Pages

কম্পিউটার__ও__ICT

#ফ্রি__হিট__মিশন(প্রায় ৩০০টি প্রশ্ন)
#৪১তম__BCS_প্রস্তুতি(পোস্ট-৬)
#কম্পিউটার__ও__ICT থেকে ৩০০টি MCQ

০১| বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি?
ক. ডট নেট
খ. অরপানেট
গ. টেকনেট
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

০২| আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
ক. বৃহৎ স্মৃতির আধার
খ. দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
গ. ভ্রমশূন্য ফলাফল
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

০৩| কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে--
ক. লুপিং
খ. ওভারল্যাপ
গ. ওভারলুপিং
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

০৪| BIOS-এর পূর্ণরূপ কি?
ক. Basic Input Output Software
খ. Basic Input Output System
গ. British International Olimpic Socity
ঘ. Bangladesh International Olimpic Socity
উত্তরঃ খ

০৫| LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

০৬| নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার
খ. স্ক্যানার
গ. মনিটর
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

০৭| প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?
ক. অ্যালটেয়ার ৮৮৮৮
খ. অ্যালটেয়ার ৮৮০০
গ. অ্যালটেয়ার ৮৭৮৭
ঘ. অ্যালটেয়ার ৮০৮০
উত্তরঃ খ

০৮| (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত--
ক. 12
খ. 21
গ. 121
ঘ. 212
উত্তরঃ খ

০৯| কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ইন্টারকম
খ. ইন্টারনেট
গ. ই-মেইল
ঘ. ইন্টারসীড
উত্তরঃ খ

১০| কম্পিউটারে স্ক্যানার যে ধরনের ডিভাইস--
ক. আউটপুট
খ. ইনপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

১১| নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
ক. WAN
খ. Satellite Communication
গ. MAN
ঘ. TV রিমোর্ট কন্ট্রোল
উত্তরঃ ঘ

১২|ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিস্কার করেন কে?
ক. জ্যাক কেলবি
খ. রবার্ট নয়েস
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ গ

১৩| ১ মেগাবাইট = কত কিলোবাইট?
ক. ১০০০
খ. ৫১২
গ. ১০২৬
ঘ. ১০২৪
উত্তরঃ ঘ

১৫| ইন্টারনেট কবে চালু হয়?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ঘ

১৬| লজিক গেটে আউটপুট থাকে--
ক. একটি
খ. তিনটি
গ. দুইটি
ঘ. একটিও না
উত্তরঃ ক

১৭| ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো--
ক. PDP-12
খ. PDP-2
গ. PDP-10
ঘ. PDP-8
উত্তরঃ ঘ

১৮| সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে বলা হয়--
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ. সিস্টেম সফটওয়্যার
গ. স্প্রেডশীট সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

১৯| অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন--
ক. অ্যান্ডি ফ্লেচার
খ. অ্যান্ডি রুবিন
গ. মার্ক জুকার বার্গ
ঘ. বিল গেটস্
উত্তরঃ খ

২০| নিচের কোন মেমোরীটি Non-volatile?
ক. SRAM
খ. DRAM
গ. ROM
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ গ

২১| NOT গেটে ইনপুট থাকে কয়টি--
ক. তিনটি
খ. একটি
গ. চারটি
ঘ. দুইটি
উত্তরঃ খ

২২| কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো--
ক. ডেসিমাল
খ. বাইনারি
গ. হেক্সাডেসিমাল
ঘ. অক্টাল
উত্তরঃ খ

২৩| IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিাল কম্পিউটার কোনটি?
ক. PDP-1
খ. Mark-1
গ. Intel 4004
ঘ. IBM system 360
উত্তরঃ ঘ

২৪| এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-
ক. সুপার কম্পিউটার
খ. হাইব্রিড কম্পিউটার
গ. মাইক্রো কম্পিউটার
ঘ. মিনি কম্পিউটার
উত্তরঃ খ

২৫| IP-V6 এড্রেস কত বিটের?
ক. ১২৮
খ. ৩২
গ. ১২
ঘ. ৬
উত্তরঃ ক

২৬| IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক. ১৯৭৬
খ. ১৯৮৮
গ. ১৯৮১
ঘ. ১৯৭৮
উত্তরঃ গ
নোট রমজান

২৭| Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
ক. Queue
খ. Stack
গ. Union
ঘ. Array
উত্তরঃ খ

২৮| Plotter কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. মেমোরী
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

২৯| কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
ক. ROM
খ. RAM
গ. PROM
ঘ. EPROM
উত্তরঃ ক

৩০| ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়
ক. টেলিমেডিসিন
খ. ইলেকট্রোমেডিসিন
গ. জায়মাপ্লাজম
ঘ. ই-ট্রিটমেন্ট
উত্তরঃ ক

৩১| মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?
ক. সারফেস বুক
খ. ইন্টারফেস বুক
গ. মাইক্রো বুক
ঘ. সফটওয়্যার বুক
উত্তরঃ ক

৩২| POST বলতে বোঝায়--
ক. Power-On Soft Test
খ. Power-On Self Test
গ. Power-Over Self Test
ঘ. None of these
উত্তরঃ খ

৩৩| ‘মডেম’ এর মধ্যে থাকে-
ক. একটি মডুলেটর
খ. একটি এনকোডার
গ. একটি কোডেক
ঘ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
উত্তরঃ ঘ

৩৪| অ্যাবাকাস কি?
ক. এক প্রকার প্রাচীনতম খাওয়ার পাত্র
খ. এক প্রকার প্রাচীনতম প্রসাধন সামগ্রী
গ. এক প্রকার প্রাচীনতম গণনা যন্ত্র
ঘ. এক প্রকার প্রাচীনতম যন্ত্রযান
উত্তরঃ গ

৩৫| চরকি ডটকম (Chorki.com) কি?
ক. সার্চ ইঞ্জিন
খ. সামাজিক যোগাযোগ সাইট
গ. ওয়েব ব্রাউজার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

৩৬| বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
ক. ভয়েস ওভার আইপি
খ. ইন্টারনেট টেলিফোন
গ. মডেম
ঘ. পোস্ট অফিস প্রটোকল
উত্তরঃ ক(VOIP)

৩৭| বর্তমানে (২০২০) স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক(৩৫কোটি)২য় চীন

৩৮| HTML এর পূর্ণরূপ কী?
ক. Hyper text Markup Language
খ. Hyper Test Message LInk
গ. High Text Message LInk
ঘ. High Test Markup Language
উত্তরঃ ক

৩৯| কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
ক. প্রিন্টার
খ. মাউস
গ. মডেম
ঘ. পটার
উত্তরঃ গ

৪০| বর্তমানে কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তি কে?
ক. বিল গেটস
খ. সেমুর ক্রে
গ. উইলিয়াম ইংলিশ
ঘ. জর্জ বোলে
উত্তরঃ ক

৪১| ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন--
ক. ইউটিব
খ. ফেসবুক
গ. মাইক্রোসফট
ঘ. অ্যালফাবেট
উত্তরঃ ঘ

৪২| নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন প্লাটফর্ম?
ক. IOS
খ. Windows Phone
গ. Android
ঘ. Symbian
উত্তরঃ গ

৪৩| নিম্নের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
ক. RAM
খ. Hard Disk
গ. Pen drive
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

৪৪| নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক
ক. পুনরাবৃত্তিমুলক কাজ
খ. গাণিতিক কাজ
গ. হিসাবরক্ষণ কাজ
ঘ. প্রতিবেদন প্রণয়ন
উত্তরঃ ক

৪৫|ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তির নাম কি?
ক. DTA
খ. DTH
গ. DHT
ঘ. DTHA
উত্তরঃ খ

৪৬| BCD-এর পূর্ণরূপ নিচের কোনটি?
ক. Bainary Coded Data
খ. Bainary Coded Decimal
গ. Bainary Calculated Decimal
ঘ. None of these
উত্তরঃ খ

৪৭| ইনস্টাগ্রাম চালু হয়--
ক. ২০০৮ সালে
খ. ২০১০ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তরঃ খ

৪৮| MICR এর পূর্ণরূপ হলো--
ক. Magnetic Ink Character Region
খ. Magnetic Ink Character Resource
গ. Magnetic Ink Character Reader
ঘ. Magnetic Ink Character Recognition
উত্তরঃ ঘ

৪৯| কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়-
ক. স্মৃতি অংশ
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ. শক্ত ধাতব অংশ
ঘ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তরঃ গ

৫০| বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
ক. আইবিএম-৩৬০ সিরিজ
খ. আইবিএম-১৬২০ সিরিজ
গ. আইবিএম-১৬০০ সিরিজ
ঘ. আইবিএম- ৪৩০০ সিরিজ

নোট Md. Ramjan

কম্পিউটার__ও__ICT থেকে ৫০টি MCQ
পর্ব_২

০১| অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেম প্রথম ব্যবহৃত হয় ?
ক. ২০০৮ সালের অক্টোবরে
খ. ২০০৯ সালের নভেম্বরে
গ. ২০০৭ সালের জানুয়ারিতে
ঘ. ২০১০ সালের মার্চে
উত্তরঃ ক

০২| বিশ্বের প্রথম স্মার্টফোন হলো....
ক. আইবিএম সাইমন
খ. ললিপপ
গ. আই ফোন
ঘ. সবগুলোই
উত্তরঃ ক

০৩| নিচের কোনটিকে মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয়?
ক. ফাংশনকে
খ. কি-বোর্ডকে
গ. অ্যাপকে
ঘ. হার্ডওয়ারকে
উত্তরঃ গ

০৪| বিশ্বে প্রথম কত সালে সেলফি তুলা হয়?
ক.১৯৮৮
খ.১৯৬৯
গ.১৮৫৯
ঘ. ১৮৩৯
উত্তরঃ ঘ

০৫| খেলাধুলায় প্রথম কম্পিউটার
ব্যবহার করা হয় কত সালে?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬৪ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ক

০৬| আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
ক. অ্যাপেল
খ. গুগল
গ. মাইক্রোসফট
ঘ. আইবিএম
উত্তরঃ ক

০৭| বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন কে?
ক. বিল গেটস
খ. বিল মোগরিজ
গ. স্টিভ জবস
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ খ

০৮| নিচের কোন উক্তিটি সঠিক?
ক. ১ কিলোবাইট = ১০২৪ বাইট
খ. ১ মেগাবাইট = ১০২৪ বাইট
গ. ১ কিলোবাইট = ১০০০ বাইট
ঘ. ১ মেগাবাইট = ১০০০ বাইট
উত্তরঃ ক

০৯| নিচের কোনটি ডাটাবেজ language?
ক. Oracle
খ. C
গ. MS-Word
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

১০| বিশ্বের প্রথম অ্যাপল কম্পিউটারের 'অ্যাপল-১' এর নকশাকার কে?
ক. স্টিভ জবস
খ. স্টিভ ওজনিয়াক
গ. জ্যাক হবস
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ

১১| প্রথম কত সালে আইফোন বাজারে ছাড়ে?
ক. ২০০৬ সালে
খ. ২০০৮ সালে
গ. ২০০৫ সালে
ঘ. ২০০৭ সালে
উত্তরঃ ঘ

১২| কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে, কথাটি-
ক. সত্য
খ. মিথ্যা
গ. দুটোই হতে পারে
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ

১৩| আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-
ক. ড. জন মউসলিকে
খ. প্রেসপার একটিকে
গ. হলারিধকে
ঘ. চার্লস ব্যাবেজকে
উত্তরঃ ঘ

১৪| বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
ক. ইউনিভ্যাক
খ. এনিয়াক
গ. পিডিপি
ঘ. এডস্যাক
উত্তরঃ ক

১৫| কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি
খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
গ. বুদ্ধি বিবেচনা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
উত্তরঃ গ

১৬| TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
ক. প্রোগ্রাম
খ. প্রোটোকল
গ. প্রোগ্রামিং
ঘ. ফ্লোচার্ট
উত্তরঃ খ

১৭| বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো--
ক. ডট বিএল (. bl)
খ. ডট বাংলা (. bangla)
গ. ডট বিডি (. bd)
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ গ

১৮| প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ক. ট্রানজিস্টার
খ. আইসি
গ. মাইক্রোপ্রসেসর
ঘ. বায়ুশূন্য ভাল্ব
উত্তরঃ ঘ

১৯| কম্পিউটার-টু-কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ই-মেইল
খ. ইন্টারকম
গ. ইন্টারনেট
ঘ. টেলিকমিউনিকেশন
উত্তরঃ গ

২০| সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
ক. এপ্লিকেশন প্রোগ্রাম
খ. লোটাস
গ. ফাইল মেকার
ঘ. সিস্টেম সফটওয়্যার
উত্তরঃ ঘ

২১| যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হলো--
ক. Fragmentation
খ. Defragmentation
গ. Format
ঘ. None of the above
উত্তরঃ খ

২২| কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে বলা হয়-
ক. মাদারবোর্ড
খ. লজিক ইউনিট
গ. মনিটর
ঘ. কন্ট্রোল ইউনিট
উত্তরঃ ক

২৩| মাইক্রোসফ্টের সার্চ ইঞ্জিন কোনটি?
ক. Google
খ. Bing
গ. Yahoo
ঘ. None of the above
উত্তরঃ খ

২৪| বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হল--
ক. ডট বিএল (. bl)
খ. ডট বাংলা (. bangla)
গ. ডট বিডি (. bd)
ঘ. ডট বাংলা বিডি (. banglabd)
উত্তরঃ খ

২৫| ট্রানজিস্টর মূলত কি হিসেবে ব্যবহৃত হয়--
ক. ডাটা প্রসেসিং
খ. অ্যামপ্লিফায়ার
গ. ডিজাইনিং
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ
নোট রমজান

২৬| এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. এটির নির্মাতা গুগল
খ. এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
গ. এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
ঘ. উপরের সবগুলো সঠিক
উত্তরঃ ঘ

২৭| কম্পিউটার ভাইরাস কি?
ক. একট ক্ষতিকারক জীবাণু
খ. একটি ক্ষতিকারক সার্কিট
গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম
উত্তরঃ ঘ

২৮| ২২ সেপ্টেম্বর ২০১৫ মাইক্রোসফটের কোন অফিস সফটওয়্যার বাজারে আসে?
ক. অফিস ২০১৫
খ. অফিস ২০১৬
গ. অফিস ২০১৭
ঘ. অফিস ২০১৮
উত্তরঃ খ

২৯| কোনটি অপারেটিং সিস্টেম?
ক. বেসিক
খ. উইন্ডোজ-২০০০
গ. কোবল
ঘ. কোয়াট্রোপ্রো
উত্তরঃ খ

৩০| Wi Max এর পূর্ণরূপ কি?
ক. Worldwide Interoperability for Microwave Access
খ. Worldwide Internet for Microwave Access
গ. Worldwide Interconnection for Microwave Access
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

৩১| নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
ক. Data Definition Language
খ. Data manipulation Language
গ. Quary Language
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

৩২| বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো--
ক. ইনটেল 4004
খ. ইনটেল 2020
গ. আইবিএম 4004
ঘ. এমএসআই 4004
উত্তরঃ ক

৩৩| কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয়--
ক. বাইটের হিসাব করে
খ. বিটের হিসাব করে
গ. ইঞ্চির হিসাব করে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

৩৪| মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়-
ক. অবজেক্ট প্রোগ্রাম
খ. কম্পাইলার
গ. ডেটাবেস
ঘ. এসেম্বলি
উত্তরঃ ঘ

৩৫| VESA-এর পূর্ণরূপ কি?
ক. Video Electronics Standards Association
খ. Visa Electronics Standards Association
গ. Video Electronics Standards Authority
ঘ. Video Electronics Sound Accessories
উত্তরঃ ঘ

৩৬| Y2K- তে K মানে-
ক. শত
খ. হাজার
গ. দশ হাজার
ঘ. লক্ষ
উত্তরঃ খ

৩৭| 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
ক. 8
খ. 16
গ. 32
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

৩৮| Y-2K বাগ কি?
ক. একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
খ. ২০০০ সাল শুরুর মুহূর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
গ. নতুন সহস্রাব্দের কম্পিউটার
ঘ. কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ

৩৯| কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ক. ফ্লপি ডিস্ক
খ. মেমোরি
গ. সিপিইউ
ঘ. মনিটর
উত্তরঃ গ

৪০| BIOS কোথায় সংরক্ষিত থাকে?
ক. RAM-এ
খ. ROM-এ
গ. Hard Drive-এ
ঘ. None of these
উত্তরঃ খ

৪১| কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
ক. RAM
খ. ROM
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ খ

৪২| কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক. উইলিয়াম অটরেড
খ. ব্লেইসি প্যাসকেল
গ. হাওয়ার্ড এইকিন
ঘ. আবাকাস
উত্তরঃ গ

৪৩| মিনি কম্পিউটার এর জনক কে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ গ

৪৪| “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
ক. A N D
খ. NOR
গ. Ex-OR
ঘ. OR
উত্তরঃ গ

৪৫| মোবাইল ফোনের জনক--
ক. মার্টিন কুপার
খ. কেমু পল
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ ক

৪৬| কম্পিউটারে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়--
ক. বাইনারী সংখ্যা পদ্ধতি
খ. নিউমেরিক্যাল সংখ্যা পদ্ধতি
গ. ডেসিমাল সংখ্যা পদ্ধতি
ঘ. হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি
উত্তরঃ ক

৪৭| অ্যান্ড্রয়েডের "মার্শ ম্যালো (Marsh Mallow)" অপারেটিং সিস্টেমটি কখন বাজারে আসে?
ক. ১ অক্টোবর ২০১৫
খ. ৫ অক্টোবর ২০১৫
গ. ১০ অক্টোবর ২০১৫
ঘ. ১৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ খ

৪৮| Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
ক. IEEE 802.11
খ. IEEE 804.11
গ. IEEE 803.11
ঘ. IEEE 806.11
উত্তরঃ ক

৪৯| ENIAC-এর পূর্ণরূপ কোনটি?
ক. Electronic Number Integrator and Computer
খ. Electronic Numerical Integrator and Computer
গ. Electronic Numerical Integral and Computer
ঘ. Electronic Numerical Integrator and Calculator
উত্তরঃ খ

৫০| আধুনিক ই-মেইলের জনক বা উদ্ভাবক কে?
ক. নোরিও ওহগা (জাপান)
খ. থমসন (ইংল্যান্ড)
গ. রে টমলিনসন (যুক্তরাষ্ট্র)
ঘ. জি. মার্কনি (ইতালি)
উত্তরঃ গ

নোট Md. Ramjan

কম্পিউটার__ও__ICT থেকে ৫০টি MCQ
পর্ব_৩

০১| বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত?
ক. যুক্তরাজ্যে
খ. চীনে
গ. যুক্তরাষ্ট্রে
ঘ. জাপানে
উত্তরঃ গ

০২| ই-মেইলের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলে?
ক.ই-শপিং
খ. ই-কমার্স
গ. এম বিজনেস
ঘ. মোবাইল বিজনেস
উত্তরঃ খ

০৩| সর্বপ্রথম কত সালে স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি হয়?
ক. ১৯৭৭ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ খ

০৪| কী-বোর্ডকে কী বলা হয়?
ক. কনসোল
খ. কমান্ড
গ. কন্ট্রোল
ঘ. অল্টার
উত্তরঃ ক

০৫| একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ হলো--
ক. র‍্যাম
খ. সিডি রোম
গ. প্রিন্টার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

০৬| কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে--
ক. বাইনারী
খ. হেক্সাডেসিমেল
গ. দশমিক
ঘ. অক্টাল
উত্তরঃ ক

০৭| Wi-Fi এর কয়টি Standard (আদর্শ) রয়েছে--
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ

০৮| URL-হলো-
ক. Web-এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা
খ. কতগুলো Network- এর বিভিন্ন Resources-এর ঠিকানা
গ. শুধুমাত্র একটি LAN-এর বিভিন্ন Resources-এর ঠিকানা
ঘ. একটি Network- এর Domain
উত্তরঃ ক

০৯| UNIX কি?
ক. অপারেটিং সিস্টেম
খ. প্যাকেজ সফটওয়্যার
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

১০| WWW দিয়ে বোঝানো হয়-
ক. World Wide Wonder
খ. World Wide Web
গ. Who What When
ঘ. World Woman's Welfare
উত্তরঃ খ

১১| কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
ক. Read-out
খ. Read
গ. Read from
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ খ

১২| নিচের কোনটি ইউটিলিটি সফ্টওয়ার?
ক. উইন্ডোজ
খ. ওরাকল
গ. এন্টি ভাইরাস
ঘ. মাইক্রোসফ্ট ওয়ার্ড
উত্তরঃ গ

১৩| ১ বাইটে বিটের সংখ্যা কত?
ক. ১০
খ. ৮
গ. ৬
ঘ. ৪
উত্তরঃ খ

১৪| UNICODE (ইউনিকোড)- সাধারণত--
ক. ৮ বিটের কোড
খ. ৬৪ বিটের কোড
গ. ১৬ বিটের কোড
ঘ. ৩২ বিটের কোড
উত্তরঃ গ

১৫| কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
ক. বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
খ. দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
গ. এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

১৬| অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয়--
ক. ২০০৭ সালে
খ. ২০০৬ সালে
গ. ২০০৮ সালে
ঘ. ২০০৯ সালে
উত্তরঃ গ

১৭| ২০০০ সালের ১ জানুয়ারী সারা বিশ্বে কম্পিউটারে নতুন সহস্রাব্দজনিত একটি সমস্যার সম্মখীন হয়, সমস্যাটি হচ্ছে
ক. Y2K
খ. K2Y
গ. 2KY
ঘ. 2YK
উত্তরঃ ক

১৮| ব্যান্ডউইথ কি?
ক. ডেটা সংরক্ষণের হার
খ. ডেটাপ্রবাহের হার
গ. ডেটা মুছে ফেলার হার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

১৯| অ্যাপল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ খ

২০| প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
ক. মার্ক-১
খ. মাস্ক-১
গ. টোলার্ক-১
ঘ. টেকনো-১
উত্তরঃ ক

২১| নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. OMR
খ. COM
গ. Plotter
ঘ. Monitor
উত্তরঃ ক

২২| সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে--
ক. ১২টি
খ. ১০টি
গ. ৬টি
ঘ. ৯টি
উত্তরঃ ঘ

২৩| E-mail-এর উদ্ভাবক রে টমলিনসন কবে মৃত্যুবরণ করেন?
ক. ১০ মার্চ ২০১৬
খ. ৮ মার্চ ২০১৬
গ. ৫ মার্চ ২০১৬
ঘ. ১৫ মার্চ ২০১৬
উত্তরঃ গ

২৪| বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়--
ক. পরমাণু শক্তি কেন্দ্রে
খ. জাতীয় সংসদে
গ. সুপ্রিম কোর্টে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ক

২৫| বিশ্বগ্রাম (Global Village) এর জনক বলা হয় কাকে?
ক. মার্শাল টিটো
খ. জন ভন নিউম্যান
গ. মার্শাল ম্যাকলুহান
ঘ. রবার্ট জনসন
উত্তরঃ গ
নোট রমজান

২৬| কম্পিউটার এর RAM এর পূর্ণরূপ....?
ক. Readily avilable memory
খ. Random access memory
গ. Read access memory
ঘ. Reading access memory
উত্তরঃ খ

২৭| কম্পিউটারের ব্রেইন হলো--
ক. মেমোরি
খ. হার্ড ডিক্স
গ. বায়োস
ঘ. মাইক্রো প্রসেসর
উত্তরঃ ঘ

২৮| কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
ক. ১০০০ ´ ১০০০
খ. ১০২৪ ´১০২৪
গ. ১০৩২ ´১০৩২
ঘ. ১০০ ´১০০
উত্তরঃ খ

২৯| কম্পিউটার সিপিইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
ক. এ. এল. ইউ (ALU)
খ. কন্ট্রোল ইউনিট (control unit)
গ. রেজিস্টার সেট (Register set)
ঘ. কোনোটি নয়
উত্তরঃ ক

২৯| স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবন করেন কে?
ক. স্যামুয়েল জনসন
খ. স্যামুয়েল হার্স্ট
গ. স্যামুয়েল এল জ্যাকসন
ঘ. রবার্ট জনসন
উত্তরঃ খ

৩০| Bandwidth সাধারণত হিসেব করা হয়?
ক. Byte per second
খ. Bit per second
গ. Megabyte per second
ঘ. Kilobyte per second
উত্তরঃ খ

৩১| নিচের কোনটি 3G Language নয়?
ক. C
খ. Java
গ. Assembly
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

৩২| কম্পিউটারের প্রধান মেমরি-
ক. মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে
খ. মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে
গ. মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে
ঘ. সিপিইউ এর ভেতরে থাকে
উত্তরঃ গ

৩৩| কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়-
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রাম
গ. অপারেটিং সিস্টেম
ঘ. হার্ডওয়ার
উত্তরঃ খ

৩৪| Supercomputer Mainframe এর চেয়ে
ক. কম শক্তিশালী
খ. বেশি শক্তিশালী
গ. সমান শক্তিসম্পন্ন
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ

৩৫| ‘ল্যাপটপ’ হলো এক ধরনের-
ক. পর্বতারোহণ সামগ্রী
খ. ছোট কুকুর
গ. বাদ্যযন্ত্র
ঘ. ছোট কম্পিউটার
উত্তরঃ ঘ

৩৬| ইন্টারনেট চালুর বছর---
ক. ১৯৫৯
খ. ১৯৬৫
গ. ১৯৬৯
ঘ. ১৯৮১
উত্তরঃ গ

৩৭| ২৯ জুলাই ২০১৫ মাইক্রোসফট-এর কোন অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসে?
ক. উইন্ডোজ-১০
খ. উইন্ডোজ-১২
গ. উইন্ডোজ-৮
ঘ. উইন্ডোজ-৭
উত্তরঃ ক

৩৮| কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
ক. C++
খ. ADA
গ. FORTRAN
ঘ. PASCAL
উত্তরঃ খ

৩৯| কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-
ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
খ. যে সব অংশ মুদ্রায়িত অস্থায় থাকে
গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
ঘ. কম্পিউটার তৈরির নক্সা
উত্তরঃ ক

৪০| CRT এর পূর্ণরূপ কি?
ক. Cathode Ray Tube
খ. Cathode Ray Table
গ. Cathode Ray Toy
ঘ. None of these
উত্তরঃ ক

৪১| পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
ক. বৃহৎ সহায়ক স্মৃতি
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. প্যারেলেল প্রসেসিং
ঘ. বহনযোগ্যতা
উত্তরঃ খ

৪২| কম্পিউটারে Graphics Software ব্যবহৃত হয় কেন--
ক. বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য
খ. বিভিন্ন ধরনের ছবি ও প্রচ্ছদ তৈরির জন্য
গ. বিভিন্ন ডেটা প্রসেসিং করার জন্য
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

৪৩| নিচের কোনটি Programmable system?
ক. Computer
খ. Telivision
গ. Radio
ঘ. Photocopying Machine
উত্তরঃ ক

৪৪| ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP– এর পূর্ণরূপ কি?
ক. Simple Message Transmission Protocol
খ. Strategic Mail Transfer Protocol
গ. Strategic Mail Transmission Protocol
ঘ. Simple Mail Transfer Protocol
উত্তরঃ ঘ

৪৫| কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
ক. প্রোগ্রাম
খ. কী বোর্ড
গ. মাদার বোর্ড
ঘ. হার্ড ডিস্ক
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

৪৬| কম্পিউটারে মৌলিক গেইট কয়টি?
ক. দুইটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. একটি
উত্তরঃ গ

৪৭| আর্থিক লেনদেন বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবস্থার নাম কি?
ক. SWIFT
খ. SWITT
গ. SWTIF
ঘ. SWITF
উত্তরঃ ক

৪৮| কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হলো
ক. Bytes
খ. Bits
গ. Characters
ঘ. Sombols
উত্তরঃ খ

৪৯| কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
ক. মনিটর
খ. আউটপুট
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ গ

৫০| পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে?
ক. কোমপ্যাক, ১৯৮৫
খ. এপসন, ১৯৮১
গ. আই.বি.এম, ১৯৮৩
ঘ. অ্যাপল কম্পিউটার, ১৯৭৭
উত্তরঃ খ

নোট Md. Ramjan

কম্পিউটার__ও__ICT থেকে ৫০টি করে MCQ
পর্ব_৪

০১| নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক. TCP/IP
খ. POP3
গ. DVD
ঘ. VLSI
উত্তরঃ ক

০২| সিনট্যাক্স ভুল কী?
ক. প্রোগ্রামের লাইন মিসিং
খ. প্রোগ্রামের ব্যাকরণগত ভুল
গ. ভুল প্রোগ্রাম লেখা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

০৩| গোগল এর প্যারেন্ট কোম্পানির নাম কী?
ক. Alphabet Ins
খ. Apple
গ. IBM
ঘ. Yahoo
উত্তরঃ ক

০৪| নিচের কোন অপারেটিং সিস্টেমটি IBM তৈরি করেছে?
ক. OS-2
খ. DOS
গ. UNIX
ঘ. Windows
উত্তরঃ ক

০৫| MS Word কোন মেনুতে থাকে?
ক. File
খ. Tools
গ. Edid
ঘ. View
উত্তরঃ খ

০৬| নিচের কোন প্রটোকলটি ইমেল এ ব্যবহার করা হয়?
ক. SMTP
খ. FTP
গ. SSH
ঘ. POP3
উত্তরঃ ক

০৭| কোনটি কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে করা অপরাধ?
ক. ই-টেন্ডারিং
খ. ই-বুক ডাউনলোড
গ. ফ্রি-ওয়েব হোস্টিং
ঘ. পাইরেসি
উত্তরঃ ঘ

০৮| "SWIFT"টার্মটি ব্যবহার করা হয়?
ক. ব্যাংকে
খ. শেয়ার মার্কেটে
গ. ক্যাপিটাল মার্কেটে
ঘ. সেনাবাহিনিতে
উত্তরঃ ক

০৯| রোবটিট এর সাধারণ বিষয়গুলো কী?
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা 
খ. মনোবিদ্যা
গ. ইঞ্জিনিয়ারিং
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

১০| MS Word এ প্রিন্ট দেওয়ার কমান্ড কী?
ক. Alt+P
খ. Ctrl+P
গ. Fn+P
ঘ. Alt+Print
উত্তরঃ খ

১১| কি-বোর্ড ব্যবহার করে এম এস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে যে কমান্ড ব্যবহার করা হয়--
ক. Ctrl + V
খ. Ctrl + A
গ. Ctrl + S
ঘ. Ctrl + C
উত্তরঃ গ

১২| কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক. C
খ. DOS
গ. CP/M
ঘ. XENIX
উত্তরঃ ক

১৩| ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
ক. ২৫৬টি
খ. ৪০৯৬টি
গ. ৬৫৫৩৬টি
ঘ. ৪২৯৪৯৬৭২৯৬টি
উত্তরঃ গ

১৪| অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক কে?
ক. জন নিয়াম্বু
খ. জন ম্যাকাফি
গ. বিল গেটস
ঘ. মার্ক জাকারবার্গ
উত্তরঃ খ

১৫| কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
ক. কন্ট্রোল ইউনিট
খ. সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
গ. গাণিতিক ইউনিট
ঘ. যুক্তি বর্তনী ইউনিট
উত্তরঃ খ

১৬| ই-কমার্স সাইট amazon . com কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৮ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ গ

১৭| বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি?
ক. কম্পিউটার জগৎ
খ. আইটিকম
গ. কম্পিউটার বিচিত্রা
ঘ. কম্পিউটার নিউজ
উত্তরঃ ক

১৮| UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রটিষ্ঠান--
ক. আইবিএম
খ. বেল ল্যাব
গ. মাইক্রোসফট
ঘ. ইনটেল
উত্তরঃ খ

১৯| কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত-
ক. গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ ও অংশের সমন্বয়ে
খ. স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
গ. অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
ঘ. অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
উত্তরঃ ঘ

২০| Wi-Max এর একটি Standard (আদর্শ) রয়েছে যা হলো--
ক. ৮০২.২২
খ. ৮০২.১৬
গ. ৮০২.১১
ঘ. ৮০২.১২
উত্তরঃ খ

২১| বর্তমানে বাংলাদেশে যেটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে--
ক. ব্যাংকের চেক বই
খ. বাসের টিকেটে
গ. বিভিন্ন সুপার সপে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

২২| টুইটারকে ইন্টারনেটের কি হিসেবে অবিহিত করা হয়?
ক. এস এম এস
খ. মেইল
গ. ডিভাইস
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ ক

২৩| ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
ক. নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
খ. একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
গ. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
ঘ. উপরর কোনোটিই নয়
উত্তরঃ গ

২৪| বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে?
ক. ২৬ এপ্রিল, ১৯৯৮
খ. ২৬ মে, ১৯৯৮
গ. ২৬ এপ্রিল, ১৯৯৯
ঘ. ২৬ মে, ১৯৯৯
উত্তরঃ গ

২৫| প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন..
ক. উচ্চতর ভাষায়
খ. প্যাকেজের ভাষায়
গ. মেশিনের ভাষায়
ঘ. এসেম্বলি ভাষায়
উত্তরঃ গ
নোট রমজান

২৬| ফ্লপি ডিস্ক হচ্ছে-
ক. একটি পরিবাহী স্মৃতি
খ. একটি প্রধান স্মৃতি
গ. হার্ডডিস্কের চেয়ে ছোট
ঘ. একটি শুধু গঠন স্মৃতি
উত্তরঃ গ

২৭| ক্যাস্পারস্কি কি?
ক. এক ধরনের কম্পিউটার ভাইরাস
খ. এক ধরনের কম্পিউটার এন্টিভাইরাস
গ. এক ধরনের সিস্টেম সফটওয়্যার
ঘ. এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার
উত্তরঃ খ

২৮| এক কিলোবাইটে বিটের সংখ্যা-
ক. 512 byte
খ. 1000 byte
গ. 1024 byte
ঘ. 1048576 byte
উত্তরঃ গ

২৯| বাতাস থেকে গতিশক্তি উৎপাদনের যন্ত্রের নাম কি?
ক. স'মিল
খ. উইন্ডমিল
গ. উইন্ডমেকার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

৩০| 'হার্ডডিস্ক' মাপার একক হল-
ক. মেগাবাইট
খ. গিগাবাইট
গ. কিলোবাইট
ঘ. টেরাবাইট
উত্তরঃ খ

৩১| নিচের কোনটি বহুকার্য নির্বাহক অপারেটিং সিস্টেম নয়?
ক. UNIX
খ. Windows-98
গ. Linux
ঘ. DOS
উত্তরঃ ঘ

৩২| কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
ক. অলিভেট
খ. আইবিএম
গ. এ্যাপেল ম্যাকিনটোশ
ঘ. মাইক্রোসফট
উত্তরঃ ঘ

৩৩| বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার-
ক. ENIAC
খ. EDVAC
গ. UNIVAC
ঘ. IBM
ঙ. None of these
উত্তরঃ ঙ

৩৪| নেটওয়ার্ক সম্প্রসারণ করা ও দুটি ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ ঘটাতে কি ব্যবহার করা হয়--
ক. রাউটার
খ. সিডি রোম
গ. ব্লুটুথ
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

৩৫| কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
ক. মাউস
খ. বাস
গ. স্ক্যানার
ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে
উত্তরঃ খ

৩৬| আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ ঘ

৩৭| প্যারালাল প্রসেসিং কোথায় ব্যবহৃত হয়--
ক. দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে
খ. প্রথম প্রজন্মের কম্পিউটারে
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

৩৮| EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
ক. RAM
খ. ROM
গ. Mercury Delay Lines
ঘ. Registors
উত্তরঃ গ

৩৯| DPI এর পূর্ণরূপ কি?
ক. Dots Per Inch
খ. Docs Per Inch
গ. Dots Proper Inch
ঘ. Docs Proper Inch
উত্তরঃ ক

৪০| HTTP এর পূর্ণরূপ কি?
ক. Hyper Transfer Text Protocol
খ. Hyper Transfer Text Policy
গ. Hyper Text Transfer Protocol
ঘ. Hyper Text Transfer Process
উত্তরঃ গ

৪১| কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
ক. কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
খ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
গ. হার্ডওয়ার ও সফটওয়্যার অংশ
ঘ. সফটওয়্যার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
উত্তরঃ গ

৪২| 3G বলতে বোঝায়--
ক. Three Group
খ. Third Generation
গ. Third Group
ঘ. None of these
উত্তরঃ খ

৪৩| ক্লাউড কম্পিউটিং এর সেবা দেওয়া হয় কখন থেকে?
ক. ২০০১
খ. ২০০৩
গ. ২০০৫
ঘ. ২০০৭
উত্তরঃ গ

৪৪| প্রথম কম্পিটার প্রোগ্রামার কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা আগস্টা
গ. স্টিভ জবস
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ

৪৫| Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
ক. A + A¯ = 1
খ. A . A = 1
গ. A + A = 2A
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক

৪৬| Mobile Phone- এর কোনটি input device নয়?
ক. Keypad
খ. Touch Screen
গ. Camera
ঘ. Power Supply
উত্তরঃ ঘ

৪৭| সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়--
ক. হোস্ট
খ. ওয়ার্কস্টেশন
গ. সার্ভার
ঘ. পিসি
উত্তরঃ খ

৪৮| উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম-
ক. ইনপুট
খ. আউটপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. ডেটাবেস
উত্তরঃ ঘ

৪৯| CD পুরো লিখলে কি হয়?
ক. Control Disc
খ. Colour Disc
গ. Compact Disc
ঘ. Computer Disc
উত্তরঃ গ

৫০| কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ক. ওয়াইম্যাক্স
খ. সি-মস
গ. ব্রডব্যান্ড
ঘ. ব্লু-ট্রুথ
উত্তরঃ ক

নোট Md. Ramjan

কম্পিউটার__ও__ICT থেকে ৫০টি করে MCQ
পর্ব_৫

০১| কোনটিকে সামাজিক অন্তর্জাল বলে?
ক.ইয়াহুকে
খ.ফায়ার-ফক্সকে
গ.গোগলকে
ঘ.ফেসবুককে

০২| বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
ক.ইউনিভ্যাক
খ.এনিয়াক
গ.পিডিপি
ঘ.এডস্যাক
উত্তরঃ ক

০৩| বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়--
ক.পরমাণু শক্তি কেন্দ্রে
খ.জাতীয় সংসদে
গ.সুপ্রিম কোর্টে
ঘ.ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ক

০৪| E-mail-এর উদ্ভাবক রে টমলিনসন কবে মৃত্যুবরণ করেন?
ক.১০ মার্চ ২০১৬
খ.৮ মার্চ ২০১৬
গ.৫ মার্চ ২০১৬
ঘ.১৫ মার্চ ২০১৬
উত্তরঃ গ

০৫| কম্পিউটার এর RAM হচ্ছে....?
ক.Readily avilable memory
খ.Random access memory
গ.Read access memory
ঘ.Reading access memory
উত্তরঃ খ

০৬| স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবন করেন কে?
ক.স্যামুয়েল জনসন
খ.স্যামুয়েল হার্স্ট
গ.স্যামুয়েল এল জ্যাকসন
ঘ.রবার্ট জনসন
উত্তরঃ খ

০৭| বিশ্বগ্রাম (Global Village) এর জনক বলা হয় কাকে?
ক.মার্শাল টিটো
খ.জন ভন নিউম্যান
গ.মার্শাল ম্যাকলুহান
ঘ.রবার্ট জনসন
উত্তরঃ গ

০৮| সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে--
ক.১২টি
খ.১০টি
গ.৬টি
ঘ.৯টি
উত্তরঃ ঘ

০৯| VDU এর পূর্ণরূপ কোনটি?
ক.Video Display Unit
খ.Visual Display Unit
গ.Visual Document Unit
ঘ.Visual Display Unity
উত্তরঃ খ

১০| নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক.স্মৃতি
খ.নির্গমন পথ
গ.যুক্ত বর্তনী
ঘ.কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তরঃ ঘ

১১| OMR এর পূর্ণরূপ হল?
ক.Optical Marker Reader
খ.Optical Memory Reader
গ.Optical Modem Reader
ঘ.Read Only Memory
উত্তরঃ ক

১২| কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
ক.কী বোর্ড
খ.বারকোড
গ.মনিটর
ঘ.OMR
উত্তরঃ গ

১৩| কম্পিউটার ভাইরাস কি?
ক.এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
খ.কম্পিউটার সার্কিটে জমা ময়লা
গ.কম্পিউটার সার্কিটে ঢিলা কানেকশন
ঘ.একধরনের ভাইরাস দ্বারা কম্পিউটারে "Short Circuit" সৃষ্টি
উত্তরঃ ক

১৪| (1011)2 + (0101)2 =?
ক.(1100)2
খ.(11000)2
গ.(01100)2
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ঘ

১৫| Bluetooth কিসের উদাহরণ?
ক.Local Area Network (LAN)
খ.Personal Area Network (PAN)
গ.Virtual Private Network
ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ

১৬| The word LAN is related to
ক.Air traffic control
খ.Fertilizer factory
গ.Bridge design
ঘ.Atomic reactor
ঙ.Computer network
উত্তরঃ ঙ

১৭| ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
ক.তামার তার
খ.অপটিক্যাল ফাইবার
গ.তারহীন সংযোগ
ঘ.উপরের সবকটি
উত্তরঃ গ

১৮| বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত
ক.কানাডা
খ.যুক্তরাজ্যে
গ.জাপানে
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ঘ(যুক্তরাষ্ট্রে)

১৯| কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
ক.MAN
খ.LAN
গ.CAN
ঘ.WAN
উত্তরঃ গ

২০| কোনটি মৌলিক পদার্থ?
ক.লোহা
খ.ব্রোঞ্জ
গ.পানি
ঘ.ইস্পাত
উত্তরঃ ক

২১| তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
ক.উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
খ.উন্নত মুদ্রণ যন্ত্র
গ.অনুবাদক প্রোগ্রাম
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক

২২| (1011)2 + (0101)2 =?
ক. (1100)2
খ. (11000)2
গ. (01100)2
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

২৩| Bluetooth-এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়?
ক. Local Area Network (LAN)
খ. Personal Area Network (PAN)
গ. Wide Area Network (WAN)
ঘ. None of these
উত্তরঃ খ

২৪| নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক. স্মৃতি
খ. নির্গমন পথ
গ. যুক্ত বর্তনী
ঘ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তরঃ ঘ

২৫| ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিস্কার করেন কে?
ক.জ্যাক কিলবি
খ.রবার্ট নয়েস
গ.ক ও খ উভয়ই
ঘ.ওপরের কেউ নয়
উত্তরঃ গ
নোট রমজান

২৬| লজিক গেটে আউটপুট থাকে--
ক.একটি
খ.তিনটি
গ.দুইটি
ঘ.একটিও না
উত্
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন