Pages

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০
------------------------------------------------
বাংলাদেশ অংশ
-----------------------
🔰 দেশে ১ম বারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করে 
__ ২৯ অক্টোবর ২০২০।
🔰"বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০" কার্যকর হয় 
__   ১ নভেম্বর ২০২০।
🔰 কবি ও সাংবাদিক আবুল হাসনাত মারা যান
__ ১ নভেম্বর ২০২০।  
🔰 দেশের ১ম " দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা" উদ্বোধন করা হয় 
__ ৬ নভেম্বর ২০২০ (কামরাঙ্গীচর)।
🔰 দেশের ইতিহাসে জাতীয় সংসদের ১ম 'বিশেষ অধিবেশন' বসে
__ ৮ নভেম্বর ২০২০।    
🔰 রাশিয়ার তৈরি দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে বিজিবির এয়ার উইংয়ের যাত্রা শুরু
__ ৮ নভেম্বর ২০২০। 
🔰ফেনী জেলায় অবস্থিত দেশের ১ম গম্বুজ ভাস্কর্য উদ্বোধন করা হয় 
__ ১১ নভেম্বর ২০২০।
🔰 রূপালী ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে
__ ১৬ নভেম্বর ২০২০।   
🔰 ৯ম সংসদের সাবেক ডেপুটি স্পিকার  কর্নেল (অব.) শওকত আলী মারা যান
__ ১৬ নভেম্বর ২০২০ ( আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন)।
🔰 ভারত " মুজিববর্ষ " উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করে
__ ১৭ নভেম্বর  ২০২০।
🔰 ইসলামিক স্কলার গোলাম সারোয়ার সাঈদী মারা যান
__ ২১ নভেম্বর ২০২০।   
🔰 পাবনায় 'পৌর টাউন হল ময়দান' পুনর্নির্মাণ করে 'স্বাধীনতা চত্বর' নামে উদ্বোধন করা হয় 
__ ২২ নভেম্বর ২০২০।
🔰 দেশে ১ম বারের মতো হেলথ কার্ড চালু হয়
__ ২২ নভেম্বর ২০২০।        
🔰 ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় মারা যান
__ ২২ নভেম্বর ২০২০।  
🔰 বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন বিমান 'ধ্রুবতারা' যুক্ত হয়
__ ২৪ নভেম্বর ২০২০।
🔰 দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান মারা যান
__ ২৪ নভেম্বর ২০২০।     
🔰 বাংলাদেশ - ডোমিনিকা কূটনীতিক সম্পর্ক স্থাপনে চুক্তি সাক্ষরিত হয় 
__ ২৫ নভেম্বর ২০২০। 
🔰 বাংলাদেশের ১ম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বানিজ্যিক চুক্তি সাক্ষরিত হয়
__ ৬ ডিসেম্বর ২০২০ (ভুটানের সাথে)।
🔰 " চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০" কার্যকর হবে 
__ ৮ ডিসেম্বর ২০২০।
🔰 " হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০" কার্যকর হবে 
__  ১৭ ডিসেম্বর ২০২০।
🔰 ' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ আইন ২০২০' কার্যকর হবে 
__ ১৭ ডিসেম্বর ২০২০। 
🔰 দেশের ১ম গভীর সমুদ্রবন্দরের নাম
__ মাতারবাড়ি সমুদ্রবন্দর। 
🔰 দেশের  ১ম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে
__ মহেশখালী, কক্সবাজার।     
🔰 যে দেশের অর্থায়নে মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণ করা হবে 
__ জাপান।
🔰 ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম
__ দর্শক ও তল্লাশি।          
🔰 ৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা যুদ্ধজাহাজের নাম
__ ওমর ফারুক, প্রত্যাশা, আবু উবাইদাহ। 
🔰 কোস্ট গার্ডের বহরে যুক্ত হওয়া নতুন ঘাঁটির নাম
__ BCG বেস ভোলা।
🔰 বঙ্গবন্ধুর ১ম তর্জনী ভাস্কর্য " মুক্তির ডাক " অবস্থিত 
__ নরসিংদী। 
🔰 বাংলাদেশ শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় IPO যে প্রতিষ্ঠানের
__ রবি আজিয়াটা লিমিটেড (IPO- initial Public Offering). 
🔰 দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে 
__ রংপুর, যশোর, পটুয়াখালী। 
🔰 ব্রাজিলের যে বিশ্ববিদ্যালয়ে ' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার' প্রতিষ্ঠা করা হবে
__ ইউনিভার্সিটি অব ব্রাজিলিয়া। 
🔰 শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে
__ জামালপুর।                      
🔰 বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম
__ বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (BASM).
🔰 বিশ্বের যতটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে
__ ১৪৮ টি (জাতীয় সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ১৬ নভেম্বর ২০২০)। 
🔰 বিশ্বের যতটি দেশে বাংলাদেশের ভেষজ ওষুধ রপ্তানি হচ্ছে 
__ ৯ টি (জাতীয় সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী - ১৬ নভেম্বর ২০২০)।    
🔰 বর্তমান মার্কেটে বন্ড আছে 
__ ২৬৯ টি।
🔰 দেশজুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা
__ ৪৩৬ টি।
🔰 দেশে এখন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা
__ ২,৩৮,০০০ জন (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে)।
🔰 বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয়
__ কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (GIPS)-এ।
🔰 ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে
__ '"Police Cyber Support Women" । 
🔰 ' বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র '  প্রতিষ্ঠিত হবে
__ বাংলাদেশে।               
🔰 পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম
__  জনকূটনীতি অনুবিভাগ।
🔰 বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম
__  টি- স্পোর্টস।           
🔰 দেশের গবেষকরা নতুন প্রজাতির শামুকের সন্ধান পান, যার বৈজ্ঞানিক  নাম
__ ব্র্যাডেবেনা সিলিলারিস।
🔰 দিনাজপুরের 'আনন্দালয়' স্থাপত্যশৈলীর জন্য "ওবেল পুরস্কার -২০২০" লাভ করেন
__ জার্মান স্থপতি আনা হেরিংগার।
🔰 দেশের ইতিহাসে ১ম নারী উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (ডেপুটি CAG)
__ মনোয়ারা হাবীব।             
🔰 দেশের বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম 
__ মো. ফরিদুল হক খান দুলাল।
🔰 শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন উপাচার্য 
__ প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। 
🔰 ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য 
__ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। 
🔰 ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান 
__ অধ্যাপক নেহাল আহমেদ।
🔰 বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার নতুন হাইকমিশনার 
__ হাজনাহ মো. হাশিম।                  
🔰 'ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অব অ্যান্টমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স'র কো-চেয়ার মনোনীত হন
__ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
🔰 ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি এন্ড ট্রমাটলজির (SICOT) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন 
__ বাংলাদেশের অর্থোপেডিক সার্জন ডা. এম আমজাদ হোসেন। 
🔰 এশিয়ান ভলিবল কনফেডারেশন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য নিযুক্ত হন
__ ঢাকা উত্তর সিটি মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট মো. আতিকুর রহমান। 
🔰 মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'একজন মহান পিতা' এর পরিচালক 
__ মির্জা সাখাওয়াত হোসেন।
🔰 কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত 'Biography Of Najrul' প্রামাণ্যচিত্রের পরিচালক 
__ ফেরদৌস খান ( মুক্তি পায় - ২০ নভেম্বর ২০২০)।
🔰২০২০ সালের 'এক্সিম ব্যাংক - অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার' লাভ করেন
__ প্রবীন কথাশিল্পী হাসনাত আবদুল হাই ও নবীন সাহিত্য শ্রেণীতে নাহিদা নাহিদ।
🔰 ১ম বাংলাদেশী হিসেবে "এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড ২০২০" লাভ করেন
__ কথাসাহিত্যিক শাহীন আখতার (তালাশ উপন্যাসের জন্য)।
🔰 ২০২০ সালের ১৬তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন 
__ সাদাত রহমান ( বাংলাদেশ)। 
🔰 ১ম কোনো বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক প্রো-বেনো অ্যাওয়ার্ড লাভ করেন 
__ সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট ইশরাত হাসান।
🔰 ২০২০ সালের বিবিসি'র তালিকায় স্থান পাওয়া দুই বাংলাদেশী হলেন
__ যৌনকর্মী রিনা আক্তার ও শিক্ষক রিমা সুলতানা রিমু।
________________________________
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০
----------------------------------------------------
🔰মোট জনসংখ্যা - ১৬.৬৫ কোটি।
🔰জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩৭%।
🔰পুরুষ  ও  নারীর অনুপাত - ১০২ঃ১০০।
🔰জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) - ১১২৫ জন।
🔰প্রত্যাশিত গড় আয়ুষ্কাল - ৭২.৬ বছর।
🔰দারিদ্র্যের হার - ২০.৫%।
🔰চরম দারিদ্র্যের হার - ১০.৫%।
🔰সাক্ষরতার হার (৭+) - ৭৪.৪%।           
______________
রিপোর্ট সমীক্ষা 
-----------------------
🔰 ২০২০ সালে বিশ্বে জাহাজ রিসাইকেলে (পুনর্ব্যবহার উপযোগী করা) শীর্ষ দেশ 
__ বাংলাদেশ ('UNCTAD' তথ্যমতে)। 
🔰 ২০২০ সালের বিশ্বব্যাংকের তথ্যমতে হতদরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশ 
__ ৬ষ্ঠ।  
🔰 ২০২০ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশ 
__  ৮ম।
🔰 ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ 
__ ৩য়।
🔰 সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশ 
__ ৩য়।
🔰 আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশ 
__ ৭ম।
🔰 আলু ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ 
__ ৮ম।
_________________
আন্তর্জাতিক অংশ 
---------------------------
🔰 ৫০তম দেশ হিসেবে হন্ডুরাস পারমানবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে
__ ২৪ অক্টোবর ২০২০।
🔰 পাকিস্তানের ১ম মেট্রোরেল উদ্বোধন করা হয় 
__ ২৫ অক্টোবর ২০২০।
🔰 ভারতের জম্মু-কাশ্মীর নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয়
__ ২৬ অক্টোবর ২০২০। 
🔰 ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি  প্রতিরক্ষা চুক্তি সাক্ষরিত হয়
__ ২৭ অক্টোবর ২০২০ (চুক্তিটির নাম - Basic Exchange and Cooperation Agreement -BECA)।
🔰 বিশ্বের ৩য় বৃহত্তম মসজিদ "আলজেরিয়া গ্রান্ড মস্ক" উদ্বোধন করা হয় 
__ ২৯ অক্টোবর ২০২০ (আলজেরিয়া)।
🔰 খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিঙ্ক মারা যান
__ ৩০ অক্টোবর ২০২০।    
🔰 ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় 'গনি' আঘাত হানে
__ ১ নভেম্বর ২০২০।   
🔰 প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের ৫ম প্রদেশ হিসেবে গিলগিট-বালটিস্তানের নাম ঘোষণা করেন
__ ১ নভেম্বর ২০২০।
🔰 ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
__ ৩ নভেম্বর ২০২০।     
🔰 বিশ্বের ১ম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়   
__ ৪ নভেম্বর ২০২০।      
🔰 গ্রিসের রাজধানী এথেন্সে ১৮৭ বছর পর একটি মসজিদ উদ্বোধন করা হয় 
__ ৬ নভেম্বর ২০২০।     
🔰 চীন পরীক্ষামূলকভাবে বিশ্বের ১ম 6G উপগ্রহ উৎক্ষেপণ করে
__  ৭ নভেম্বর ২০২০। 
🔰 ভারত পৃথিবী পর্যবেক্ষণে অত্যাধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে
__ ৯ নভেম্বর ২০২০ (স্যাটেলাইটটির নাম- EOS-01)। 
🔰 দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা পার্লামেন্টে অভিশংসিত হন
__ ৯ নভেম্বর ২০২০।
🔰 রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া-আজারবাইজান শান্তি চুক্তি হয় 
__ ১০ নভেম্বর ২০২০।
🔰 বাহরাইনের ১ম প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা যান
__ ১১ নভেম্বর ২০২০।
🔰 বিশ্বের বৃহত্তম বানিজ্যিক জোট গঠনে ১৫টি দেশের চুক্তি সাক্ষর
__ ১৫ নভেম্বর ২০২০।   
🔰 কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যান
__ ১৫ নভেম্বর ২০২০।
🔰 জাপান ও অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে একটি প্রতিরক্ষা চুক্তি করে
__ ১৭ নভেম্বর ২০২০ (চুক্তিটির নাম - Reciprocal Access Agreement -RAA)। 
🔰 ইরাক - সৌদি আরবের স্থলসীমান্ত দীর্ঘ ৩০ বছর বন্ধ থাকার পর  খুলে দেয়া হয়
__ ১৮ নভেম্বর ২০২০।   
🔰 ভার্চুয়াল 'APEC' শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
__ ২০ নভেম্বর ২০২০।
🔰 ভারতে ১ম বারের মতো গরুর জন্য আলাদা মন্ত্রীসভা তৈরি করা হয়
__ ২২ নভেম্বর ২০২০।
🔰 সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা দিয়েগো ম্যারাডোনা মারা যান
__ ২৫ নভেম্বর ২০২০।        
🔰 পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে 
__ ২২ জানুয়ারি ২০২১।     
🔰 জাতিসংঘের স্বল্পোন্নত দেশের ৫ম সম্মেলন (UNLDC-V) অনুষ্ঠিত হবে 
__ ২৩-২৭ জানুয়ারি ২০২২।     
🔰 বাহরাইনের ২য় ও নতুন প্রধানমন্ত্রী 
__ যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফা। 
🔰 নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী 
__ জেসিন্ডা আরডার্ন।     
🔰 পেরুর নতুন প্রেসিডেন্ট 
__ ফ্রান্সিসকো সাগাস্তি।   
🔰 জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন
__ যুবরাজ আকিশিনো ফুমিহিতো (৮ নভেম্বর ২০২০)।
🔰 নিউজিল্যান্ডের ১ম হিজাবী নারী পুলিশ কর্মকর্তার নাম
__ জিনা আলী।
🔰 মার্কিন সুপ্রিমকোর্টে ১ম নারী বিচারপতি 
__ সান্দ্রা ডে ও'কনোর।  
🔰 যুক্তরাষ্ট্রে ১ম বারের মতো একজন কৃষাঙ্গ কার্ডিনাল নিয়োগ দেয়া হয় - নাম
__ ওয়াশিংটনের আর্চ বিশপ উইলটন গেগ্ররি।
🔰 বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হলেন
__ আরহাম ওম তালসানিয়া, ভারত (আহমেদাবাদ)।
🔰 নোবেলজয়ীদের পোট্রের্ট  (প্রতিকৃতি) আঁকা চিত্রশিল্পীর নাম
__ শিল্পী নিকলাস এলমেহেদ (সুইডেন)।
🔰 সম্প্রতি নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক "জেনারেল" খেতাবে ভূষিত হন
__ ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান।
🔰 ২০২০ সালের 'বুকার পুরস্কার ' লাভ করেন
__ ডগলাস স্টুয়ার্ট,  স্কটিশ - আমেরিকান (২য় স্কটিশ)।
🔰 ডগলাস স্টুয়ার্ট যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার লাভ করেন 
__ Shuggie Bain (এটি তার ১ম উপন্যাস)।
🔰 'Chronicles of the Happiest People on Earth' উপন্যাসের লেখক
__ নাইজেরিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক ওলে সোয়েঙ্কা। 
🔰 'A promised Land ' আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক
__ ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 
🔰 ইউনেস্কো কর্তৃক ঘোষিত ২০২০ সালের 'World Book Capital'  হলো
__ মেক্সিকোর গুয়াদালাজারা শহর।
🔰 ইউনেস্কো কর্তৃক ঘোষিত ২০২১ সালের 'World Book Capital' হলো
__ জর্জিয়ার রাজধানী তিবলিসি।
🔰 ২০২০ সালের ৭৩তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছে
__ মিশরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'I am Afraid to Forget Your Face' (পরিচালক -সামাহ আলা)।
🔰 জাতিসংঘের স্বল্পোন্নত দেশের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হবে 
__ দোহা, কাতার।
🔰 জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন যত বছর পর পর অনুষ্ঠিত হয় 
__ ১০ বছর।
🔰 'কলিন্স ডিকশনারি'র ২০২০ সালের সেরা শব্দ 
__  Lockdown.  
🔰 আফ্রিকা মহাদেশের যে দেশে রাশিয়া নৌ ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে
__ সুদান।                       
🔰 যুক্তরাষ্ট্রের বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজ করে যে সংস্থা
__ জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (GSA).     
🔰 ইউরোপীয় ইউনিয়নের Earth Observation Programme এর নাম
__ Copernicus. 
🔰 "SpaceX"  হলো       
__ যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ত্রাণ সংস্থা।
🔰 ১ম বারের মতো 'SpaceX'র যে মহাকাশযান পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় 
__ ড্রাগন মহাকাশযান (১৫ নভেম্বর ২০২০)।
🔰 মহাকাশে  সৌরবিদ্যুৎ  কেন্দ্র  নির্মাণ করবে
__ যুক্তরাজ্য । 
🔰 বায়ুমন্ডল  থেকে রাসায়নিক  উপাদান সংগ্রহ  করে বিভিন্ন প্রক্রিয়ার  মধ্য দিয়ে পরিবেশবান্ধব  হীরা তৈরি করে
__ যুক্তরাজ্যের  একদল গবেষক । 
🔰 পাকিস্তানের ১ম মেট্রোরেল লাইনের দৈর্ঘ্য 
__ ২৭.১ কি.মি (১৬.৮ মাইল)।
🔰 মার্কিন ওষুধ কোম্পানি মডার্নার প্রস্তুতকৃত টিকার নাম
__ mRNA-1273 (কার্যকর - ৯৪.৫%)।
🔰 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম
__ AZD1222 (প্রাথমিক নাম - ChAdOx1 nCoV-19, কার্যকর - ৭০-৯০%)। 
🔰 রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি টিকার নাম
__ Sputnik-V (কার্যকর - ৯৫%)।
🔰 মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক ফার্মার তৈরি টিকার নাম
__ BNT162b2 (কার্যকর - ৯৫%)।   
🔰 মধ্য পর্যায়ের ট্রায়ালে সফলতা লাভ করেছে
__ চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরিকৃত টিকা। 
🔰 বিশ্বের ১ম পুরুষের জন্মনিরোধক টিকা আবিষ্কার করেছে
__ ভারত।
🔰 ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনকৃত বিশ্বের ১ম উড়ুক্কু গাড়ি
__   নেদারল্যান্ডসের পাল-ভি প্রতিষ্ঠানের 'পাল- ভি লিবার্টি '।  
🔰 চার চাকার গাড়ি আকাশে উড়তে পারে এমন যান তৈরি করেছে
__ স্লোভাকিয়ার ' ক্লিন ভিশন' কোম্পানি (নাম - এয়ার কার)। 
🔰 ২০২০ সালে নিউজিল্যান্ডের বর্ষসেরা পাখি নির্বাচিত হয়েছে
__ কাকাপো (২০০৮ সালেও এটি বর্ষসেরা হয়েছিল)।
🔰 বিশ্বে ১ম বারের মতো "কোরআনিক ভিলেজ" নির্মিত হবে
__ মালয়েশিয়ায়। 
🔰 নবীজীর জীবনীভিত্তিক ও মুসলিম বিশ্বের ইতিহাস নিয়ে জাদুঘর নির্মিত হবে
__ ইন্দোনেশিয়ার জাকার্তায়।
🔰 ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের জন্য একক উপসনালয় "হাউস অব ওয়ান" যে দেশে নির্মিত হবে
__ জার্মানি। 
_____________
রিপোর্ট সমীক্ষা      
---------------------
🔰 বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ 
__ ভারত (২য় - নাইজেরিয়া)। 
🔰 বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে শীর্ষ দেশ 
__ ভারত (২য় - চীন)।
🔰 বর্তমান বিশ্বের শীর্ষ ধনী দেশ
__ কাতার (২য় - ম্যাকাও)।
🔰 বর্তমান বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ
__ বুরুন্ডি (২য় - মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র)। 
🔰 পতাকাবাহী জাহাজ নিবন্ধনে শীর্ষ দেশ 
__ পানামা (২য়- মার্শাল দ্বীপপুঞ্জ)। 
🔰 বর্তমান বিশ্বে জাহাজ রিসাইকলে ২য় দেশ
__ ভারত।
🔰 বর্তমান বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর
__ জুরিখ (সুইজারল্যান্ড), প্যারিস (ফ্রান্স), হংকং (চীন)।
🔰 বর্তমান বিশ্বের ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষ দেশ       
__ যুক্তরাষ্ট্র (২য় - চীন)।   
🔰 বিশ্বের সেরা পরিবেশবান্ধব কোম্পানির নাম
__ স্যামসাং, দক্ষিণ কোরিয়া (২য় - আমাজান, যুক্তরাষ্ট্র)।
________
খেলাধুলা
-------------
🔰 ইন্টারন্যাশনাল ক্রিকেট  কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান 
__ গ্রেগ বারক্লে, নিউজিল্যান্ড (২৪ নভেম্বর ২০২০)। 
🔰 পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) ১ম নারী পরিচালক 
__ আলিয়া জাফর।
🔰 সম্প্রতি ওয়ানডেতে সর্বাধিক ম্যাচে আম্পায়ারিং করে বিশ্বরেকর্ড করেন 
__ পাকিস্তানের আলিম দার, ২১০ ম্যাচ (১ নভেম্বর ২০২০)।
🔰 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যাচে আম্পায়ারিং করে বিশ্বরেকর্ড করেন
__ পাকিস্তানের আলিম দার, ৩৮৮ ম্যাচ  (১ নভেম্বর ২০২০)।
🔰 টি-২০ ক্রিকেটের ইতিহাসে ১ম খেলোয়াড় হিসেবে ১,০০০ হাজার ছক্কার মাইলফলক গড়েন
__ ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৩০ অক্টোবর ২০২০)।
🔰 সাকিব আল হাসানের সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যায়
__ ২৮ অক্টোবর ২০২০।
🔰 সম্প্রতি আবারও ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারের স্থান ফিরে পায়
__ সাকিব আল হাসান। 
🔰 ১৩তম 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ -২০২০' শিরোপা লাভ করে
__ মুম্বাই ইন্ডিয়ান্স (রানার্সআপ - দিল্লি ক্যাপিটালস)।
🔰 ৫ম "পাকিস্তান সুপার লীগ -২০২০" শিরোপা লাভ করে
__ করাচি কিংস।
🔰 মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ -২০২০ শিরোপা লাভ করে 
__ বাংলাদেশ (রানার্সআপ - নেপাল)।
🔰 ২০২০ সালের ইউরো কাপ পিছিয়ে যাওয়ায় অনুষ্ঠিত হবে 
__ ১১ জুন - ১১ জুলাই ২০২১।
__________________________________________
৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত ৫৯তম মার্কিন নির্বাচন
--------------------------------------------------------------------
🔰 যুক্তরাষ্ট্রের ৪৬তম ও বর্তমান  প্রেসিডেন্ট 
__  জো বাইডেন।
√ সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট (৭৭ বছর বয়সে)।
√ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে নির্বাচিত। 
√ জো বাইডেনের রচিত আত্মজীবনীর নাম - Promise to Keep.  
√ বর্তমান মার্কিন ফার্স্ট লেডি (মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী) - জিল বাইডেন।
🔰 যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট ( রানিংমেট)
__ কমলা হ্যারিস।
√ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট
√ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট।
√ অভিবাসীর সন্তান থেকে যুক্তরাষ্ট্রের  ১ম ভাইস প্রেসিডেন্ট । 
√ যুক্তরাষ্ট্রের ১ম ' সেকেন্ড জেন্টলম্যান " হতে যাচ্ছেন -  কমলা হ্যারিসের স্বামী 'ডগ এমহোফ'।
√ প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট (বাবা জ্যামাইকান ও মা ভারতীয়)।
√ কমলা হ্যারিসের রচিত আত্মজীবনীর নাম - The Truths We Hold.     
🔰 ১ম বারের মতো  ৩য় লিঙ্গের একজন সিনেটর নির্বাচিত  হয়েছেন - নাম
__ সারাহ ম্যাকব্রাইড। 
🔰 মার্কিন কংগ্রেসের ২৫ বছর বয়সী সর্বকনিষ্ঠ  সদস্য
__ ম্যাডিসন ক্যাথর্ন।
🔰 যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত ১ম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্য হলেন
__ সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর ও ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব।
🔰 ৪র্থ বারের মতো  যুক্তরাষ্ট্রের  প্রতিনিধি  পরিষদের  সদস্য নির্বাচিত  হয়েছেন
__ বাংলাদেশী বংশোদ্ভূত  আবুল খান (নিউ হ্যাম্পশায়ার থেকে)।
🔰 ২য় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন 
__ বাংলাদেশী বংশোদ্ভূত শেখ রহমান চন্দন (জর্জিয়া অঙ্গরাজ্য থেকে)।
🔰 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প যততম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে পরাজিত হন
__ ৩য় (১ম - জিমি কার্টার ১৯৮০, জর্জ হারবার্ট ওয়াকার বুশ ১৯৯২)।
____________________________________
নবনির্বাচিত  মার্কিন প্রেসিডেন্টের  প্রশাসন
----------------------------------------------------------
🔰 পররাষ্ট্রমন্ত্রী - অ্যান্টোনি ব্লিনকেন।
🔰 অর্থমন্ত্রী - জ্যানেট ইয়েলেন (১ম নারী)
🔰 জলবায়ুবিষয়ক বিশেষ দূত - জন কেরি।
🔰 জাতীয় নিরাপত্তা উপদেষ্টা - জ্যাক সুলিভান।
🔰 হোয়াইট হাউসের 'চিফ অব স্টাফ' -  রন ক্লেইন।
🔰 জাতিসংঘে নিযুক্ত  স্থায়ী প্রতিনিধি  - লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।
🔰 অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী - আলেজান্দার মায়োরকাস (১ম ল্যাটিন-আমেরিকান)।
🔰 গোয়েন্দা বিভাগ প্রধান - অ্যাভ্রিল হাইনেস (যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গোয়েন্দা বিভাগে নারী পরিচালক

সংগৃহীত
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন