগানিস্তান। 
√ নেতিবাচক অভিজ্ঞতার সূচকে শীর্ষ দেশ 
__ ইরাক। 
√ নেতিবাচক অভিজ্ঞতার সূচকে সর্বনিম্ন দেশ 
__ তাইওয়ান। 
√ মানবিক বিপর্যয়ের চরম ঝুঁকির শীর্ষে 
__ ইয়েমেন।
√ বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ 
__ নরওয়ে ( এশিয়ায় শীর্ষে - শ্রীলঙ্কা)। 
√ বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ
__ চীন।
√ ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী দূষিত শহরের তালিকায় শীর্ষে 
__ ভারতের দিল্লি (৩য় - পাকিস্তানের লাহোর)। 
√ করোনা মহামারীতে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষ দেশ 
__ সিঙ্গাপুর (২য় - হংকং)।
√ ২০২০ সালে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমেছে
__ ৭ শতাংশ। 
√ বিশ্বের যে দেশে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ কমেছে
__ যুক্তরাষ্ট্র (১২ শতাংশ)। 
√ বিশ্বে অস্ত্র বিক্রিতে শীর্ষ কোম্পানির নাম 
__ লকহিড মার্টিন, যুক্তরাষ্ট্র।
√ বিজ্ঞান গবেষণায় বিশ্বে ইরানের অবস্থান
__ ৫ম।
__________
খেলাধুলা 
-----------------
√ সম্প্রতি নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন 
__ বাংলাদেশের সাবেক কোচ অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোর। 
√ আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ দল
__ অস্ট্রেলিয়া। 
√ ২০২০-২১ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক 
__ কুইন্টন ডি কক।
√ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নতুন ক্রীড়া হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
__ ব্রেকড্যান্সিং। 
√ ১ম নারী রেফারি হিসেবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পরিচালনা করেন
__ স্তেফানি ফ্রাপার।
√ ২০২০ সালের 'গোল্ডেন ফুট' পুরস্কার লাভ করেন
__ ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল। 
√ সম্প্রতি ২০২১ সালের জন্য ফিফা রেফারি হিসেবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে 
__ সালমা আক্তার।
√ স্বীকৃত টি-২০ তে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক
__ পারভেজ হোসেন ইমন (৪২ বলে ১০০ রান)।
√ মুজিববর্ষ জাতীয় টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন
__ সুস্মিতা সেন।
√ বর্তমানে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান 
__ ১৮৪ তম।
√ বাংলাদেশের ৪র্থ বোলার হিসেবে স্বীকৃত টি-২০ তে হ্যাট্রিক করেন 
__ কামরুল ইসলাম (৫ বলের মধ্যে ৪ উইকেট নেওয়া ১ম বাংলাদেশী)।
√ ২০২০ সালের বঙ্গবন্ধু টি-২০ কাপের শিরোপা লাভ করে 
__ জেমকন খুলনা ( রানার্সআপ - চট্টগ্রাম)। 
___________________________
ফিফা বর্ষসেরা পুরস্কার - ২০২০
--------------------------------------------
__ 'ফিফা দ্য বেস্ট' - রবার্ট লেভানডফস্কি, পোল্যান্ড। 
__ বর্ষসেরা নারী ফুটবলার - লুসি ব্রঞ্জ, ইংল্যান্ড। 
__ বর্ষসেরা পুরুষ গোলরক্ষক - ম্যানুয়াল নয়ার, জার্মানি। 
__ বর্ষসেরা নারী গোলরক্ষক - সারাহ বুয়াদি, ফ্রান্স।
__ পুসকাস অ্যাওয়ার্ড - সন হিউং-মিং, উরুগুয়ে। 
__ বর্ষসেরা পুরুষ কোচ - ইয়ুর্গেন ক্লপ, জার্মানি।
__ বর্ষসেরা নারী কোচ - সারিনা ভিগমান, নেদারল্যান্ডস। 
নোট: Md Roman. 
(কপি না করে শেয়ার করুন। কপি করে নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না।এতে পরবর্তীতে পোস্ট করতে  উৎসাহ কমে যায়)।
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন