#পোস্টঃ ০১
ভাইভা অভিজ্ঞতা:৩৮ তম বিসিএস
বোর্ড মেম্বার: ড. মো সাদিক
প্রার্থীঃ Hafiz Rana
তারিখ:২২.০৮.২০১৯. সময়ঃ২২ মিনিট।
প্রথম চয়েজঃ প্রশাসন
'আসতে পারি স্যার'
এটা বলতে না বলতেই স্যার বললেন দ্রুত আসুন।বসুন।
ধন্যবাদ দিয়ে বসলাম,
চেয়ারম্যান: জার্নালিজমে পড়ছেন ।পড়ালেখা কি করছেন?
আমিঃ জ্বী স্যার।
চেয়ারম্যান: বলেন স্যাইমন ড্রিং কে?
আমি জবাব দিলাম।উত্তর গ্রহণ করলেন।
চেয়ারম্যান: মুক্তিযুদ্ধের কিছু দলিল ছিল,সেগুলো উনি কোথায় রেখেছিলেন?
আমি: পারিনি।
চেয়ারম্যান: সাংবাদিকরা রিপোর্ট তৈরির সময় কোন নিয়ম নীতি কি মানেন?
আমি: জ্বী স্যার,প্রেস কাউন্সিল অ্যাক্ট ও এর কিছু নীতিমালা বললাম।
চেয়ারম্যানঃ What is the positive and negative side of citizen journalism?
আমিঃ উত্তর দিলাম।উত্তর গ্রহন করলেন।
চেয়ারম্যানঃ আপনার শখ কি?
আমিঃ মুভি দেখা।এটা নিয়ে অনেক প্রশ্ন করলেন।মুক্তিযুদ্ধবিষয়ক ছবি থেকে শুরু করে ইংরেজি মুভি সম্পর্কে জিঞ্জেস করলেন।মোটামুটি উত্তর করেছি।
এক্সটার্নাল১: তোমার চয়েজের ক্রম বলো..
আমি : ৪/৫ টা বলতেই থামিয়ে দিল।
এক্সটার্নাল: ডিসি অফিসে গিয়েছো কখনো?তোমার গোপালগঞ্জের ডিসির নাম শুদ্ধ করে লিখো।
আমিঃ বললাম সুন্দর করে,লিখেও দিলাম।
এক্সটার্নাল ২ঃ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কি,উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
আমিঃ সুন্দরভাবেই বুঝিয়েছি।গ্রহন করেছে।
চেয়ারম্যানঃ প্রেস ক্লাবের সভাপতি কে?
আমিঃ উত্তর করলাম,কিন্তু গ্রহণ করলেন না।
এক্সটার্নাল ১ঃ আপনার বাড়ির নামকরণ কিভাবে হলো বুঝিয়ে বলুন।
আমিঃ বললাম সুন্দর করে।
চেয়ারম্যানঃ মানুষ এবং ভূতের মধ্যে পার্থক্য কি,আপনি যে মানুষ প্রমান করেন( উল্লেখ্য যে আমার বাড়ির নাম ভূতেরবাড়ী)
আমিঃ ইনস্ট্যান্ট যা আসলো বললাম।তবে স্যার গ্রহন করেছেন।
এছাড়া ও হলের রাজনীতি,রাজনীতি করি কিনা,হলে থাকতে প্রোগ্রামে গিয়েছি কিনা,বাবা কি করে,মা কি করে,জমি জমার পরিমান,চরিত্রের সবল দিক উদাহরণ সহ,চাকরি হয়েছে কিনা,এতো চাকরি হওয়ার পর ও কেন জয়েন করেননি,আপনার প্রিয় শিক্ষক কে,কলেজের নামকরা ব্যক্তিত্ব এসব খুটিনাটি আরো অনেক প্রশ্ন করেছে।
ভাইভা বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিল।
এখন সব আল্লাহর ইচ্ছা...