Pages

কম্পিউটার__ও__ICT

#ফ্রি__হিট__মিশন(প্রায় ১৫০টি প্রশ্ন)
#৪১তম__BCS_প্রস্তুতি(পোস্ট-৭)
#কম্পিউটার__ও__ICT থেকে

০১| নিচের কোনটি "ইনপুট-আউটপুট" ডিভাইস?
ক) টাচস্কীন
খ) পেন-ড্রাইভ
গ) ক ও খ
ঘ) কোনটিই নয়
উত্তরঃ গ

০২| "পেন-ড্রাইভের" জনক কে?
ক) স্টিভ জবস
খ) মার্টিনকুপার
গ) বিলগেটস
ঘ) পিয়া কেইন সেং
উত্তরঃ ঘ(তাইয়ানের)

০৩| নিচের কোনটি ডেটা পরিবহণের জন্য সুবিধাজনক?
ক) স্পিকার
খ) পেনড্রাইভ
গ) প্রসেসর
ঘ) পাওয়ার সাপ্লাই
উত্তরঃ খ

০৪| কম্পিউটারের ব্রেইন হলো?
ক) মেমোরি
খ) বায়োস
গ) হার্ড ডিক্স
ঘ) মাইক্রোপ্রসেসর
উত্তরঃ ঘ

০৫| "ফটোশপ"কোন ধরনের সফটওয়্যার?
ক) অ্যাপ্লিকেশন সফটওয়্যার 
খ) সিস্টেম সফটওয়্যার 
গ) ইউটিলিটি সফটওয়্যার 
ঘ) এডিটর সফটওয়্যার 

০৬| SMS এর জনক কে?
ক) ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)
খ) থমসন (যুক্তরাজ্য)
গ) নোরিও ওহগা (জাপান)
ঘ) ইউজিন পলি (যুক্তরাষ্ট্র)
উত্তর: ক

০৭| নিচের কোনটি E-commerce পদ্ধতিতে মূল্য পরিশোধের পদ্ধতি নয়?
ক) COD
খ) Debit card
গ) Mobile Banking
ঘ) Bank cheek
উত্তর: ঘ

০৮| কোন সদস্যদের বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়?
ক) ফেসবুক
খ) টুইটার
গ) ই-মেইল
ঘ) ইয়াহু
উত্তর: খ

০৯| ই-স্বাস্থ্যসেবার আওতাধীন সেবাগুলো হলো-
ক) টেলিকনফারেসিং
খ) টেলিমেডিসিন
গ) ই-লারনিং
ঘ) ক ও খ উভয়ই
উত্তর: ঘ

১০| সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো?
ক) ফেসবুক ও ইয়াহু
খ) ফেসবুক ও গুগল
গ) ফেসবুক ও টুইটার
ঘ) ফেসবুক ও ইউটিউব
উত্তর: গ

১১| বর্তমান সরকারের আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে?
ক) মানবসম্পদ
খ) তথ্যপ্রযুক্তির বিকাশ
গ) বেকারত্ব
ঘ) দারিদ্রতা
উত্তর: খ

১২| E-commerce কয় ধরনের ই-কমার্সের প্রসার হচ্ছে?
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ৫ ধরনের
ঘ) ৬ ধরনের
উত্তর: ক

১৩|প্রথম যখন কম্পিউটারর আবিষ্কার হয়েছিল তখন তার মুল কাজ কী ছিল?
ক) ইন্টারনেট ব্যবহার করা
খ) তথ্য সংগ্রহ করা
গ) কমপিউট করা
ঘ) বার্তা প্রেরণ করা
উত্তর: গ

১৪| কত সালে হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল বাস্তবায়ন হয়?
ক) ১৮৮৩
খ) ১৮৮৫
গ) ১৮৮৭
ঘ) ১৮৮৯
উত্তর: ঘ

১৫| বিল গেটস এর জন্ম সাল কোনটি?
ক) ১৮৫৮
খ) ১৯৩৭
গ) ১৯৫৫
ঘ) ১৯৮৪
উত্তর: গ

১৬| কম্পিউটার ব্যবহার করার জন্যে সব কিছুকেই সংখ্যা বা অংকে রূপান্তর করার পদ্ধতিকে কী বলে?
ক) কম্পিউট করা
খ) হিসাব করা
গ) ডিজিটাল
ঘ) এনালগ
উত্তর: গ

১৭| স্কুল কলেজে শিক্ষকরা মাল্টিমিডিয়া প্রেজেন্টশনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন?
ক) এম এস ওয়ার্ড
খ) এম এস এক্সেস
গ) এম এস এক্সেল
ঘ) এম এস পাওয়ার পয়েন্ট
উত্তর: ঘ

১৮| WWW কি?
ক) Work Wid e Web
খ) World Wide Web
গ) World Wireless web
ঘ) Work Wireless Web
উত্তর: খ

১৯| শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক) ই-লার্নিং
খ) ই-মেইল
গ) ই-গর্ভন্যান্স
ঘ) ডি-লার্নিং
উত্তর: গ

২০| কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে?
ক) ইন্টারনেট
খ) টেলিভিশন
গ) রেডিও
ঘ) এমডিএস
উত্তর: ক

২১| ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
উত্তর: ক

২২| Twitter কি?
ক) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
খ) ই-মেইল এড্রেস
গ) ই-লার্নিং
ঘ) মোবাইল এপ্লিকেশন
উত্তর: ক

২৩| ই-সেবার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ) স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
গ) মোবাইল ফোনের ব্যবহার
ঘ) বিনামূল্যে সেবা প্রদান
উত্তর: খ

২৪| ফেসবুক কত সালে চালু হয়
ক) ২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারী
খ) ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারী
গ) ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী
ঘ) ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারী
উত্তর: গ

২৫| প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে?
ক) অ্যাপল
খ) ডেল
গ) মাইক্রোসফট
ঘ) এডোবি
উত্তর: গ
নোট রমজান

২৬| কম্পিউটারের মাধ্যমে কোন কাজটি করা যায়?
ক) সিনেমা দেখা
খ) গান শোনা
গ) ছবি আঁকা
ঘ) সবগুলো
উত্তর: ঘ

২৭| ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পদ্ধতিকে কী বলে?
ক) ই-বিজনেস
খ) ই-পূর্জি
গ) ই-পর্চা
ঘ) ই-কমার্স
উত্তর: ঘ

২৮| ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী?
ক) এমটিএইচ
খ) ইএমটি
গ) এমটিএস
ঘ) এমটিএস
উত্তর: ঘ

২৯| প্রযুক্তির কোন উপাদানটি আজ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে?
ক) স্মার্ট ফোন
খ) মোবাইল ফোন
গ) কম্পিউটার
ঘ) ল্যাপটপ
উত্তর: খ

৩০| Computer memory প্রধানত কত প্রকার?
ক) ৩ 
খ) ২ 
গ) ৪ 
ঘ) ৫
উত্তরঃ ক

৩১| Program থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
ক) RAM 
খ) ROM 
গ) DVD 
ঘ) HDD
উত্তরঃ ক

৩২| গৌণ স্মৃতির উদাহরণ? 
ক) RAM 
খ) ROM 
গ) CCTV 
ঘ) HDD
উত্তরঃ ঘ

৩৩| কোন মেমোরির স্পিড সবচেয়ে বেশি? 
ক) RAM 
খ) ROM 
গ) Magnetic 
ঘ) Cache 
উত্তরঃ ঘ

৩৪| কোনটি বহুল ব্যবহুত optical storage Device? 
ক) RAM 
খ) ROM 
গ) Magnetic 
ঘ) Cache 
উত্তরঃ গ

৩৫| মুখ্য স্মৃতির উদাহরণ? 
ক) RAM 
খ) DVD 
গ) CCTV 
ঘ) HDD
উত্তরঃ ক

৩৬| Modern CD এর ধারণক্ষমতা?
ক) ৬৫০ জিবি 
খ)১৭ জিবি
গ) ২০০ মেগাবাইট 
ঘ)৬৫০ মেগাবাইট 
উত্তরঃ ঘ

৩৭| 1 Bite equal to-
ক) 8 bit 
খ) 16 bit 
গ) 4 bit 
ঘ) 32 bit 
উত্তরঃ ক

৩৮| Blue Ray DVD ধারণক্ষমতা কত?
ক) ১০০ জিবি 
খ)১৭ জিবি
গ) ২০০ জিবি 
ঘ)৫০০ জিবি
উত্তরঃ ক

৩৯| কোনটিকে মেইন স্টোরেজ ও কোর স্টোরেজ বলা হয়?
ক) RAM 
খ) DVD 
গ) CCTV 
ঘ) HDD
উত্তরঃ ক

৪০| EEP রম কোনটিতে ব্যবহার হয়?
ক) PC 
খ) DVD 
গ) Keyboard 
ঘ) Pen drive 
উত্তরঃ ঘ

৪১| Computer এর Calculator স্বরূপ কোনটি?
ক. CU 
খ. ALU 
গ. Register memory 
ঘ. HDD
উত্তরঃ খ

৪২| পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কী?
ক) বৃহৎ সহায়ক স্মৃতি
খ) কৃত্রিম বুদ্ধিমত্তা 
গ) প্যারোলেল প্রসেসিং
ঘ) বহনযোগ্যতা
উত্তরঃ খ

৪৩|  কোনটি Volatile memory?
ক) RAM 
খ) ROM 
গ) Magnetic 
ঘ) Cache 
উত্তরঃ ক

৪৪| কোনটি Non Volatile memory?
ক) RAM 
খ) ROM 
গ) Magnetic 
ঘ) Cache
উত্তরঃ খ

৪৫| কোনটি Embedded System? 
ক) RAM 
খ) ATM 
গ) VDU 
ঘ) Modem 
উত্তরঃ খ

৪৬| বাসের গতি মাপা হয়?
ক) মেগাবাইটে 
খ) মেগাহার্টজে 
গ) বিটে 
ঘ) হার্টজে
উত্তরঃ খ

৪৭| "Intel Intanium" কত বিটের?
ক) ৩২ 
খ) ১৩২ 
গ) ৬৪ 
ঘ) ৫৬
উত্তরঃ গ

৪৮| Printer কত প্রকার?
ক) ৩ 
খ) ২ 
গ) ৪ 
ঘ) ৫
উত্তরঃ খ

৪৯| বিল গেইটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো?
ক) বেসিক
খ) Tic-tac-toe
গ) Ms Dos
ঘ) Windows 95
উত্তরঃ খ

৫০| কম্পিউটারে প্রথম মাইক্রোসর ব্যবহৃত হয় কত সালে?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৩
ঘ) ১৯৭৪
উত্তরঃ খ
নোট রমজান আলী

৫১| ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতটি চিহ্নকে নির্দিষ্ট করা যায়?(৩৭তম বিসিএস) 
ক. ৬৫৫৬৩টি
খ. ৬৫৫৫৬টি
গ. ৬৫৫৩৬টি
ঘ. ৬৫৫৫০টি
উত্তরঃ গ

৫২| ই-কমার্স সাইট amazon. com প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯৩ সালে
খ. ১৯৯৪ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তরঃ 

৫৩| তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় নিচের কোনটি?
ক) ট্রানজিস্টার 
খ) আই সি
গ) মনিটর
ঘ) কন্ট্রোল ইউনিট
উত্তরঃ খ

৫৪| Plottet কত প্রকার?
ক) ৩ 
খ) ২ 
গ) ৪ 
ঘ) ৬
উঃখ

৫৫| মৌলিক রং কয়টি? 
1) ৩ 
খ) ২ 
গ) ৪ 
ঘ) ৬
উঃক

৫৬| কোনটি অফলাইন ডিভাইস? 
ক. printer 
খ.মডেম 
গ. কিবোর্ড 
ঘ.CD
উঃ ক

৫৭| পেজ প্রিন্টার বলা হয় কাকে?
ক.ড্রাম 
খ.মডেম 
গ. Dot matrix 
ঘ.লেজার
উঃ ঘ

৫৮| Monitor কয় ধরনের? 
ক) ৩ 
খ) ২ 
গ) ৪ 
ঘ) ৫
উঃক

৫৯| Numeric Key কতটি?
ক) ১৭ 
খ) ১৬ 
গ) ১৪ 
ঘ) ১৫
উঃক

৬০| বর্ণ ও দাগ বুঝতে পারে কোনটি? 
ক. OMR 
খ. OCR 
গ. Line pen 
ঘ.MICR
উঃ খ

৬১| কোনটি প্রতি মিনিটেই আড়াই হাজারের বেশি চেক পড়তে পারে?
ক. OMR 
খ. OCR 
গ. Line pen 
ঘ. MICR
উঃ ঘ

৬২| বর্তমানে প্রচলিত কিবোর্ডে কতটি কি থাকে?
ক) ১০৭ 
খ) ১০৬ 
গ) ১০৪ 
ঘ) ১০৫
উঃঘ

৬৩| কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় 
ক) ন্যানো সেকেন্ডে 
খ) সেকেন্ডে
গ) মাইক্রো সেকেন্ডে 
ঘ) কোনটিই নয় 
উঃ ক

৬৪| বাসের প্রশস্ততা মাপা হয়?
ক) মেগাবাইটে 
খ) মেগাহার্টজে 
গ) বিটে 
ঘ) হার্টজে
উঃ গ

৬৫| কেন্দ্রীয় প্রকৃয়াকরণের অংশগুলি কী কী?
ক. মেমোরি
খ. লজিক ইউনিট
গ. কন্ট্রোল ইউনিট 
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

৬৬| আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার?
ক. Super computer 
খ. Mini computer 
গ. Mainframe computer 
ঘ. Micro computer or Personal computer 
উত্তরঃ ৪ প্রকার

৬৭| গঠন ও কাজের উপর ভিত্তি করে কম্পিউটার তিন প্রকার।সেগুলো কী কী?
ক. এনালগ কম্পিউটার 
খ. ডিজিটাল কম্পিউটার 
গ.হাইব্রিড কম্পিউটার
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

৬৮| নির্দেশিকার শেষে এক বা দুটি পৃষ্ঠায় কী নিয়ে আলোচনা করা হয়?
ক) অপারটিং সিস্টেম 
খ) ট্রাবলশুটিং 
গ) বুলিয়ান অ্যালজ্যাবরা 
ঘ) ওয়ার্ড প্রসেসিং
উত্তরঃ ক
 
৬৯| ট্রাবলশুটিং অংশে কী নিয়ে আলোচনা করা হয়?
ক) কারনেল 
খ) অটোক্যাড 
গ) সিস্টেম সফটওয়্যার 
ঘ) সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান
উত্তরঃ ঘ

৭০| মনিটরের পাওয়ার চালু কিন্তু পদার্থ কোনো ছবি না সমস্যা সমাধানের জন্য কোনটি ঠিক করতে হবে?
ক) ROM 
খ) Hard Disk 
গ) Contrast 
ঘ) Printer
উত্তরঃ গ

৭১| সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি?
ক) অফিস শুটিং 
খ) প্রবলেম শুটিং 
গ) ট্রাবলশুটিং 
ঘ) সলভিং
উত্তরঃ গ

৭২| কোনটির ক্ষেত্র সাধারণত ট্রাবলশুটিং কথাটি ব্যবহৃত হয়ে থাকে?
ক) সফটওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে 
খ) হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে
গ) হিউম্যান ওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্র 
ঘ) ম্যালওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্র
উত্তরঃ খ

৭৩| আইসিটি যন্ত্রের মেইন বোর্ডে পাওয়ার না আসার কারণ হতে পারে কোনটি?
ক) RAM 
খ) নষ্ট ROM 
গ) নষ্ট CPU 
ঘ) নষ্ট পাওয়ার সাপ্লাই ইউনিট
উত্তরঃ ঘ

৭৪| সাধারণত ৫০% ক্ষেত্রে Display না হওয়ার কারণ হতে পারে কোনটি?
ক) RAM এর সম্যা 
খ) ROM এর সমস্যা 
গ) CPU এর সমস্যা 
ঘ) Hard disk এর সমস্যা
উত্তরঃ ক

৭৫| সাধারণ কোনটি নষ্ট হলে Beep সাউন্ড দেয়?
ক) CPU 
খ) Hard Disk 
গ) RAM 
ঘ) ROM
উত্তরঃ গ

৭৬| সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে কোনটি?
ক) RAM 
খ) CPU 
গ) ROM  
ঘ) Hard Disk
উত্তরঃ খ

৭৭| কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পরপর Shutdown হয়ে যাওয়ার কারণ?
ক) ত্রুটিপূর্ণ হার্ডডিস্ক 
খ) ত্রুটিপূর্ণ RAM 
গ) ত্রুটিপূর্ণ ROM 
ঘ) ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর
উত্তরঃ ঘ

৭৮| কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পরপর Shutdown হয়ে যাওয়ার কারণ?
ক) কোনে IC অতিরিক্ত তাপ উৎপাদন করা 
খ) নষ্ট হার্ডডিস্ক 
গ) নষ্ট RAM 
ঘ) কেসিং এর সমস্যা
উত্তরঃ ক

৭৯| কম্পিউটার পাওয়ার অন করলে Display আসার পর Hang হয়ে যাওয়ার কারণ কোনটি?
ক) বিভিন্ন ডেটা ক্যাবলের লুজ কানেকশন 
খ) এন্টিভাইরাসের সমস্যা 
গ) লিকযুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর ঘ) কুলিং ফ্যানো সমস্যা
উত্তরঃ ক

৮০| কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কোনটি ঘটতে পারে?
ক) কম্পিউটার মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শক্ করে
খ) বায়োসের কোন অপশন পরিবর্তন হলে তা সেভ হয় না
গ) সিস্টেম সঠিকভাবে চলে কিন্তু অত্যন্ত গরম হয়ে যায়
ঘ) কম্পিউটার ঘনঘন হ্যাং করে অথবা রিবুট হয়ে যায়
উত্তরঃ ঘ

৮১| কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শক্ করার কারণ কী?
ক) CMOS এর ব্যাটারি নষ্ট হওয়া 
খ) কম্পিউটারটি আর্থিং করা নেই
গ) হার্ডডিস্কের সিটিং ঠিকমতো না থাকা 
ঘ) কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া
উত্তরঃ খ

৮২| কম্পিউটারটি ঠিকমতো আর্থিং করা না থাকলে কী ঘটতে পারে?
ক) CMOS ব্যাটারি নষ্ট হতে পারে 
খ) কম্পিউটার নষ্ট হতে পারে
গ) কম্পিউটার হ্যাং করতে পারে 
ঘ) মেটাল অংশে হাত লাগালে শক্ করতে পারে
উত্তরঃ ঘ

৮৩| কম্পিউটারের তারিখ ঠিক না থাকার কারণ কোনটি?
ক) ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত খ) CMOS ব্যাটারি ঠিকমতো কাজ না করা
গ) ঠিকমতো আর্থিং না করা 
ঘ) কেসিং খুলে রাখা
উত্তরঃ খ

৮৪| বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ না হওয়ার কারণ কোনটি?
ক) কম্পিউটার কেসিং খুলে রাখা 
খ) ঠিকমতো আর্থিং না করা
গ) Hard ফরংশ নষ্ট হওয়া 
ঘ) CMOS ব্যাটারি নষ্ট হওয়া
উত্তরঃ ঘ

৮৫। CMOS ব্যাটারি কার্যক্ষমতা হারালে কোনটি ঘটে?
ক) কম্পিউটারের মনিটর নষ্ট হয়ে যায় 
খ) কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকে না
গ) কম্পিউটার সিস্টেম চালু হয় না 
ঘ) কম্পিউটারের মেটাল অংশে হাত দিলে শক্ করে
উত্তরঃ খ

৮৬| Boot Disk failure মেসেজ আসার কারণ কোনটি?
ক) CMOS এর ব্যাটারি কাজ না করা খ) ঠিকমতো আর্থিং না করা 
গ) হার্ডডিস্কের ডেটা ক্যাবল ঠিক মতো কাজ না করা 
ঘ) কুলিং ফ্যান ঠিকমতো কাজ করা
উত্তরঃ গ

৮৭| Boot disk failure মেসেজ আসার কারণ কোনটি?
ক) কুলিং ফ্যান ঠিকমতো কাজ না করা 
খ) RAM ঠিকমতো কাজ না করা
গ) ঠিকমতো আর্থিং না করা 
ঘ) হার্ডডিস্কে পাওয়ার না দেয়া
উত্তরঃ ঘ

১। কম্পিউটার শব্দের অর্থ কি? – গণনাকারী যন্ত্র।
২। আধুনিক কম্পিউটারের জনক কে? – জনক চালর্স ব্যাবেজ
৩। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এইকিন
৪। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom
৫। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
৬। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?– সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
৭। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
- মাইক্রো প্রসেসর
৮। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? 
– হার্ডওয়্যার
৯। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?
-বিল গেটস
১০।কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা
হয়? -মাদারবোর্ড
১১। কম্পিউটার র্যাম কি? -স্মৃতিশক্তি
১২।কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
-হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
১৩।মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার
১৪।মাউস ক্লিক বলতে কি বুঝায়?
– মাউসের বাম বোতামে চাপা
১৫।কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? –
Compute
১৬। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের
১৭। পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়- 
১৮। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রসের্সিং
১৯। নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
২০। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- 
– MARK-1
২১। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।
২২। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
২৩। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
২৪। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
-মিনিফ্রেম
২৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? –মাইক্রো কম্পিউটার।
২৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
২৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
২৮। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
-মিনিফ্রেম
২৯। ই-ফোন কি?- ইন্টারনেট ফোন।
৩০। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম -MARK-1
৩১। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা।
৩২। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া
৩৩। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?-দ্বিতীয়
৩৪। লাইট পেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
৩৫। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।
- ফ্লপি ডিক্স।
৩৬। RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
৩৭। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের
প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
৩৮। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে?
-চতুর্থপ্রজন্মের।
৩৮। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? –র্যামে।
৩৯। মডেম হচ্ছে- -তথ্য আদান প্রদানে যন্ত্র।
৪০। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি
৪১। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? 
– সেয়মোরক্রে
৪২। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি? 
উঃ ইউনিভ্যাক-১
৪৩। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? –ROM
৪৪। পেনড্রাইভ এর অপর নাম কি? উঃ ফ্লাশ ড্রাইভ
৪৫। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC
৪৬। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC
৪৭। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি
উঃ Mark-1
৪৮। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার ৮৮০০।
৪৯। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১
৫০। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? 
উঃ কেনেথ এইচ ওলসেন।
৫১। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃবুদ্ধি বিবেচনা।
৫২। নির্গমন মুখ সরঞ্জাম কী?উঃ- আউটপুট ডিভাইস।
৫৩। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?
উঃ- ফপি ডিস্ক।
৫৪। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?উঃ- MODEM.
৫৫। ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?
উঃ- ফিল্ম।
৫৬। পোস্ট স্ক্রিপ্ট কী? উঃ- প্রিন্টারের ভাষা।
৫৭। পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী?
উঃ- মাইক্রো কমপিউটার

নোট Md. Ramjan ও সংকলিত
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন