Pages

বিজ্ঞান নিয়ে প্রশ্নোত্তর - Questions and answers about science

রসায়ন বিজ্ঞান নিয়ে প্রশ্নোত্তর

প্রশ্ন:পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত
উত্তর: ১ : ২

প্রশ্ন:রসায়ন বিজ্ঞানে ‘রকসল্ট’ নামে পরিচিত
উত্তর: সোডিয়াম ক্লোরাইউ।

প্রশ্ন:কপারের অপর নাম
উত্তর: তামা।

প্রশ্ন:টুথপেস্টের প্রধান উপাদান
উত্তর: সাবান ও পাউডার।

প্রশ্ন: ভূ-পৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি আছে
উত্তর: অ্যালুমিনিয়াম।

প্রশ্ন: সাবানের রাসায়নিক নাম
উত্তর: সোডিয়াম স্টিয়ারেট।

প্রশ্ন: যে পানিতে সাবান সহজে ফেনা উত্পাদন করে
উত্তর: মৃদু পানিতে।

প্রশ্ন: এসিড নীল লিটমাসকে
উত্তর: লাল করে।

প্রশ্ন: দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে
উত্তর: লোহিত ফসফরাস।

প্রশ্ন:বিদ্যুত্ বিল হিসাব করা হয়
উত্তর: কিলোওয়াট ঘণ্টায়।

প্রশ্ন:লাল আলোতে সবুজ ফুলকে দেখায়
উত্তর: কালো।

প্রশ্ন: বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহূত হয়
উত্তর: নাইক্রোম তার।

প্রশ্ন: তাপের একক
উত্তর: ক্যালরি।

প্রশ্ন: ডিগ্রি, সেলসিয়াস
উত্তর: তাপমাত্রার একক।

প্রশ্ন: কোষ হলো
উত্তর: জীবদেহের গঠন ও কাজের একক।

প্রশ্ন: কোষের কাজ নিয়ন্ত্রণ করে
উত্তর: নিউক্লিয়াস।

প্রশ্ন:জীবদেহের একক
উত্তর: কোষ।

প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে
উত্তর: ক্যালসিয়াম।

প্রশ্ন: জিহ্বার সাহায্যে শোনে যে প্রাণী
উত্তর: সাপ।

প্রশ্ন: ‘নিউক্লিয়াস’ আবিষ্কার করেন
উত্তর: রবার্ট ব্রাউন।

প্রশ্ন: গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে
উত্তর: গিরিগিটি।

প্রশ্ন: চোখ মেলে ঘুমায়
উত্তর: মাছ।

প্রশ্ন:মানুষের স্পাইনাল কর্ডেরদৈর্ঘ্য
উত্তর: ১৮ ইঞ্চি প্রায়।

প্রশ্ন: মাছ অক্সিজেন নেয়
উত্তর: পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।

প্রশ্ন: বাদুড় চলাফেরা করে
উত্তর: সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।


জীববিজ্ঞান প্রশ্নোত্তর ০১

প্রশ্ন : অস্টিওলজি অর্থ কী?
উত্তর : হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।

প্রশ্ন : ম্যালকোলজিতে নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয়?
উত্তর : শামুক-ঝিনুক।

প্রশ্ন : হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
উত্তর : এস সি এফ হ্যানিমেন।

প্রশ্ন : প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তর : ইভোলিউশন।

প্রশ্ন : ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রীরেণুর সংযোগ স্থাপনের মাধ্যম-
উত্তর : কাল পিঁপড়া।

প্রশ্ন : ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তর : লিউয়েন হুক।

প্রশ্ন : ভূ-পৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যার নাম-
উত্তর : হাইড্রোলজি।

প্রশ্ন : যেসব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে; সেসব ফুলে কোনটি থাকে?
উত্তর : তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি।

প্রশ্ন : কৃত্রিম জীন আবিষ্কার করেন কে?
উত্তর : হরগোবিন্দ খোরানা।

প্রশ্ন : শারীরবিদ্যার জনক কে?
উত্তর : উইলিয়াম হার্ভে।

প্রশ্ন : কোনটি একবীজপত্রী?
উত্তর : ভুট্টা।

প্রশ্ন : কোন উদ্ভিদ স্ব-পরাগায়ন ঘটায়?
উত্তর : শিম।

প্রশ্ন : ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে-
উত্তর : বাতাসের সাথে পরাগ ঝরে পড়ে।

প্রশ্ন : পাথরকুচির চারা কীসের সাহায্যে উৎপন্ন করা হয়?
উত্তর : পাতার সাহায্যে।

প্রশ্নঃ অঙ্কুরোদগমের জন্য দরকার হয়-
উত্তর: তাপ, পানি ও অক্সিজেন

প্রশ্নঃ ঈস্ট কি?
উত্তর: একটি ছত্রাক

প্রশ্নঃ কচুরীপানা পানিতে ভাসে, কারণ এদের-
উত্তর: কাণ্ড ফাঁপা

প্রশ্নঃ জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-
উত্তর: এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

প্রশ্নঃ ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত?
উত্তর: চা বাগান


জীববিজ্ঞান প্রশ্নোত্তর ০২

প্রশ্নঃ ধানের বাদামী রোগ হয়
উত্তর: ছত্রাক দ্বারা

প্রশ্নঃ Flora বলা হয় কোনটিকে?
উত্তর: উদ্ভিদকুলকে

প্রশ্নঃ ‘লালপচা’ কোন ফসলের রোগ
উত্তর: আখ

প্রশ্নঃ ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল
উত্তর: ব্যাঙের ছাতা

প্রশ্নঃ মাশরুম এক ধরনের
Ans: ফাঙ্গাস

প্রশ্নঃ মিউকর কি?
উত্তর: একটি ছত্রাক

প্রশ্নঃ উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কি বলে?
উত্তর: কাণ্ড

প্রশ্নঃ ধানের বাদামী রোগ হয়-
উত্তর: ছত্রাক দ্বারা

প্রশ্নঃ প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?
উত্তর: Agaricus

প্রশ্নঃ সাধারণত ফলের অংশ কয়টি?
উত্তর: ৩টি

প্রশ্নঃ ইরাটম কি?
উত্তর: উন্নত জাতের ধান

প্রশ্নঃ অন্ধকারে অংকুরিত হয় কোন ফুল?
উত্তর: গাঁদা

প্রশ্নঃ কোনটি অটোফাইট নয়?
উত্তর: ব্যাঙের ছাতা বা ছত্রাক

প্রশ্নঃ কোনটি তৈল বীজ নয়?
উত্তর: অড়হর

প্রশ্নঃ ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: ঘাস

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল
উত্তর: আম

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফল কি?
উত্তর: কাঁঠাল

প্রশ্নঃ ব্যাঙের ছাতা এক ধরনের
উত্তর: ছত্রাক জাতীয় উদ্ভিদ

প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস
উত্তর: বাঁশ

প্রশ্নঃ সয়াবিন কি জাতীয় শস্য?
উত্তর: :তৈল জাতীয়

প্রশ্নঃ পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
উত্তর: তিন প্রকার


পদার্থ বিজ্ঞান প্রশ্নোত্তর ০১

প্রশ্নঃপদার্থের ক্ষুদ্রতমা কণা কি?
উত্তর: অণু।

প্রশ্নঃ পদার্থের স্থায়ী মূল কণিকা
উত্তর: ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন।

প্রশ্নঃ তেজস্ক্রিয় রশ্মিতে থাকে
উত্তর: আলফা, বিটা ও গামা কনিকা।

প্রশ্নঃ পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা
উত্তর: পরস্পর সমান।

প্রশ্নঃ পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে
উত্তর: অভিকর্ষ বল।

প্রশ্নঃ বরফ গলনের সুপ্ত তাপ
উত্তর: ৮০ ক্যালরি।

প্রশ্নঃ সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি
উত্তর: ৩৩২ মিটার/সেকেন্ড।

প্রশ্নঃ সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায়
উত্তর: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে।

প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি
উত্তর: সৌর রশ্মি।

প্রশ্নঃ পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না
উত্তর: মধ্যাকর্ষণের জন্য।

প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন
উত্তর: উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

প্রশ্নঃ সে: তাপমাত্রায় পানির ঘনত্ব
উত্তর: সর্বোচ্চ

প্রশ্নঃ ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল
উত্তর: তেজস্ক্রিয় পদার্থ।

প্রশ্নঃ উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন
উত্তর: আলফ্রেড নোবেল।

প্রশ্নঃ ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ
উত্তর: ডিজিটাল সিগনাল ডেটাবেজ।

প্রশ্নঃ পীট কয়লা –
উত্তর: ভিজা ও নরম।

প্রশ্নঃ তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে
উত্তর: গ্রীনহাউজ ইফেক্ট।

প্রশ্নঃ পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে
উত্তর: ফিউশন বিক্রিয়া।

প্রশ্নঃ বায়ু এক প্রকার
উত্তর: মিশ্র পদার্থ।

প্রশ্নঃ লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে
উত্তর: গ্যালভানাইজিং।

প্রশ্নঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
উত্তর: মরিচিকায়

প্রশ্নঃ পানি বরফে পরিণত হলে
উত্তর: আয়তনে বাড়ে।

প্রশ্নঃ বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী
উত্তর: টাংস্টেন দিয়ে।


পদার্থ বিজ্ঞান প্রশ্নোত্তর ০২

প্রশ্নঃ CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে
উত্তর: ওজন স্তর

প্রশ্নঃ ডুবোজাহাজ হতে পানির উপরে দেখার জন্য ব্যবহৃত হয়
উত্তর: পেরিস্কোপ

প্রশ্নঃ ব্যাটারি হতে পাওয়া যায়
ডিসি কারেন্ট

প্রশ্নঃ ডিনামাইট আবিস্কার করেন
উত্তর: আলফ্রেড নোবেল

প্রশ্নঃ পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়
উত্তর: গ্রাফাইট

প্রশ্নঃ শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে
উত্তর: সুপারসনিক বিমান

প্রশ্নঃ কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট
চুম্বক পদার্থ

প্রশ্নঃ আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে
উত্তর: দর্পনে

প্রশ্নঃ স্টিফেন হকিন্স একজন
উত্তর: পদার্থবিদ

প্রশ্নঃ পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি
উত্তর: জীবাস্ম জালানি

প্রশ্নঃ জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি
উত্তর: অতি বেগুণী রশ্মি

প্রশ্নঃ এক্সরে এর একক
উত্তর: রনজেন

প্রশ্নঃ তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক
উত্তর: হেনরী বেকুইরেল

প্রশ্নঃ রেডিয়াম আবিস্কার করেন
উত্তর: মাদাম কুরি

প্রশ্নঃ পারমাণবিক বোমা উৎপন্ন হয়
উত্তর: ফিশন পদ্ধতিতে।

প্রশ্নঃ হাইড্রোজেন বোমা উৎপন্ন হয়
উত্তর: ফিউশন পদ্ধতিতে।

প্রশ্নঃ পারমানবিক ওজন -
উত্তর: প্রোটন ও নিউট্রনের ওজন।

প্রশ্নঃ দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন
উত্তর: গ্যালিলিও।

প্রশ্নঃ গতির সূত্র আবিস্কার করেন
উত্তর: নিউটন।

প্রশ্নঃ আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন
উত্তর: আলবার্ট আইনস্টাইন।

প্রশ্নঃ মৌলিক রাশিগুলো হলো
উত্তর: দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।

প্রশ্নঃ লব্ধ রাশি
উত্তর: বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি।

প্রশ্নঃ ভেক্টর রাশি
উত্তর: সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি।

প্রশ্নঃ স্কেলার রাশি
উত্তর: দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি।

প্রশ্নঃ পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল
উত্তর: এস. আই. S. I.


পদার্থ বিজ্ঞান প্রশ্নোত্তর ০৩

প্রশ্নঃ ভর হচ্ছে পদার্থের
উত্তর: জড়তার পরিমাণ।

প্রশ্নঃ নিউটনের গতি সূত্র
উত্তর: তিনটি।

প্রশ্নঃ নিউটনের বিখ্যাত বই
উত্তর: ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা।

প্রশ্নঃ বিদ্যুৎ শক্তির হিসাব করা হয়
উত্তর: কিলোওয়াট / ঘন্টা kw/h

প্রশ্নঃ মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল
উত্তর: মহাকর্ষ বল।

প্রশ্নঃ পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল
উত্তর: অভিকর্ষ বল।

প্রশ্নঃ অভিকর্ষজ ত্বরণ g এর মান
উত্তর: পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী।

প্রশ্নঃ পৃথিবীর মুক্তিবেগ
উত্তর: ১১.২ কি.মি./সে.।

প্রশ্নঃ মঙ্গল গ্রহের মুক্তি বেগ
উত্তর: ৫.১ কি.মি./সে.।

প্রশ্নঃ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি
উত্তর: তিনটি।

প্রশ্নঃ ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক
উত্তর: ইস্পাত।

প্রশ্নঃ বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয়
উত্তর: শব্দ

প্রশ্নঃ পানির তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো
উত্তর: অনুপ্রস্থ বা আড় তরঙ্গ।

প্রশ্নঃ পানিতে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয়
উত্তর: অনুপ্রস্থ তরঙ্গ

প্রশ্নঃ টানা তারের সূত্র কয়টি
উত্তর: তিনটি।

প্রশ্নঃ শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন
উত্তর: জড় মাধ্যমের।

প্রশ্নঃ শুন্য মাধ্যমে শব্দের বেগ
উত্তর: শুন্য

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি
উত্তর: ৩৩২ মি./সে.

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় পানিতে শব্দের দ্রুতি
উত্তর: ১৪৫০ মি./সে.

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি
উত্তর: ৫২২১ মি./সে.

প্রশ্নঃ শব্দের বেগের উপর প্রভাব আছে
তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ ।

প্রশ্নঃ শ্রাব্যতার সীমা
উত্তর: ২০-২০০০০ Hz

প্রশ্নঃ ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ
উত্তর: ২০ Hz

প্রশ্নঃ আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ
উত্তর: ২০০০০ Hz এর বেশী।

প্রশ্নঃ প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন
উত্তর: ০.১ সে.

প্রশ্নঃ প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব
উত্তর: ১৬.৬ মিটার।

প্রশ্নঃ কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয়
উত্তর: ১০৫ ডেসিবেলের উপর সৃষ্ঠ শব্দ।

প্রশ্নঃ বাদুর চলাচলের সময় কি প্রয়োগ করে
উত্তর: প্রতিধ্বনি।

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে
উত্তর: স্ফুটনাংক।


পদার্থ বিজ্ঞান প্রশ্নোত্তর ০৪

প্রশ্নঃবস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে
উত্তর: রঙের উপর ।

প্রশ্নঃপেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয়
উত্তর: ১৮৮৬ ইং সালে ।

প্রশ্নঃফ্রেয়নের রাসায়নিক নাম
উত্তর: ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন ।

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ
উত্তর: ১৫ পাউন্ড ।

প্রশ্নঃ থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ
উত্তর: অল্প তাপে আয়তন বৃদ্ধি পায় ।

প্রশ্নঃআলো এক প্রকার
উত্তর: শক্তি ।

প্রশ্নঃ প্রতিফলনের সূত্র
উত্তর: দুইটি ।

প্রশ্নঃ প্রতিসরণের সূত্র
উত্তর: দুইটি ।

প্রশ্নঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত
উত্তর: দুটি ।

প্রশ্নঃ তরঙ্গ দৈর্ঘ্য বেশি
উত্তর: লাল আলোর ।

প্রশ্নঃ তরঙ্গ দৈর্ঘ্য কম
উত্তর: বেগুনী আলোর ।

প্রশ্নঃ সূর্য রশ্মি শরীরে পড়লে
উত্তর: ভিটামিন ডি তৈরী হয় ।

প্রশ্নঃ সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ
উত্তর: গামা রশ্মি ।

প্রশ্নঃ সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ
উত্তর: বেগুণী রশ্মি ।

প্রশ্নঃ আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল
উত্তর: ০.১ সেকেন্ড ।

প্রশ্নঃ যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে
উত্তর: চম্বুক পদার্থ ।

প্রশ্নঃ চৌম্বকের চুম্বকত্ব একটি
উত্তর: ভৌত ধর্ম ।

প্রশ্নঃ চৌম্বক পদার্থ
উত্তর: টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি

প্রশ্নঃ মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ
উত্তর: সবচেয়ে বেশী ।

প্রশ্নঃ পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে
উত্তর: পৃথিবীর ভৌগলিক দক্ষিণ ।

প্রশ্নঃ আমদের দেশে তড়িৎ প্রবাহ সেকেন্ডে দিক পরিবর্তন করে
উত্তর: ৫০ বার ।

প্রশ্নঃ ডি. সি. প্রবাহ পাওয়া যায়
উত্তর: ব্যাটারি থেকে ।

প্রশ্নঃ ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু
উত্তর: ট্রানজিস্টরের আবিস্করের সময় ।

প্রশ্নঃ ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ দেয়া হয়
উত্তর: সিজিয়াম দিয়ে ।



বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০১

প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?
উত্তর: ওয়াটসন ও ক্রিক

প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ

প্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩

প্রশ্ন: হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক

প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা

প্রশ্ন: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
উত্তর: শ্বসন

প্রশ্ন: Photosynthesis takes place in –
উত্তর: Green parts of the plants

প্রশ্ন: ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
উত্তর: নাইট্রোজেন

প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

প্রশ্ন: Dengue fever is spread by–
উত্তর: Aedes aegypti mosquito

প্রশ্ন: সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬ টি

প্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর: অগ্ন্যাশয় হতে

প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস

প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
উত্তর: গ্লাইকোজেন

প্রশ্ন: প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
উত্তর: জেনেটিক্স

প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি?
উত্তর: মসুর ডাল

প্রশ্ন: কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?
উত্তর: খেসারী

প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: জল সেচ

প্রশ্ন: জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
উত্তর: শুশুক

প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেনিক

প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের

প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
উত্তর: নিওমোনিয়া

প্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর: ইভোলিওশন

প্রশ্ন: নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর: ট্রিপসিন

প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর: প্লিহাতে

প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক?
উত্তর: পেনিসিলিন

প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় –
উত্তর: যকৃত

প্রশ্ন: সবচেয়ে বড় ভাইরাস হল-
উত্তর: গো-বসন্তের ভাইরাস

প্রশ্ন: কোনো পরিবহন তন্ত্র নেই-
উত্তর: ছত্রাকের


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০২

প্রশ্ন: ঝিনুকের রক্তে কি নেই?
উত্তর: হিমোগ্লোবিন

প্রশ্ন: গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
উত্তর: আর্থ্রোপোডা

প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?
উত্তর: ৮৮-৯০ ভাগ

প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে?
উত্তর: Prawn culture

প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-
উত্তর: জুয়োপ্ল্যাংকটন

প্রশ্ন: প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
উত্তর: ২১

প্রশ্ন: জীবদেহের কাজের একক কি?
উত্তর: কোষ

প্রশ্ন: সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হুক

প্রশ্ন: টিস্যুর গঠনগত একক কি?
উত্তর: কোষ

প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তর: ৪৬

প্রশ্ন: কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
উত্তর: ১৯৭২

প্রশ্ন: প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
উত্তর: প্রানীবৈচিত্র্য

প্রশ্ন: Fauna বলতে কি বুঝায়?
উত্তর: প্রানিকূল

প্রশ্ন: ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
উত্তর: কাইটিন

প্রশ্ন: DNA কোথায় থাকে?
উত্তর: নিউক্লিয়াসে

প্রশ্ন: বানরের হাত আছে কয়টি?
উত্তর: হাত নেই

প্রশ্ন: কলকাসুন্দা কি?
উত্তর: উপগুল্ম

প্রশ্ন: রক্তকোষের উপাদান নয় কোনটি?
উত্তর: হিমোগ্লোবিন

প্রশ্ন: হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উত্তর: SARS

প্রশ্ন: টয়ালিন কি পরিপাক করে?
উত্তর: শর্করা

প্রশ্ন: বিলিরুবিন কোথায় থাকে?
উত্তর: প্লীহায়

প্রশ্ন: মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩

প্রশ্ন: পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?
উত্তর: লিগামেন্ট

প্রশ্ন: এইডস কোন ভাইরাসের জন্য হয়
উত্তর: HIV

প্রশ্ন: পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ?
উত্তর: রেডিও আইসোটোপ

প্রশ্ন: দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: কচু

প্রশ্ন: মাশরুম নামে পরিচিত কোনটি ?
উত্তর: এগারিকাস


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০৩

প্রশ্ন: Pteris কে বলা হয়
উত্তর: সানফার্ন

প্রশ্ন: দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?
উত্তর: ২

প্রশ্ন: পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং

প্রশ্ন: Father of Bacteriology বলা হয় কাকে?
উত্তর: লুই পাস্তুর

প্রশ্ন: প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?
উত্তর: জলজ

প্রশ্ন: জীবন্ত জীবাশ্ম কোনটি
উত্তর: cycas

প্রশ্ন: biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: ল্যামার্ক

প্রশ্ন: ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?
উত্তর: নদী

প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?
উত্তর: জ্বর

প্রশ্ন: মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
উত্তর: ৪০০০০

প্রশ্ন: সরল টিস্যু কত প্রকার ?
উত্তর: ৩

প্রশ্ন: DNA আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ১৮৬৮

প্রশ্ন: নাইট্রোজেন বেস কয় ধরনের ?
উত্তর: ২

প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?
উত্তর: প্লাজমিড

প্রশ্ন: উদ্ভিদের গৌন উপাদান কয়টি ?
উত্তর: ৮

প্রশ্ন: কোনটি গৌন উপাদান না ?
উত্তর: Mg

প্রশ্ন: ম্যালেরিয়া রোগ হয় কিসের অভাবে?
উত্তর: অ্যানোফিলিস মশা

প্রশ্ন: কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?
উত্তর: ১৯২৭

প্রশ্ন: যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
উত্তর: B.C.G

প্রশ্ন: E.Coli মানবদেহের কোথায় থাকে?
উত্তর: অন্ত্রে

প্রশ্ন: পচা রোগ হয় কোন সবজির?
উত্তর: আলু

প্রশ্ন: উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ICBN

প্রশ্ন: শ্রেণী বিন্যাস ধাপ কয়টি?
উত্তর: ৭টি

প্রশ্ন: Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: মৌমাছি

প্রশ্ন: এক কোষী নয় কোনটি?
উত্তর: মেটাজোয়া

প্রশ্ন: বহুকোষী প্রাণী নয় কোনটি?
উত্তর: প্রোটোজোয়া

প্রশ্ন: ফলের কয়টি অংশ থাকে?
উত্তর: ২টি

প্রশ্ন: এপিগাইনাস ফুল–
উত্তর: লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।

প্রশ্ন: রক্তে PH এর মান কত?
উত্তর: ৭.২-৭.৪

প্রশ্ন: রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু?
উত্তর: ক্যালসিয়াম

প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে?
উত্তর: ধমনীতে

প্রশ্ন: ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?
উত্তর: ৩

প্রশ্ন: মেডুলা কিসের অংশ?
উত্তর: মস্তিষ্কের

প্রশ্ন: দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত
উত্তর: মধ্য মস্তিষ্ক

প্রশ্ন: খনিজ লবণ কি করে?
উত্তর: জৈবিক কাজে অংশগ্রহণ করে

প্রশ্ন: গ্লাইকোজেন কোথায় জমা থাকে?
উত্তর: Liver


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০৪

প্রশ্ন: দুধে থাকে-
উত্তর: ল্যাকটিক এসিড

প্রশ্ন: এন্টিবায়োটিকের কাজ-
উত্তর: জীবানু ধ্বংস করা

প্রশ্ন: মাশরুম এক ধরণের-
উত্তর: ফাঙ্গাস

প্রশ্ন: যকৃতের রোগ কোনটি?
উত্তর: জন্ডিস

প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
উত্তর: ক্রেসকোগ্রাফ

প্রশ্ন: কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর: সি

প্রশ্ন: পাতা বেগুনী হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: ফসফরাস

প্রশ্ন: মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর: এমপি

প্রশ্ন: কোনটি উপকারী পোকা?
উত্তর: নেকড়ে মাকড়াসা

প্রশ্ন: কৃষকের লাঙল বলা হয় কাকে?
উত্তর: কেঁচো

প্রশ্ন: সাকারের সাহায্যে প্রজনন হয় না কোনটির?
উত্তর: পাথর কুচি

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে ছোট কোষ-
উত্তর: শ্বেত রক্তকণিকা

প্রশ্ন: জীবনের ভিত্তি বলা হয় কাকে?
উত্তর: প্রোটোপ্লাজম

প্রশ্ন: কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়?
উত্তর: ১৮৩১

প্রশ্ন: মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?
উত্তর: ৭৩%

প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস কতগুলো?
উত্তর: ৪টি

প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্টটিউব বেবীর জন্ম হয়?
উত্তর: ২০০১

প্রশ্ন: কোন প্রাণী শব্দ করতে পারে না?
উত্তর: চিতাবাঘ

প্রশ্ন: সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে?
উত্তর: বৃক্ষ

প্রশ্ন: ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: পূর্ণাঙ্গ ব্যাঙ

প্রশ্ন: মস্তিষ্কের আবরণীর নাম-
উত্তর: মেনিনমেস

প্রশ্ন: স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়?
উত্তর: পাকস্থলিতে

প্রশ্ন: রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?
উত্তর: জন্ডিস

প্রশ্ন: রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?
উত্তর: ইনসুলিন

প্রশ্ন: ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে?
উত্তর: ফ্ল্যাভি ভাইরাস

প্রশ্ন: সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?
উত্তর: ২২-৩৫

প্রশ্ন: জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্যে বিদ্যমান কোনটিতে?
উত্তর: ভাইরাস

প্রশ্ন: হেপাটাইটিস B ছড়ায় কিসের মাধ্যমে?
উত্তর: রক্ত

প্রশ্ন: তেল খাদক হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তর: ব্যাকটেরিয়া

প্রশ্ন: টুন্ডু রোগ হয় কিসের?
উত্তর: গম

প্রশ্ন: বায়ুর মাধ্যমে ছড়ায় কোন রোগটি?
উত্তর: যক্ষ্মা

প্রশ্ন: মানুষের বৈজ্ঞানিক নাম –
উত্তর: Homo sapiens

প্রশ্ন: পর্বের পরে কোন ধাপ?
উত্তর: শ্রেণি


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০৫

প্রশ্ন: গোদ রোগের জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে?
উত্তর: কিউলেক্স মশা

প্রশ্ন: ফল বীজকে কি করে?
উত্তর: সুরক্ষিত করে

প্রশ্ন: হাইপোগাইনাস ফুল নয় কোনটি?
উত্তর: লাউ

প্রশ্ন: হিমোগ্লোবিন কোথায় থাকে?
উত্তর: রক্তরসে

প্রশ্ন: Ca2+ কিসের ফ্যাক্টর?
উত্তর: রক্তের

প্রশ্ন: অ্যাক্সন কোথায় থাকে?
উত্তর: গুরুমস্তিস্কে

প্রশ্ন: মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয়?
উত্তর: ফ্রুক্টোজ

প্রশ্ন: আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে?
উত্তর: ১৫

প্রশ্ন: আবিষ্কৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কত?
উত্তর: ২৮

প্রশ্ন: প্রাণিজ আমিষের উৎস নয় কোনটি?
উত্তর: ডাল

প্রশ্ন: ভ্রূণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর: A

প্রশ্ন: কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর: সি

প্রশ্ন: ভিটামিন-ই পাওয়া যায় কোনটিতে?
উত্তর: ভিটামিন ‘ই’ এর উৎস হল উদ্ভিজ্জ তেলসমূহ।

প্রশ্ন: পাতার শীর্ষ কিনারা হলুদ হয় কিসের অভাবে?
উত্তর: K

প্রশ্ন: দস্তা সারের মূল উপাদান কি?
উত্তর: ZnSO4

প্রশ্ন: বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির?
উত্তর: শিম

প্রশ্ন: পাতার সাহায্যে প্রজনন হয় –
উত্তর: পাথরকুচি

প্রশ্ন: সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে?
উত্তর: সাইটোপ্লাজম

প্রশ্ন: কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উত্তর: নিউক্লিয়াস

প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে?
উত্তর: মূলে ও কাণ্ডের অগ্রেভাগে

প্রশ্ন: জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?
উত্তর: হলুদ

প্রশ্ন: সালোকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে-
উত্তর: ক্লোরোপ্লাস্ট

প্রশ্ন: জীনতত্ত্বের জনক বলা হয় কাকে?
উত্তর: মেন্ডেল

প্রশ্ন: সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?
উত্তর: ফার্ণ

প্রশ্ন: বংশ গতির ধারক ও বাহক কি?
উত্তর: ক্রোমোজোম

প্রশ্ন: ক্লোন কিভাবে করা হয়?
উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায়

প্রশ্ন: RNA এর নাইট্রোজেন বেস কতটি?
উত্তর: ৪

প্রশ্ন: স্পিরুলিনা কি?
উত্তর: শৈবাল

প্রশ্ন: ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কোন দেশের?
উত্তর: বাংলাদেশের

প্রশ্ন: পরিবহন টিস্যু নেই কোনটির?
উত্তর: ছত্রাক

প্রশ্ন: মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া?
উত্তর: ১২

প্রশ্ন: পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়?
উত্তর: HCl

প্রশ্ন: পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?
উত্তর: যকৃতে

প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?
উত্তর: মুখে

প্রশ্ন: চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে
উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি

প্রশ্ন: সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?
উত্তর: ক্লোরোপ্লাস্ট

প্রশ্ন: ভাইরাস অর্থ কী?
উত্তর: বিষ

প্রশ্ন: অ্যামাইনো এসিড থাকে কিসের প্রাচীরে?
উত্তর: ব্যাকটেরিয়া


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০৬

প্রশ্ন: রাইজয়েড আসে কোন উদ্ভিদের?
উত্তর: মস

প্রশ্ন: পানিতে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়?
উত্তর: অভিস্রবন

প্রশ্ন: মুক্ত শক্তির বাহক কোনটি?
উত্তর: ATP

প্রশ্ন: সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায়?
উত্তর: মেসোফিল টিস্যুতে

প্রশ্ন: মূলহীন উদ্ভিদকে কি বলে?
উত্তর: ঝাঁঝি

প্রশ্ন: ভার্ণালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে-
উত্তর: অল্প সময়ে

প্রশ্ন: সবচেয়ে বড় মুকুল হল-
উত্তর: বাঁধাকপি

প্রশ্ন: অ্যামিবা কোন পর্বের প্রাণী?
উত্তর: প্রোটোজোয়া

প্রশ্ন: দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন কে?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস

প্রশ্ন: পেশি কলা কয় ধরণের?
উত্তর: ৫

প্রশ্ন: সর্বজনীন রক্ত গ্রহিতা কোন গ্রুপ?
উত্তর: AB

প্রশ্ন: খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে?
উত্তর: HDL

প্রশ্ন: স্নায়ুতন্ত্র প্রধাণত কয় প্রকার?
উত্তর: ২

প্রশ্ন: শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়?
উত্তর: রক্তের প্রহরী

প্রশ্ন: পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটে
উত্তর: প্যারেনকাইমা

প্রশ্ন: অক্সিজেনর অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?
উত্তর: অবাত

প্রশ্ন: শস্যের ১ম কোষটি কি?
উত্তর: ত্রিপ্লয়েড

প্রশ্ন: অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল?
উত্তর: গাঁদাফুল

প্রশ্ন: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Copyehus Soularis

প্রশ্ন: কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: Fc

প্রশ্ন: প্রাণীদেহে টিস্যু কত প্রকার?
উত্তর: ৪

প্রশ্ন: রক্তে রক্তকণিকা কতভাগ?
উত্তর: ৪৫%

প্রশ্ন: লোহিত কনিকার আয়ুকাল কত দিন?
উত্তর: ১২০

প্রশ্ন: নাড়ীর স্বাভাবিক স্পন্দন?
উত্তর: 72/m

প্রশ্ন: লিপিড কোথায় দ্রবণীয়?
উত্তর: পানিতে

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
উত্তর: সোডিয়াম

প্রশ্ন: দাঁতের ক্ষয় রোধ করে–
উত্তর: ক্লোরাইড

প্রশ্ন: কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়?
উত্তর: ১৯১৩

প্রশ্ন: নগ্নবীজ উদ্ভিদকে বলা হয়–
উত্তর: আদি উদ্ভিদ

প্রশ্ন: জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?
উত্তর: ল্যাটিন

প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: গুল্ম

প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ–
উত্তর: বসন্ত

প্রশ্ন: তোষাপাটের জীবন রহস্য উদঘাটন হয় কত সালে?
উত্তর: ২০১০

প্রশ্ন: পীতজ্বর হয় কিসের জন্য?
উত্তর: ইবোলা ভাইরাস

প্রশ্ন: হরমোন কিসের তৈরি?
উত্তর: প্রোটিন

প্রশ্ন: কোষ্ঠকাঠিণ্য দূর করে কোনটি?
উত্তর: কার্বোহাইড্রেট

প্রশ্ন: কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?
উত্তর: স্নেহ


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০৭

প্রশ্ন: সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়?
উত্তর: হাড়ে

প্রশ্ন: কোন ফলে বেশি লৌহ পাওয়া যায়?
উত্তর: কলা

প্রশ্ন: সবচেয়ে বেশি আয়োডিন কোথায় পাওয়া যায়?
উত্তর: সামুদ্রিক শৈবালে

প্রশ্ন: বিবর্তন বা অভিব্যাক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
উত্তর: ইভোলিউশন

প্রশ্ন: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?
উত্তর: লাইপোপ্রোটিন

প্রশ্ন: Biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: লেমার্ক

প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন?
উত্তর: ডঃ আব্দুলাহ আল মুতী

প্রশ্ন: Bengal Planto বইটি লেখেছিল–
উত্তর: ডেভিড প্লেইন

প্রশ্ন: মৌমাছি পালন বিদ্যাকে কি বলে?
উত্তর: এপিকালচার

প্রশ্ন: উদ্ভিদ কয় প্রক্রিয়ায় শোষণ সম্পন্ন করে?
উত্তর: ৩

প্রশ্ন: এনাটমির জনক–
উত্তর: আদ্রেভেসলিয়াস

প্রশ্ন: কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে সন্থান পায়?
উত্তর: Micrographia


প্রশ্ন: The theory of natural selection কে প্রবর্তক করেন?
উত্তর: Charles Rosert Banwin

প্রশ্ন: Taxonomy অর্থ কি?
উত্তর: শ্রেনিবিন্যাসতত্ত্ব

প্রশ্ন: গুল্ম নয়–
উত্তর: কালকাসুন্দা

প্রশ্ন: লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর: গুল্ম

প্রশ্ন: Penicillium কোন ধরণের ছত্রাক?
উত্তর: সবুজ ছত্রাক

প্রশ্ন: ভূ গর্ভস্থ কাণ্ড–
উত্তর: আদা

প্রশ্ন: প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে?
উত্তর: ১৭৬০

প্রশ্ন: ভাইরাস মোজাইক রোম উৎপন্ন করে কোন গাছ?
উত্তর: তামাক

প্রশ্ন: রাইজেইয়াম কিসের নাম?
উত্তর: ভাইরাস

প্রশ্ন: দুধ টক হওয়ার জন্য দায়ী কোনটি?
উত্তর: ব্যাকটেরিয়া

প্রশ্ন: হেপাটাইসিস ‘ই’ কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: পানি

প্রশ্ন: কোষঝিল্লি থাকে না কোন কোষে?
উত্তর: উদ্ভিদ

প্রশ্ন: প্রানিদেহের সঞ্চিত খাদ্যের নাম–
উত্তর: গ্লাইকোজেন

প্রশ্ন: মাইটোকণ্ড্রিয়ায় কোন ধাতু পাওয়া যায়?
উত্তর: ক্যালসিয়াম

প্রশ্ন: বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলে?
উত্তর: সিনোসাইট

প্রশ্ন: লাইকোপিনের রঙ–
উত্তর: লাল

প্রশ্ন: কোষের জীবন বলা হয় কাকে?
উত্তর: প্লাস্টিডকে

প্রশ্ন: দেহের কোষ বিভাজন কত প্রকার?
উত্তর: ৩

প্রশ্ন: হ্রাসমূলক বিভাজন কোনটিকে বলে?
উত্তর: মিয়োসিস

প্রশ্ন: স্থায়ী টিস্যু কত প্রকার?
উত্তর: ৩

প্রশ্ন: পরিবহন টিস্যু তৈরি হয় কোন টিস্যু হতে?
উত্তর: জটিল

প্রশ্ন: বংশগতির রাসায়নিক ভিত্তি কি?
উত্তর: DNA

প্রশ্ন: নিউক্লিওনকে নিউক্লিক এসিড বলা হয় কবে থেকে?
উত্তর: ১৮৯৯ সাল


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০৮

প্রশ্ন: মানব দেহে DNA এর দৈর্ঘ্য কত?
উত্তর: ১৭৪ সে. মি.

প্রশ্ন: RNA কত প্রকার?
উত্তর: ৪

প্রশ্ন: Biotechnology first used in_____.
উত্তর: ১৯১৯

প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হল–
উত্তর: প্লাস্টিড

প্রশ্ন: টিস্যু কালচার প্রধান উপাদান হল–
উত্তর: সপুষ্পক উদ্ভিদ

প্রশ্ন: একুশ শতকের বিজ্ঞান বলা হয় কোন বিজ্ঞান কে?
উত্তর: জীব

প্রশ্ন: বায়োগ্যাসের বর্ণ কেমন?
উত্তর: বর্ণহীন

প্রশ্ন: বায়োগ্যাসে পানির পরিমাণ কত ভাগ?
উত্তর: ০.০১%

প্রশ্ন: মেণ্ডেলের দ্বিতীয় সুত্রের অনুপাত কত?
উত্তর: ৩ : ১ : ১ : ১/৩

প্রশ্ন: DNA কি পরিমাণ অতিবেগুনী রশ্মি শোষণ করতে পারে?
উত্তর: অত্যন্ত বেশি

প্রশ্ন: পাতা ঝরে পড়ার কারণ কি?
উত্তর: এসিড

প্রশ্ন: পাতাকে সবুজ রাখে কোনটি?
উত্তর: পটাশিয়াম

প্রশ্ন: ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়?
উত্তর: ATP

প্রশ্ন: সালোকসংশ্লেষণ কি প্রক্রিয়া?
উত্তর: জারণ বিজারণ

প্রশ্ন: প্রস্বেদন ঘটে কোথায়?
উত্তর: পাতায়

প্রশ্ন: চায়ের উপাক্ষারের নাম কি?
উত্তর: ক্যাফেইন

প্রশ্ন: প্রস্বেদন কত প্রকার?
উত্তর: ৩

প্রশ্ন: মাটি থেকে গাছে খাদ্যরস পৌছায় কোন প্রক্রিয়ায়?
উত্তর: ব্যাপন

প্রশ্ন: জনন মুকুল কোনটির?
উত্তর: ফুলকপি

প্রশ্ন: মরফিন ওষুধ যে গাছ থেকে তৈরি করা হয়–
উত্তর: পপি

প্রশ্ন: উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যকে কি বলে?
উত্তর: শ্বেতসার

প্রশ্ন: মিউসর বলা হয় কিসের ছত্রাক কে?
উত্তর: রুটি

প্রশ্ন: উচ্ছায়ী তেল পাওয়া যায় না কোনটি হতে?
উত্তর: গাদা

প্রশ্ন: ঢেঁকিশাক বাংলায় কি?
উত্তর: ফার্ন

প্রশ্ন: পত্ররপন্ধীয় প্রস্বেদনের হাঁর শতকরা কত ভাগ?
উত্তর: ৯০-৯৫%

প্রশ্ন: ছোট দিনের উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: মূল

প্রশ্ন: ফলের প্রধান অংশ কয়টি?
উত্তর: ৩

প্রশ্ন: প্রাণীজগতের প্রধান পর্ব কয়টি?
উত্তর: ১০

প্রশ্ন: কেঁচো, জোক কোন পর্বের প্রাণী?
উত্তর: আর্থোপোডা

প্রশ্ন: Copsychus Saularis কোনটির বৈজ্ঞানিক নাম?
উত্তর: দোয়েল

প্রশ্ন: তরল কানেকটিভ টিস্যু কত প্রকার?
উত্তর: ২

প্রশ্ন: অস্থিমজ্জায় কি উৎপন্ন হয়?
উত্তর: রক্ত

প্রশ্ন: উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি?
উত্তর: অ্যাড্রিনালিন গ্রন্থি

প্রশ্ন: হৃদপিণ্ডে প্রথম অস্ত্রোপচার করে কোন দেশে?
উত্তর: জার্মানি

প্রশ্ন: হৃদপিন্ডের প্রাচীরে কোন পেশী থাকে?
উত্তর: হৃদপেশী

প্রশ্ন: ঘামগ্রন্থি কোন তন্ত্রের অংশ?
উত্তর: ত্বকতন্ত্রের

প্রশ্ন: দেহকোষ নয়–
উত্তর: শুক্রানু

প্রশ্ন: লোহিত ও শ্বেতরক্ত কনিকার অনুপাত কত?
উত্তর: ৮০০:১

প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন–
উত্তর: কার্ল ল্যান্ডস্তেইনার

প্রশ্ন: মানুষের দুধ দাঁত কতগুলো?
উত্তর: ২০টি

প্রশ্ন: দুগ্ধ জমাট বাধায় কোনটি?
উত্তর: রেজিন

প্রশ্ন: লালারসে কি পরিপাককারী এনজাইম থাকে না?
উত্তর: শর্করা

প্রশ্ন: ইনসুলিন কিসের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রন করে?
উত্তর: চিনি

প্রশ্ন: একাধিক নিউক্লিয়াস থাকে কোন কোষে?
উত্তর: পেশি কোষে

প্রশ্ন: ক্যারোটিন কোন বর্ণের জন্য দায়ী?
উত্তর: কমলা

প্রশ্ন: কোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী?
উত্তর: ক্যান্সার

প্রশ্ন: জাইগোট থেকে কি উৎপন্ন হয়?
উত্তর: ফল ও বীজ

প্রশ্ন: রাইবোজোমে কি সংশ্লেষিত হয়?
উত্তর: প্রোটিন

প্রশ্ন: টিস্যুর কার্যকরী একক কী?
উত্তর: কোষ

প্রশ্ন: পাতায় তৈরিকৃত খাদ্য পরিবহন করে কোনটি?
উত্তর: ফ্লোয়েম

প্রশ্ন: জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নামকে কী বলে?
উত্তর: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি

প্রশ্ন: প্লাজমিড কিসের মৌলিক হাতিয়ার?
উত্তর: জৈব প্রযুক্তির

প্রশ্ন: সাইট্রিক এসিড পাওয়া যায়?
উত্তর: লেবু

প্রশ্ন: মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর: ৪

প্রশ্ন: শৈবাল কী?
উত্তর: বর্ণময়

প্রশ্ন: ক্লোরেলা কি?
উত্তর: শৈবাল

প্রশ্ন: ধান বাদামী হওয়ার জন্য দায়ী কোনটি?
উত্তর: ছত্রাক

প্রশ্ন: চোখ মেলে ঘুমায় কোন প্রাণী?
উত্তর: মাছ

প্রশ্ন: ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: মাছ

প্রশ্ন: ICBN কিসের নামকরণ করে?
উত্তর: উদ্ভিদ

প্রশ্ন: প্রজাতির আগের ধাপ কি?
উত্তর: গণ

প্রশ্ন: Tenualosa ilisha কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: ইলিশ

প্রশ্ন: Chromatofour কিসে সাহায্য করে?
উত্তর: সালোকসংশ্লেষণ

প্রশ্ন: T. T. টিকা কিসের প্রতিশেধক?
উত্তর: ধনুস্তংকার

প্রশ্ন: পাট থেকে আঁশ ছড়াতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: ব্যাকটেরিয়া

প্রশ্ন: ব্যাকটেরিয়া জনিত রোগ নয়–
উত্তর: হাম

প্রশ্ন: বহুকোষী নয়–
উত্তর: ম্যালেরিয়া জীবাণু

প্রশ্ন: প্রাণীজগতকে কয়টি দলে ভাগ করা যায়?
উত্তর: ৪০

প্রশ্ন: সরীসৃপ নয়–
উত্তর: ব্যাঙ

প্রশ্ন: উড়তে পারে না কিন্তু দৌড়াতে পারে–
উত্তর: উট


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ০৯

প্রশ্ন: ‘ব্রাক্ট’ কি?
উত্তর: পাতা

প্রশ্ন: রক্ত কিসের মধ্যদিয়ে প্রবাহিত হয়?
উত্তর: রক্তবাহিকা

প্রশ্ন: মোট ওজনের কতভাগ রক্ত থাকে?
উত্তর: ৮

প্রশ্ন: উচ্চ রক্ত বিশিষ্ট প্রাণী নয় কোনটি?
উত্তর: ব্যাঙ

প্রশ্ন: হিমোগ্লোবিন কি রুপে অক্সিজেন পরিবহন করে?
উত্তর: অক্সিহিমোগ্লোবিন

প্রশ্ন: দুধের শর্করাকে কি বলে?
উত্তর: ল্যাকটোজ

প্রশ্ন: দুধের প্রোটিনের নাম কি?
উত্তর: কেসিন

প্রশ্ন: মানব দেহে সাধারনভাবে ক্রোমোজোম থাকে-
উত্তর: ২৩ জোড়া

প্রশ্ন: কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –
উত্তর: মাটির অম্লতা হ্রাসের জন্য

প্রশ্ন: কোলেস্টেরল এক ধরনের-
উত্তর: অসম্পৃক্ত এলকোহল

প্রশ্ন: কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তর: সালফার

প্রশ্ন: ফল পাকানোর জন্য দায়ী কী?
উত্তর: ইথিলিন

প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
উত্তর: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

প্রশ্ন: এনজিওপ্লাস্টি হচ্ছে-
উত্তর: হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তর: এডিস

প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর: পানি সেচ

প্রশ্ন: Anatomy শব্দের অর্থ-
উত্তর: শারীরবিদ্যা

প্রশ্ন: কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
উত্তর: রেনিন

প্রশ্ন: কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উত্তর: লুইপাস্তুর

প্রশ্ন: গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
উত্তর: অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য

প্রশ্ন: চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন-বি কমপ্লেক্স

প্রশ্ন: উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: নাইট্রোজেনের

প্রশ্ন: মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৮ ইঞ্চি(প্রায়)

প্রশ্ন: ক্যান্সার রোগের কারণ কি?
উত্তর: কোষের অস্বাভাবিক বৃদ্ধি

প্রশ্ন: মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
উত্তর: চারটি

প্রশ্ন: বিলিরুবিন তৈরি হয়-
উত্তর: প্লীহায়

প্রশ্ন: মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তর: মেলানিন

প্রশ্ন: গাছের খাদ্য তালিকায় আছে
উত্তর: N, P, K, S ও Zn

প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস–
উত্তর: গোয়ানিন

প্রশ্ন: কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উত্তর: ভিটামিন কে

প্রশ্ন: সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়—
উত্তর: লাল আলোতে

প্রশ্ন: স্যালিক এসিড—
উত্তর: টমেটোতে পাওয়া যায়

প্রশ্ন: নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের—
উত্তর: ফুসফুস

প্রশ্ন: Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে—
উত্তর: ডলি

প্রশ্ন: মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তর: ২৩ জোড়া

প্রশ্ন: নারভাস সিস্টেমের ষ্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
উত্তর: নিউরন

প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা

প্রশ্ন: মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
উত্তর: এক- চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে

প্রশ্ন: মূল নেই কোন উদ্ভিদে?
উত্তর: মিউকর

প্রশ্ন: অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উত্তর: ইনসুলিন

প্রশ্ন: প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
উত্তর: বৃষ্টি

প্রশ্ন: বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
উত্তর: পাশাপাশি দুটো দাঁতের দাগ

প্রশ্ন: ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?
উত্তর: মৎস্য চাষ

প্রশ্ন: মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–
উত্তর: স্ফিগমোম্যানোমিটার

প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—
উত্তর: ক্রোমোজোম

প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক–
উত্তর: এডিস

প্রশ্ন: পেনিসিলিয়াম আবিস্কার করেন –
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং

প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?
উত্তর: শুশুক

প্রশ্ন: এনজিও প্লাস্টি হচ্ছে—
উত্তর: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

প্রশ্ন: দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উত্তর: কার্বন মনোক্সাইড


বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব ১০

প্রশ্ন: নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
উত্তর: নারীর

প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত
দ্রুত দিতেপারে ?
উত্তর: পুরুষ

প্রশ্ন: পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোনক্রোমোজম ?
উত্তর: Y ক্রোমোজম

প্রশ্ন: স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী কোনক্রোমোজম ?
উত্তর: X ক্রোমোজম

প্রশ্ন: জীবের বংশ গতির একক কোনটি ?
উত্তর: জিন

প্রশ্ন: এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টিহয় ?
উত্তর: আমাশয়


প্রশ্ন: AIDS অর্থ কী ?
উত্তর: Acquired Immune Deficiency Syndrome.

প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তর: এবি গ্রুপ কে

প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তর:ও গ্রুপ

প্রশ্ন: বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?
উত্তর:লুইস ব্রাউন (ইংল্যান্ড)

প্রশ্ন: উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর: মাংস

প্রশ্ন: নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর: ডাল

প্রশ্ন: বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন-বি -১

প্রশ্ন: ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?
উত্তর: ভিটামিন -বি -২

প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তর: ভিটামিন-কে

প্রশ্ন: প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন?
উত্তর: ভিটামিন-ই

প্রশ্ন: রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর: ভিটামিন -বি- ১২

প্রশ্ন: সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন – সি

প্রশ্ন: মোটামুটি ভাবে আদর্শ খাদ্য কোনটি ?
উত্তর: দুধ

প্রশ্ন: স্ট্রোক হওয়ার কারণ কী ?
উত্তর: মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা

প্রশ্ন: কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তরঃ পরিবহন পদ্ধতিতে

প্রশ্ন: কফিতে কোন উপাদান থাকে?
উত্তরঃ ক্যাফেইন

প্রশ্ন: কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তরঃ এসকরবিক অ্যাসিড

প্রশ্ন: কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা?
উত্তরঃ বাড়ে

প্রশ্ন: কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তরঃ হাওয়ার্ড এইকিন

প্রশ্ন: কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তরঃ ৩ টি

প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?
উত্তরঃ করপিক্রিন

প্রশ্ন: কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তরঃ ইন্টারফেরণ প্রয়োগ

প্রশ্ন: ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তরঃ সিনকোনা

প্রশ্ন: কে প্রথম রোবট আবিস্কার করেন?
উত্তরঃ উইলিয়াম গে ওয়ালটার

প্রশ্ন: কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তরঃ বেটসন ( ১৯০৮ সালে।

প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তরঃ- ত্বকের

প্রশ্ন: কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?
উত্তরঃ গ্রাফাইট

প্রশ্ন: কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তরঃ লাইগেজ।

প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তরঃ শুশুক

প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তরঃ তামা

প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তরঃ প্লাটিপাস



★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন