Pages

🇧🇩🇧🇩 āĻ¯েāĻ•োāĻ¨ো āĻĒāĻ°ীāĻ•্āĻˇাāĻ° āĻœāĻ¨্āĻ¯

১। জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করার গেটওয়ের নাম- পরিচয় (Porichoy)
২। স্মার্টকার্ডের (NID) মেয়াদ- ১০ বছর
৩। স্মার্টকার্ডের কত ধরনের সেবা পাওয়া যাবে? - ২২ ধরনের
৪। স্মার্টযন্ত্রের জন্যে অপারেটিং সিস্টেম 'হারমোনি অপারেটিং সিস্টেম ' বাজারে আনলো- হুয়াওয়ে
৫। ক্রিকেটে বাংলাদেশের বর্তমান কোচ- রাসেল ডমিঙ্গো ( দক্ষিণ আফ্রিকা)
৬। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম বৃহৎ অর্থনীতির দেশ- বাংলাদেশ
৭। এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ- চীন
৮। পদ্মাসেতু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে- দক্ষিণ কোরিয়া
৯। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে-
১০। মেট্রোরেল নির্মাণ করছে- তেকেন কর্পোরেশন
১১। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ -
১২। ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ - জনপ্রশাসন খাতে
১৩। বিরতিহীন আন্তঃনগর  ট্রেন সার্ভিস ৫টির মধ্যে সর্বশেষ সংযোজন - বেনাপোল এক্সপ্রেস
১৪। সোয়াজিল্যান্ড এর বর্তমান নাম - কিংডম অব ইসওয়াতিনি
১৫। মেসিডোনিয়ার বর্তমান নাম- উত্তর মেসিডোনিয়া
১৬। বিশ্বের ২য় দেশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহার করে - ফিলিপাইন
১৭। যে অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্র ১৮০৩সালে ফ্রান্সের নিকট হতে ক্রয় করে- লুইজিয়ানা
১৮। ফেইসবুক প্ল্যাটফর্মে বাংলাদেশের ২য় ভাষা হিসেবে কোন ভাষা যুক্ত হয়?- চাকমা
১৯। বিদেশের মাটিতে হকিতে বাংলাদেশের মেয়েরা প্রথম বারের মতো কোন দেশের সাথে জয়লাভ করে? - শ্রীলঙ্কা
২০। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ মোট কয়টি ম্যাচ খেলবে?- ১৪টি
২১। বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে - বিশ্বব্যাঙ্ক
২২। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী,  বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত? - ১৯০৯ মার্কিন ডলার
২৩। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা - বিশ্বব্যাঙ্ক
২৪। বিশ্বের প্রথম নির্বাচিত কৃষাঙ্গ প্রেসিডেন্ট - নেলসন ম্যান্ডেলা
২৫। অসলো চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? - ওয়াশিংটন ডিসিতে
২৬। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়- ১৩ এপ্রিল,  ১৯১৯ (শর্তবর্ষ পূর্তি)
২৭। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাইটহুড উপাধি ত্যাগ করেন- ১৯১৯সালে ( জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে)
২৮। আফগানিস্তান স্বাধীনতা লাভ করে - ১৯১৯সালে (শর্তবর্ষ পূর্তি)
২৯। বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান 'ডি-ডে' সংঘটিত হয়- ৬ জুন, ১৯৪৪
৩০। এবছর চন্দ্র অভিযান ও ইন্টারনেট চালুর ৫০ বছর পূর্তি পালন হয়- সুবর্ণ জয়ন্তী
৩১। অ্যাপোলো ১১ চাঁদে অবতরণ করে - ২০ জুলাই,  ১৯৬৯
৩২। আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় - ৩ জানুয়ারি,  ১৯৬৮
৩৩। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি - ৩৫ জন
৩৪। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় - ২২ ফেব্রুয়ারি,  ১৯৬৯
৩৫। শেখ মুজিবুর রহমানকে ' বঙ্গবন্ধু ' উপাধিতে ভূষিত করা হয় - ২৩ ফেব্রুয়ারি,  ১৯৬৯
৩৬। বঙ্গবন্ধু 'বাংলাদেশ ' নামকরণ করেন - ৫ ডিসেম্বর,  ১৯৬৯
৩৭। বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান - আমাজন ডট কম
৩৮। আমাজানের সদরদপ্তর- সিয়াটেল, ওয়াশিংটন,  যুক্তরাষ্ট্র
৩৯। পূর্তিসমূহঃ
রজত- ২৫ বছর পূর্তি
সুবর্ণ - ৫০ বছর পূর্তি
হীরক- ৬০ বছর পূর্তি
প্লাটিনাম - ৭৫ বছর পূর্তি
শতবর্ষ - ১০০ বছর পূর্তি
সার্ধশতবর্ষ - ১৫০ বছর পূর্তি
৪০। বাংলাদেশে জাতীয় বৃক্ষমেলা শুরু হয়- ১৯৯৪ সালে
৪১। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ এর স্লোগান - শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ।
৪২। বর্তমান বিশ্বে যে দুটি পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে - চীন ও যুক্তরাষ্ট্র
৪৩। 'I have a dream.'- শীর্ষক বক্তৃতাটি যার- মার্টিন লুথার কিং জুনিয়র
৪৪। রাজশাহীর আদি নাম- রামপুর বোয়ালিয়া
৪৫। বরিশালের আদি নাম- চন্দ্রদ্বীপ
৪৬। যে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার ৫ দিন পর আততায়ীর গুলিতে মারা যান - আব্রাহাম লিংকন
৪৭। গুপ্তচর মাতা হ্যারি যে দেশের লোক ছিলেন- নেদারল্যান্ডস (হল্যান্ড)
৪৮। কৃষ্ণ সোমবারে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকের ৩৩% দরপতন হয়- ১৯৮৭সালে
৪৯। যুক্তরাষ্ট্রভিত্তিক 'ক্লু ক্ল্যান ক্ল্যাক্স' মূলত- বর্ণবাদী গোষ্ঠী
৫০। বাংলা একাডেমি হীরক জয়ন্তী পালন করে - ২০১৫সালে
৫১। মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণ ঘটে - ১৯৯৭সালে
৫২। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- বিদ্যুৎখাতে
৫৩। বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মিত হচ্ছে - ভারতে

#আরো_গুরুত্বপূর্ণ_সাজেশন :

১। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয় কত?- ১৯০৯ মার্কিন ডলার
২। বাংলাদেশের ১ম আদমশুমারী অনুষ্ঠিত হয়- ১৯৭৪সালে
৩। বাংলাদেশে ১ম ভ্যাট চালু হয়- ১৯৯১সালে
৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- ১৬ ডিসেম্বর,  ১৯৭২
৫। সংবিধানে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে - ১৩৭নং অনুচ্ছেদে
৬। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি - ৩৫ জন
৭। বাংলাদেশে ১ম জাতীয় সংসদের নির্বাচন হয়- ৭ মার্চ, ১৯৭৩
৮। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি '- গানটির রচয়িতা - আব্দুল গাফফার চৌধুরী
৯। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি- সৈয়দ মাহমুদ হোসেন
১০। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ - চট্টগ্রাম
১১। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা - রাঙ্গামাটি
১২। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা - নারায়ণগঞ্জ
১৩। জাতীয় পরিচয়পত্র ( স্মার্টকার্ড) এর মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যাবে? - ২২ ধরনের
১৪। 'বাংলাদেশ ভবন ' রয়েছে - ভারতের শান্তিনিকেতনে
১৫। '৭ মার্চ ভবন ' রয়েছে - রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়- ফরিদপুর জেলায়
১৭। বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা -
১৮। ২০১৯-২০ অর্থবছরের মোট বাজেট -
১৯। ২০১৯-২০ অর্থবছরে যে খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে - জনপ্রশাসন
২০। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত-
২১। ২০১৮-১৯ অর্থবছরে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত-
২২। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত হতে?- তৈরি পোশাক ও নিটওয়ার
২৩। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার- যুক্তরাষ্ট্র
২৪। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে - চীন
২৫।  বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর -
২৬। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী,  বাংলাদেশে গড় স্বাক্ষরতার হার-
২৭। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী,  বাংলাদেশিদের গড় আয়ু-
২৮। 'অসমাপ্ত আত্মজীবনী ' বইটি সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? - অসমীয়া
২৯। 'অসমাপ্ত আত্মজীবনী ' এ পর্যন্ত যেসব ভাষায় অনুদিত হয়েছে - ইংরেজি, জাপানি, চীনা, উর্দু,  আরবি, ফরাসি,  হিন্দি,  তুর্কি, স্প্যানিশ, অসমীয়া
৩০। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনর - ফজলে কবির (১১তম)
৩১। বাংলাদেশে সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড়- ফণী
৩২। যে দেশের ব-দ্বীপ পরিকল্পনা আলোকে ও সহযোগিতায় 'বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০' নেয়া হয়েছে - নেদারল্যান্ডস
৩৩। মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ পর্যন্ত কতজন নারী ' বীরাঙ্গনা ' উপাধিতে ভূষিত হয়েছেন? -
৩৪। ঐতিহাসিক গ্রন্থ ' আইন-ই-আকবরী' এর রচয়িতা - আবুল ফজল
৩৫। কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? - অস্ট্রিক
৩৬। ঢাকা প্রাচীন কালে যে জনপদের অংশ ছিলো- বঙ্গ
৩৭। প্রাচীন কালের 'সমতট' বলতে বুঝায়- কুমিল্লা ও নোয়াখালী
৩৮। 'বরিশাল ' এর প্রাচীন নাম- চন্দ্রদ্বীপ
৩৯। 'অর্থশাস্ত্র' এর রচয়িতা - কৌটিল্য
৪০। বাংলার ১ম স্বাধীন ও সার্বভৌম রাজা- শশাঙ্ক
৪১। 'মাৎস্যন্যায়' বাংলার কোন সময়কাল নির্দেশ করে? - ৭ম-৮ম শতক
৪২। 'মাৎস্যন্যায়' ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? - আইন-শৃঙ্খলাহীন অরাজক অবস্থা
৪৩। বাংলার শেষ হিন্দু রাজা - লক্ষ্মণ সেন
৪৪। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন - ১৭ বার
৪৫। তরাইনের ১ম যুদ্ধ হয়- ১১৯১সালে
৪৬। তরাইনের ২য় যুদ্ধ হয়- ১১৯২ সালে
৪৭। ফ্রান্সের রাজা চর্তুদশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন 'আমিই রাষ্ট্র '?- আলাউদ্দীন খলজি
৪৮। পানিপথের ১ম যুদ্ধ - ১৫২৬সালে
৪৯। পানিপথের ২য় যুদ্ধ - ১৫৫৬সালে
৫০। পানিপথের ৩য় যুদ্ধ - ১৭৬১সালে
৫১। ভারতবর্ষে মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা- জহির উদ্দীন মুহম্মদ বাবর
৫২। ১৯৯২ সালে ভেঙে ফেলা ঐতিহাসিক 'বাবরি মসজিদ ' ভারতের কোন শহরে অবস্থিত ছিলো?- অযোধ্যা ( উত্তর প্রদেশ)
৫৩। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা  ছিলো- ফারসি
৫৪। সম্রাট আকবরের সমাধি - সেকান্দ্রায়
৫৫। সম্রাট জাহাঙ্গীরের সমাধি - লাহোরে
৫৬। শেষ মুগল সম্রাটের নাম - ২য় বাহাদুর শাহ
৫৭। ২য় বাহাদুর শাহের সমাধি - ইয়াঙ্গুনে
৫৮। ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' এর প্রচলন করেন - শেরশাহ
৫৯। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও হতে শুরু হওয়া বিখ্যাত ' গ্রান্ড ট্রাঙ্ক রোড' এর নির্মাতা- শেরশাহ
৬০। ১২০৪ সালে বাংলা জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসন সূচনা করেন - ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
৬১। বারো আউলিয়ার শহর- চট্টগ্রাম
৬২। ৩৬০ আউলিয়ার শহর- সিলেট
৬৩। বাংলার ১ম স্বাধীন সুলতান - ফখরুদ্দীন মুবারক শাহ
৬৪। বাংলার ১ম জনক- শামসুদ্দিন ইলিয়াস শাহ
৬৫। সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিলো- সুলতানি আমলে
৬৬। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন কে?-  ঈসাখাঁ
৬৭। বাংলায় মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা- আকবর
৬৮। ঢাকা শহরের গোড়াপত্তন হয়- মুগল আমলে
৬৯। ১৬১০সালে ঢাকাকে রাজধানী করে এর নাম 'জাহাঙ্গীরনগর' রেখে ছিলো কে?- সুবেদার ইসলাম খান
৭০। সিরাজ-উ-দৌল্লার প্রকৃত নাম- মির্জা মুহম্মদ
৭১। পলাশী যুদ্ধ হয়- ২৩ জুন, ১৭৫৭
৭২। বক্সারের যুদ্ধ হয়- ১৭৬৪ সালে
৭৩। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? - ভাস্কো ডাগামা
৭৪। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?- পর্তুগিজরা
৭৫। ফোর্ট উইলিয়াম দুর্গ অবস্থিত ছিলো- কলকাতা
৭৬। 'ছিয়াত্তরের মন্বন্তর ' বাংলা কোন সনে হয়েছিল? - ১১৭৬ সালে
৭৭। 'ছিয়াত্তরের মন্বন্তর ' ইংরেজি কোন সালে হয়েছিল? - ১৭৭০ সালে
৭৮। 'ছিয়াত্তরের মন্বন্তর ' এর সময় বাংলার গর্ভনর   ছিলো- কার্টিয়ার
৭৯। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? - জেমস রেনেল
৮০। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ববোর্ড স্থাপন করেন- ওয়ারেন হেস্টিংস
৮১। লর্ড কর্নওয়ালিস কবে 'চিরস্থায়ী বন্দোবস্তো ' চালু করেন- ২২ মার্চ, ১৭৯৩।
৮২। ১৮২৯ সালে সতীদাহ প্রথা কে বিলোপ করেন?- লর্ড উইলিয়াম বেন্টিক
৮৩। ১৮৫৩ সালে কে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন? - লর্ড ডালহৌসি
৮৪। ১৮৫৬ সালে কে 'হিন্দু বিধবাদের পুনঃবিবাহ' চালু করেন?- লর্ড ডালহৌসি
৮৫। ভারতবর্ষে সর্বপ্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয়- ১৮৭২ সালে
৮৬। বঙ্গভঙ্গ হয়- ১৯০৫ সালে ( লর্ড কার্জন)
৮৭। বঙ্গভঙ্গ রদ হয়- ১৯১১ সালে ( লর্ড হার্ডিঞ্জ)
৮৮। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?- লর্ড মাউন্টব্যাটেন
৮৯। ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন - এটলী
৯০। 'রেডক্লিফ লাইন' রয়েছে - ভারত ও পাকিস্তান
৯১।  উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে এদেশে ইংরেজি ভাষার প্রচলন হয়- ১৮৩৫ সালে
৯২। অফিস আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজি চালু হয়- ১৮৩৭ সালে
৯৩। 'the Spirit of Islam ', ' A Short History of Saracens ' গ্রন্থগুলোর রচয়িতা - সৈয়দ আমির আলী
৯৪। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙ্গালীদের প্রথম বিদ্রোহ - ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
৯৫।  ফরায়জী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহ জন্মগ্রহণ করেন - মাদারীপুর
৯৬। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়- ১৮৫৭সালে
৯৭। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন- অক্টোভিয়ান হিউম (১৮৮৫সাল)
৯৮। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন- নবাব সলিমুল্লাহ (১৯০৬সাল)
৯৯। 'India Wins Freedom ' এর রচয়িতা - আবুল কালাম আজাদ
১০০। মহাত্মা গান্ধী বাংলাদেশের যে জেলা সফর করেছিলেন- নোয়াখালী
১০১। 'the Story of My Experiments with Truth 'বইয়ের রচয়িতা - মহাত্মা গান্ধী
১০২। জাতিরজনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি- মহাত্মা গান্ধী
১০৩। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়- ১৯২৩ সালে
১০৪। অবিভক্ত বাংলার ১ম মুখমন্ত্রী- শেরেবাংলা এ, কে, ফজলুল হক
১০৫। 'দ্বি-জাতি' তত্ত্বের প্রবক্তা - মুহম্মদ আলী জিন্নাহ
১০৬। ১৯৪০ সালে কে ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব ' পেশ করেন? - শেরেবাংলা এ, কে, ফজলুল হক
১০৭। 'পঞ্চাশের মন্বন্তর ' হয়েছিল ইংরেজি কত সালে?- ১৯৪৩ সালে
১০৮। তেভাগা আন্দোলনের নেত্রী - ইলা মিত্র
১০৯। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১১০। অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর - স্যার এফ বারোজ

# মোঃ দেলোয়ার হোসেন
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ডেমরা কলেজ, ডেমরা বাজার
ঢাকা-১৩৬০
#আরো_গুরুত্বপূর্ণ_সাজেশন :

* বিপ্লবসমূহ-

১। ফরাসি বিপ্লব হয়েছিল - ১৭৮৯ সালে
২। ফরাসি বিপ্লব এর নেতা ছিলেন - রোবসপিয়র
৩। শতবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল- (১৩৩৭-১৪৫৩)
৪। বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে সূচনা হয়- ফরাসি বিপ্লব
৫। রুশ বিপ্লব হয়- ১৯১৭ সালে
৬। রুশ বিপ্লব এর স্থায়িত্ব - ১০দিন
৭। রুশ বিপ্লব এর আরেক নাম- অক্টোবর বিপ্লব / বলশেভিক বিপ্লব
৮। রুশ বিপ্লব এর নেতৃত্ব দেয়- লেলিন
৯। অসহযোগ ও ভারত ছাড় আন্দোলন করেন- মহাত্মা গান্ধী
১০। রুশো ছিলেন ফরাসি বিপ্লবের অন্যতম উদগাতা

# লাইন/ সীমারেখা-

১০। ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা - লাইন অব কন্ট্রোল
১১। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা - ডুরান্ড লাইন
১২। বাংলাদেশ ও ভারতের সীমারেখা-  Radcliffe line
১৩। ভারত ও চীনের সীমারেখা - ম্যাকমোহন লাইন
১৪। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত - ৩৮ ডিগ্রি অক্ষরেখা

# প্রণালী -

১৫। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে- বেরিং প্রণালি
১৬। আফ্রিকা থেকে ইউরোপকে হতে পৃথক করেছে- জিব্রাল্টার প্রণালি
১৭। এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে - বাবেল আল মান্দেব
১৮। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে- পক প্রণালী
১৯। পানামা প্রণালী যা করেছে- উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এবং পাশাপাশি  প্রশান্ত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরের সংযুক্ত করেছে
২০। সুয়েজ খাল যা করেছে- ভূমধ্যসাগর এর সাথে লোহিত সাগরকে সংযুক্ত করেছে
২১।  বিশ্বের কোন প্রণালী দিয়ে সবচেয়ে বেশি তেল রপ্তানি হয়/ তেলবাহী জাহাজ চলাচল করে? - হরমুজ প্রণালী

# সমুদ্রবন্দর -

২২। ইংল্যান্ড এর সমুদ্রবন্দর- কার্ডিফ, ব্রিস্টল
২৩। রাশিয়ার সমুদ্রবন্দর- ভ্লাদিভোস্টক
২৪। অস্ট্রেলিয়ার সমুদ্রবন্দর- ডারউইন,  ব্রিসবেন
২৫। মিসর- আলেকজান্দ্রিয়া,  পোর্ট সৈয়দ
২৬। আকাবা কোন দেশের সমুদ্রবন্দর?- জর্ডান
২৭। হাইফা কোন দেশের সমুদ্রবন্দর?- ইসরায়েল
২৮। ডানজিগ- পোল্যান্ড
২৯। পোর্ট লুইস- মরিশাস
৩০। এডেন কোন দেশের সমুদ্রবন্দর? - ইয়েমেন
৩১। কাসাব্ল্যাংকা কোন দেশের সমুদ্রবন্দর? - মরক্কো
৩২। জার্মানির সমুদ্রবন্দর - হামবুর্গ
৩৩। ইরানের সমুদ্রবন্দর - বন্দর আব্বাস
৩৪। লিবিয়া- বেনগাজী
৩৫। ইসকানদারুন- তুরস্ক
৩৬। উমকাসর- ইরাক

# গোয়েন্দা সংস্থা -

৩৭। মোসাদ- ইসরায়েল
৩৮। মুখবরাত- মিশর
৩৯। আইএসআই- পাকিস্তান
৪০। র  (RAW) - ভারত
৪১। স্কটল্যান্ড ইয়ার্ড- ব্রিটেন
৪২। সিআইএ, ফেয়ারফ্যাক্স- যুক্তরাষ্ট্র

# গেরিলা সংগঠন -

৪৩। বোকো হারাম- নাইজেরিয়া
৪৪। হিজবুল্লাহ- লেবানন
৪৫। ব্ল্যাক সেপ্টেম্বর - ফিলিস্তিন
৪৬। ব্ল্যাক ডিসেম্বর - পাকিস্তান
৪৭। ব্ল্যাক প্যান্থার- যুক্তরাষ্ট্র
৪৮। হামাস- ফিলিস্তিন
৪৯। সাইনিং পাথ- পেরু
৫০। গডস আর্মি- মায়ানমার

# ভাষাঃ

৫১। মান্দারিন - চীন
৫২। আর্জেন্টিনা - স্প্যানিশ
৫৩। উগান্ডা - ইংরেজি
৫৪। সিয়েরা লিওন - ইংরেজি
৫৫। ব্রাজিল - পর্তুগীজ
৫৬। অস্ট্রিয়া- জার্মান
৫৭। বেলজিয়াম- ফ্রেঞ্চ
৫৮। সেনেগাল- ফ্রেঞ্চ
৫৯। ক্যাটালন- স্পেন
৬০। পশতু - আফগানিস্তান
৬১। দোজাংখা- ভুটান
৬২। ডাচ- নেদারল্যান্ড
৬৩। দিভেহি- মালদ্বীপ
৬৪। হিব্রু - ইসরায়েল
৬৫। খেমার- কম্বোডিয়া
৬৬। আকান- ঘানা

# আইনসভা :

৬৭। যুক্তরাষ্ট্র - কংগ্রেস
৬৮। রাশিয়া- স্টেট ডুমা
৬৯। যুক্তরাজ্য - পার্লামেন্ট
৭০। জার্মানি - বুনডেসটাগ
৭১। পোল্যাণ্ড- সীম
৭২। সুইডেন- রিকসডাগ
৭৩। নরওয়ে - স্টরটিং
৭৪। ডেনমার্ক - ফোকেটিং
৭৫। ইসরায়েল - নেসেট
৭৬। সিরিয়া- পিপলস অ্যাসেম্বলি ( মজলিস আল-শাহাব)
৭৭। ইরান- মজলিস
৭৮। বাংলাদেশ - জাতীয় সংসদ ( House of the Nation)
৭৯। উত্তর কোরিয়া - সুপ্রিম পিপলস অ্যাসম্বলি
৮০। জাপান- ডায়েট
৮১। চীন- ন্যাশনাল পিপল'স কংগ্রেস
৮২। আফগানিস্তান - লয়া জিরগা

# বিভিন্ন দেশের জাতীয় প্রতীক :

৮৩। কানাডা- ম্যাপল পাতা
৮৪। জাপান - ক্রিসেনথিয়াম সিংহাসন
৮৫। নিউজিল্যান্ড - কিউই
৮৬। অস্ট্রেলিয়া - ক্যাঙ্গারু
৮৭। ভুটান - নীল পপি

# মুদ্রার নাম :

৮৮। কসোভো - ইউরো
৮৯। জিম্বাবুয়ে - ডলার
৯০। সেনেগাল- ফ্রাঙ্ক
৯১। উগান্ডা - শিলিং
৯২। যুক্তরাজ্য - পাউন্ড
৯৩। ভুটান- গুলট্রাম
৯৪। মায়ানমার - কিয়াট
৯৫। মালয়েশিয়া - রিংগিত
৯৬। ভিয়েতনাম - ডং
৯৭। তুরস্ক - লিরা
৯৮। পোল্যাণ্ড- জলোটি
৯৯। ইসরায়েল - শেকেল
১০০। ইথিওপিয়া - বির
১০১। ইরিত্রিয়া - নাকফা
১০২। ঘানা- সেডি
১০৩। ব্রাজিল - রিয়েল
১০৪। ভেনিজুয়েলা - বলিভার
১০৫। বোতসোয়ানা - পুলা
১০৬। বেলারুশ- রুবল
১০৭। কম্বোডিয়া - রিয়েল
১০৮। মঙ্গোলিয়া - টুগরোগ
১০৯। জাপান- ইয়েন
১১০। চীন- ইউয়ান
১১১। উজবেকিস্থান - সোম
১১২। হাঙ্গেরি - ফরিন্ট
১১৩। দঃ আফ্রিকা - রেন্ড (rand)

> মোঃ দেলোয়ার হোসেন
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ,
ডেমরা বাজার, ঢাকা-১৩৬০।

#গুরুত্বপূর্ণ_মডেল_টেস্ট (০১):

★ ১। বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী ' গ্রন্থটি সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে?
ক) স্প্যানিশ
খ) উর্দু
গ) অসমিয়া★
ঘ) হিন্দি

২। সম্প্রতি কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে 'বিশ্ববন্ধু' হিসেবে স্বীকৃতি দেয়?
ক) ইউনেস্কো
খ) বিশ্বব্যাঙ্ক
গ) নোবেল সংগঠন
ঘ) জাতিসংঘ ★

৩। বঙ্গবন্ধুর লেখা ২০২০সালে প্রকাশিতব্য গ্রন্থটির নাম কি?
ক) অসমাপ্ত আত্মজীবনী
খ) কারাগারের রোজনামচা
গ) আমার কিছু কথা
ঘ) নয়াচীন ভ্রমণ ★

৪। বঙ্গবন্ধু তাঁর সমগ্র জীবনে মোট কতদিন কারাভোগ করেছেন?
ক) ৩০৫৩
খ) ৪৬৮২★
গ) ৪০৭৫
ঘ) ৩৬৮২

৫। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্যঃ জাতিসংঘের বর্তমান সদস্য = --------: ১৯৩
ক) ৫০
খ) ৫১★
গ) ১৯১
ঘ) ১৮৮

৬। স্বাধীন বাংলাদেশের ১ম আদমশুমারী অনুষ্ঠিত হয়-
ক) ১৮৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪★
ঘ) ১৯৭৬

৭। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
ক) ১৭ সেপ্টেম্বর,  ১৯৭৪★
খ) ১৭ সেপ্টেম্বর,  ১৯৭৩
গ) ৮ জুলাই,  ১৯৭২
ঘ) ১২ অক্টোবর,  ১৯৭৪

৮। বিশ্ব পরিবেশ দিবসঃ বিশ্ব আদিবাসী দিবস =--------: ৯ আগস্ট
ক) ৯ আগস্ট
খ) ১৫ সেপ্টেম্বর
গ) ৫ জুন★
ঘ) ১৫ জুলাই

৯। বিশ্ব মানবাধিকার দিবসঃ বিশ্ব জনসংখ্যা দিবসঃঃ-------: ১১ জুলাই
ক) ৭ আগস্ট
খ) ৬ আগস্ট
গ) ৯ আগস্ট
ঘ) ১০ ডিসেম্বর ★

১০। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পত্রিকায় বঙ্গবন্ধুকে ' Poet of Politics '(রাজনীতির কবি) হিসেবে আখ্যায়িত হয়েছিল?
ক) ওয়াশিংটন পোস্ট
খ) নিউজউইক★
গ) টাইমস
ঘ) নিউইয়র্ক টাইমস

১১। উগান্ডাঃ কাজাখস্তানঃঃ কাম্পালাঃ ----
ক) বিশকেক
খ) আস্তানা
গ) নূর সুলতান ★
ঘ) আসখাবাদ

১২।  মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশঃ জিডিপিতে শীর্ষ দেশ= সুইজারল্যান্ডঃ -----
ক) কাতার
খ) চীন
গ) ভারত
ঘ) যুক্তরাষ্ট্র ★

১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক) কর্ণেল এম, এ, জি ওসমানী
খ) মেজর জিয়াউর রহমান
গ) মেজর আব্দুর রব
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান *

১৪। বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) তাজউদ্দীন আহমদ *
ঘ) শেখ হাসিনা

১৫। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
ক) ভারত
খ) সেনেগাল
গ) ইরাক
ঘ) ভুটান ★

১৬। 'বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের দলিলপত্র ' সম্পাদনা করেছেন কে?
ক) শেখ মুজিবুর রহমান
খ) হাসান হাফিজুর রহমান ★
গ) হাসান আজিজুল হক
ঘ) শওকত ওসমান

১৭। " আমার ভাইয়ের রক্তে রাঙানো,  একুশে ফেব্রুয়ারি। "- গানটির রচয়িতা ----
ক) আলতাফ মাহমুদ
খ) আবদুল লতিফ
গ) গোবিন্দ হালদার
ঘ) আবদুল গাফফার চৌধুরী *

১৮। কবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চ ভাষণ ' বিশ্ব ঐতিহ্যের দলিল ' হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করে?
ক) ৩০ নভেম্বর,  ২০১৭
খ) ৩০ অক্টোবর,  ২০১৭*
গ) ৩০ অক্টোবর,  ২০১৬
ঘ) ৩০ অক্টোবর,  ২০১৮

১৯। বঙ্গবন্ধু কবে শান্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফ্রান্স থেকে 'জুলিও কুরিও পদক ' এ ভূষিত হন?
ক) ১০ অক্টোবর,  ১৯৭৩
খ) ১০ অক্টোবর,  ১৯৭২★
গ) ১৬ অক্টোবর,  ১৯৭২
ঘ) ১৭ সেপ্টেম্বর,  ১৯৭৪

২০। বাংলাদেশের সংবিধান গৃহিত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) তাজউদ্দীন আহমদ
গ) বিচারপতি আবু সায়েম
ঘ) বিচারপতি আবু সাইদ চৌধুরী *

২১। আগরতলা ষড়যন্ত্র মামলার ৩৫জন আসামীর মধ্যে প্রধান ছিলেন ---
ক) তাজউদ্দীন আহমদ
খ) মাওলানা ভাসানী
গ) সার্জেন্ট জহুরুল হক
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান *

২২। বঙ্গবন্ধুর 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস' কবে?
ক) ৮ জানুয়ারি
খ) ১০ জানুয়ারি *
গ) ১২ জানুয়ারি
ঘ) ১২ অক্টোবর

২৩। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলার নাম কি?
ক) মেহেরপুর
খ) নারায়ণগঞ্জ ★
গ) নড়াইল
ঘ) মাগুরা

২৪। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক) ৬৪
খ) ১১★
গ) ১০
ঘ) ১৯

২৫। ঢাকাঃ নোয়াখালী ও কুমিল্লা = বঙ্গঃ -----
ক) হরিকেল
খ) ত্রিপুরা
গ) সমতট★
ঘ) চন্দ্রদ্বীপ

২৬। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাঃ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট= বাবরঃ---
ক) শাহ আলম
খ) ২য় শাহ আলম
গ) দাউদ খান
ঘ) ২য় বাহাদুর শাহ ★

২৭। সম্রাট আকবরঃ আবুল ফজল = পহেলা বৈশাখ প্রবর্তন/বাংলাসন চালুঃ ----
ক) দীন-ই-ইলাহী
খ) তুজুক-ই জাহাঙ্গীর
গ) আইন-ই আকবরী★
ঘ) দীন পানাহ দুর্গ

২৮। পলাশী যুদ্ধ : বক্সারের যুদ্ধ = ------: ১৭৬৪
ক) ১৮৫৭
খ) ১৭৬৬
গ) ১৭৫৭★
ঘ) ১৯৭১

২৯। ছিয়াত্তরের মন্বন্তর : পঞ্চাশের দুর্ভিক্ষ :: ১৭৭০: ----
ক) ১৯৫০
খ) ১৩৫০
গ) ১১৭৬
ঘ) ১৯৪৩★

৩০। লর্ড কার্জনের শাসনামলে ঐতিহাসিক বঙ্গভঙ্গ সংঘটিত হয়- ১৯০৫সালে তাহলে ১৯৪৭সালে ভারত বিভক্তির সময় ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
ক) লর্ড হার্ন্ডিজ
খ) লর্ড উইলিয়াম বেন্টিংক
গ) লর্ড মেয়ো
ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন★

৩১। অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রীঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীঃঃ শেরেবাংলা ফজলুল হকঃ----
ক) শেরে-বাংলা ফজলুল হক
খ) মাওলানা ভাসানী
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী *

৩২। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদঃ বাংলাভাষার সাংবিধানিক স্বীকৃতি = ১৯৫২ঃ---
ক) ১৯৭২
খ) ১৯৫২
গ) ১৯৫৬*
ঘ) ১৯৮৭

৩৩। মুজিবনগর সরকারের গঠনঃ মুজিবনগর সরকারের শপথ = ১০ এপ্রিল,  ১৯৭১ঃ -----
ক) ১০ জানুয়ারি,  ১৯৭১
খ) ১২ জানুয়ারি,  ১৯৭২
গ) ১৭ এপ্রিল,  ১৯৭১*
ঘ) ১০ এপ্রিল,  ১৯৭২

৩৪। বাংলাদেশ সংবিধানের অভিভাবকঃ রাষ্ট্রপতিকে যিনি শপথ বাক্য পাঠ করান:: সুপ্রিম কোর্টঃ -----
ক) প্রধান বিচারপতি
খ) প্রধানমন্ত্রী
গ) প্রধান নির্বাচন কমিশনার
ঘ) স্পীকার★

৩৫। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনঃ জাতীয় সংসদের কোরাম হতে হলে ন্যূনতম যতোজন সদস্যের প্রয়োজন :: ৫০ঃ ----
ক) ৫০
খ) ৫৫
গ) ৬০★
ঘ) ১৫৩

৩৬। বাংলাদেশ নির্বাচন কমিশনঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন = ১১৮ঃ---
ক) ১২২
খ) ১৩৬
গ) ৫৯
ঘ) ১৩৭★

৩৭। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?
ক) ১৬
খ) ১৭*
গ) ১৫
ঘ) ১৮

৩৮। সংবিধানের ৪র্থ সংশোধনীঃ সংবিধানের ১২শ সংশোধনীঃঃ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনঃ --------
ক) তত্ত্বাবধায়ক সরকার গঠন
খ) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল
গ) যুদ্ধাপরাধীদের বিচার
ঘ) সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা *

৩৯। বাংলাদেশের জাতীয় সংসদের ১ম নির্বাচনঃ বাংলাদেশ সংবিধানের সর্বশেষ সংশোধনী= ৭মার্চ, ১৯৭৩ঃ------
ক) ১৭ সেপ্টেম্বর,  ২০১৭
খ) ৮ জুলাই,  ২০১৮*
গ) ১৫ জুলাই,  ১৯৭৩
ঘ) ১৫ জুন, ২০১১

৪০। বাংলাদেশের মৎস গবেষণা ইন্সটিটিউটঃ বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউটঃঃ ময়মনসিংহঃ-----
ক) চাঁদপুর
খ) ফরিদপুর *
গ) গাজীপুর
ঘ) ঢাকা

৪১। White gold : Trust sector:: চিংড়ি :----
ক) চামড়া
খ) তৈরি পোশাক
গ) রেমিট্যান্স
ঘ) হিমায়িত খাদ্য *

৪২। বাংলাদেশের বর্তমান মাথাপিছু জাতীয় আয় কত?
ক) ১৭৪৪ ডলার
খ) ১৮০৩ ডলার
গ) ১৯০৯ ডলার★
ঘ) ১৬৫৬ ডলার

৪৩। গারোঃ----ঃঃ ওয়ানগালাঃ জলকেলি
ক) রাখাইন ★
খ) চাকমা
গ) হাজং
ঘ) সাঁওতাল

৪৪। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিঃ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর :: ২ ডিসেম্বর,  ১৯৯৭ঃ ----
ক) সোনারগাঁও,  নারায়ণগঞ্জ ★
খ) রূপগঞ্জ,  নারায়ণগঞ্জ
গ) ডেমরা, ঢাকা
ঘ) গফরগাঁও,  ময়মনসিংহ

৪৫। ২০১৯-২০ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধি ধরা হয়েছে ---
ক) ৮.২%★
খ) ৮.১%
গ) ৭.৮%
ঘ) ৫.৫%

৪৬। জাতীয় বাজেট ২০১৯-২০ অনুযায়ী,  সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি?
ক) শিক্ষা ও প্রযুক্তি
খ) জনপ্রশাসন ★
গ) পরিবহন ও যোগাযোগ
ঘ) কৃষি

৪৭। ১২তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দলের নাম কি?
ক) অস্ট্রেলিয়া
খ) নিউজিল্যান্ড
গ) ভারত
ঘ) ইংল্যান্ড ★

৪৮। অ্যান্থোনি গুতেরেস : -----------:: জাতিসংঘ : বিশ্বব্যাঙ্ক
ক) জিম ইয়ং কিম
খ) জনসন
গ) সাজিদ জাভিদ
ঘ) ডেভিড ম্যালপাস★

৪৯। সম্প্রতি নদী রক্ষার জন্য হাইকোর্টে ঐতিহাসিক রায়ের মাধ্যমে কোন নদীকে জীবন্ত সত্ত্বা হিসেবে ঘোষণা করেছে?
ক) শীতলক্ষ্যা
খ) বুড়িগঙ্গা
গ) বালু
ঘ) তুরাগ ★

৫০। মেট্রোরেলঃপদ্মা সেতুঃঃ ২০.১ কি.মিঃ -----
ক) ৬.১০ কি.মি.
খ) ৬.২০ কি.মি.
গ) ৬.১৫ কি.মি.★
ঘ) ৬.০৫ কি.মি.

৫১। সুন্দরবনের বর্তমান বাঘের সংখ্যা ---
ক) ১০৩টি
খ) ১০৫ টি
গ) ১০২ টি
ঘ) ১১৪টি★

৫২। 'Deal of the Century ' কি?
ক) ভারত ও পাকিস্তান কর্তৃক কাশ্মীর রাষ্ট্র গঠনের মহাপরিকল্পনা
খ) মায়ানমার ও বাংলাদেশ কর্তৃক রাখাইন প্রদেশকে রোহিঙ্গাদের জন্য রাষ্ট্র গঠনের পরিকল্পনা
গ) জাতিসংঘ কর্তৃক শান্তি পরিকল্পনা
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক নতুন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের গোপন পরিকল্পনা ★

৫৩। বিশ্বের দীর্ঘতম পারমাণবিক সাবমেরিন : ইসরায়েলের জাতীয় দৈনিক = বেলগ্রোডঃ ----
ক) হাইফা
খ) আকবর
গ) কাইয়ুম
ঘ) হাইয়ুম*

৫৪। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ঃ চীনের জনপ্রিয় সার্চ ইঞ্জিন = ফণিঃ ----
ক) অগ্নি
খ) Starry Sky-2
গ) Reiwa
ঘ) বাইদু★

৫৫। নিউ সিল্ক রোড, পোলার সিল্ক রোড, বেল্ট রোড ওয়ান রোড প্রভৃতির প্রবক্তা ---
ক) ভারত
খ) ইরান
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন*

৫৬। ডেঙ্গু জ্বরের বাহক---
ক) এডিশ মশা★
খ) ডেঙ্গু ভাইরাস
গ) বাদুড়
ঘ) জলাতঙ্ক

৫৭। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, স্বাক্ষরতার হারঃ গড় আয়ু= ৭২.৩%: -----
ক) ৭০.৯ বছর
খ) ৭১ বছর
গ) ৭২ বছর★
ঘ) ৬৯.৭০ বছর

৫৮। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে----
ক) ওমান
খ) সৌদিআরব ★
গ) সংযুক্ত আরব আমিরাত
ঘ) মালয়েশিয়া

৫৯। ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ---
ক) চীন
খ) জাপান ★
গ) ইংল্যান্ড
ঘ) গ্রীস

৬০। ৭মার্চ ভবনঃ বাংলাদেশ ভবন = বাংলাদেশঃ-----
ক) বাংলাদেশ
খ) ভারত★
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ) থাইল্যান্ড

৬১। বাংলাদেশের বর্তমান সমুদ্রসীমার আয়তন কত বর্গকিলোমিটার?
ক) ১৪৭৫৭০ বর্গকিলোমিটার
খ) ১৪৭৬১০ বর্গকিলোমিটার
গ) ৫৬হাজার বর্গমাইল
ঘ) ১১৮৮১৩ বর্গকিলোমিটার ★

৬২। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প : ব-দ্বীপ পরিকল্পনা'২১০০ঃঃ রাশিয়াঃ------
ক) ভারত
খ) মায়ানমার
গ) নরওয়ে
ঘ) নেদারল্যান্ড★

৬৩। ITLOS:PCA::-----: Hague (Netherlands)
ক) হামবুর্গ, জার্মানি★
খ) প্যারিস, ফ্রান্স
গ) স্ট্র্যাসবার্গ, ফ্রান্স
ঘ) ভিয়েনা, অস্ট্রিয়া

৬৪। What kind of noun is the word 'cattle '?
ক) collective ★
খ) material
গ) common
ঘ) abstract

৬৫। The word 'diabetic ' is----
ক) noun
খ) adjective
গ) adverb
ঘ) both noun & adjective *

৬৬। Emperor Akbar ------, was a son of Humayun.
ক) who is a great ruler
খ)  who was a great ruler*
গ) a great ruler
ঘ)  whom we all know

৬৭। Depression is often hereditary. The
                                           ---------------
underlined word is----?
ক) adverb
খ) noun
গ) adjective*
ঘ) both noun & adjective

৬৮। Which parts of speech is 'homely'?
ক) noun
খ) adverb
গ) adjective *
ঘ) both noun & adverb

৬৯। A rolling stone gathers no moss. What ' rolling ' is----?
ক) Gerund
খ) verbal noun
গ) participle★
ঘ)  adjective

৭০। Reading is an excellent habit.  Here ' reading ' is----
ক) Gerund★
খ) participle
গ) infinitive
ঘ) verbal noun

৭১। The sun went down. Here 'down' is---
ক) Preposition
খ) Conjunction
গ) Adjective
ঘ) Adverb★

৭২। Check the beast ------you.
ক) by
খ) to
গ) for
ঘ) in★

৭৩। I count ---- your help.
ক) after
খ) upon★
গ) for
ঘ) of

৭৪। Many freedom fighters died---- the country.
ক) from
খ) by
গ) for★
ঘ)  of

৭৫। The verb of 'Politics ': the verb of 'number ':: politicize: -----
ক) numbering
খ) enumarate
গ) numerical
ঘ) number*

৭৬। Which one of the following words is in Singular form?
ক) agenda
খ) formulae
গ) oases
ঘ) radius*

৭৭। Which one is a masculine gender?
ক) Cow
খ) Ox★
গ) Bitch
ঘ) Duck

৭৮। He was ----- honourary Magistrate.
ক) a
খ) an★
গ) the
ঘ) no article

৭৯। Everybody hates a liar. (Make it interrogative)
ক) Who hates a liar?
খ) Do you hate  a liar?
গ)  Who does not hates a liar?
ঘ) Who does not hate a liar?*

৮০। Change following  voices  (no option):
A) I saw him go.
B) He is going to open a shop.
C) The seat felt warm.
D)  It is impossible to do this.
E) Who planted this tree here?

৮১। The feminine gender of  'Executor '---
ক) excutrees
খ) exuxetrix
গ) executrix★
ঘ) execotrix

৮২। 'To feather one's nest' means ---
ক) to attract
খ) to be friend
গ) to be selfish ★
ঘ) be friend

৮৩। A person of unknown generally a---
ক) White elephant
খ) Red letters' day
গ)  Dark horse★
ঘ) Yellow dog

৮৪। Where there is will, there is a way. The
       ------------------------------
underlined clause is---?
ক) adjective clause
খ) verb clause
গ) noun clause
ঘ) adverbial clause★

৮৫। He walks as if he were a lame. The
                         -------------------------------
underlined is---
ক) adjective clause ★
খ) verb clause
গ) noun clause
ঘ) adverb clause

৮৬। Which sentence is correct?
ক) His wife is a tailor.
খ) You had better go there.★
গ) He loves to play cricket.
ঘ) He is working five hour.

৮৭। A person leaving his native country to settle in another ---
ক) emigrant ★
খ) curator
গ) spokesman
ঘ) patriot

৮৮। the synonym of 'Bootleg'---
ক) Deplete
খ) Smuggle ★
গ) Copy
ঘ) primitive

৮৯। Indigenous:Stupendous :: Native:----?
ক) Pesticide
খ) Negotiation
গ) Awesome ★
ঘ) Obligatory

৯০। the antonym of 'sluggish '--
ক) animated*
খ) obscure
গ) candid
ঘ) rough

৯১। Inimical: Honorary:: Friendly:----?
ক) smooth
খ) lunatic
গ) famous
ঘ)  salaried ★

৯২। the correct spelling is---
ক) secretariat
খ) Millennium
গ) pneumonia
ঘ) above all★

৯৩। the correct spelling is---
ক) miscellaneous
খ) Tsunami
গ) committee
ঘ) above all★

৯৪। The phrase 'at loggerheads ' means ---
ক) very close
খ) belligerent
গ) quarreling ★
ঘ) distant relation

৯৫। What is the appropriate meaning of ' Achilles heel'?
ক) important issue
খ) turning point
গ) vulnerable point ★
ঘ) main spirit

৯৬। What is the verb of the word 'friend '?
ক) friend
খ) friended
গ) friending
ঘ) befriend ★

৯৭। 'Leave no stone unturned ' means---
ক) heavy stone
খ) impossible
গ) rare stone
ঘ) try every possible means ★

৯৮। বীরউত্তম : বীরপ্রতীক :: ৬৯:-----?
ক) ৭
খ) ১৭৫
গ) ৪২৬★
ঘ) ৬৮

৯৯। বাংলাদেশের সংবিধান প্রবর্তন হয়---
ক) ১২ অক্টোবর,  ১৯৭২
খ) ৪ নভেম্বর,  ১৯৭২
গ) ১৬ ডিসেম্বর,  ১৯৭২★
ঘ) ১৬ ডিসেম্বর,  ১৯৭১

১০০। বাংলাদেশের সংবিধান রচনা  খসড়া কমিটির সদস্য : আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি :: ------:৩৫জন
ক) ৩৪জন★
খ) ৩৩জন
গ) ৩৫জন
ঘ) ৩৭ জন

১০১। বাংলাদেশের সংবিধানের জনক: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য = ড. কামাল হোসেন :--------
ক) সুরঞ্জিত সেনগুপ্ত
খ) বেগম রাজিয়া বানু★
গ) সৈয়দা  সাজেদা চৌধুরী
ঘ) ড. শিরিন শারমিন চৌধুরী

১০২। সুপ্রিম কোর্টের বিভাগঃ সংবিধানের ভাষাঃঃ২টিঃ-----
ক) ১টি
খ) ২টি★
গ) ৩টি
ঘ) ৪টি

১০৩। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়-
ক) ১৯৯৬ সালে
খ) ১৯৯৭সালে
গ) ১৯৯৮ সালে★
ঘ) ১৯৯৯সালে

#মোঃ_দেলোয়ার_হোসেন
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ
ঢাকা-১৩৬০।

★ āĻ˛িংāĻ•: āĻ‡āĻ¸āĻ˛াāĻŽিāĻ• āĻ˛াāĻ‡āĻŦ্āĻ°েāĻ°ি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

ā§§। āĻ¸্āĻŦāĻĒ্āĻ¨ āĻ¯াāĻĻেāĻ° āĻŦিāĻ¸িāĻāĻ¸ – āĻ…āĻ­িāĻœ্āĻžāĻĻেāĻ° āĻĒāĻ°াāĻŽāĻ°্āĻļ


ā§¨। āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻ¨িā§Ÿে āĻĒ্āĻ°āĻšāĻ˛িāĻ¤ ā§§ā§Ļ āĻ­ুāĻ˛ āĻ§াāĻ°āĻŖা


ā§Š। āĻŦিāĻ¸িāĻāĻ¸ (āĻĒ্āĻ°āĻļাāĻ¸āĻ¨)-āĻ•ে āĻ•েāĻ¨ āĻ¸āĻ•āĻ˛ āĻ•্āĻ¯াāĻĄাāĻ° āĻāĻ° āĻ°াāĻœা āĻŦāĻ˛া āĻšā§Ÿ


ā§Ē। āĻ¯āĻĻি āĻ•ূāĻŸāĻ¨ীāĻ¤িāĻ• āĻšāĻ¤ে āĻšাāĻ“


ā§Ģ। āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻĒ্āĻ°িāĻ˛িāĻŽিāĻ¨াāĻ°ি - āĻŦাংāĻ˛া


ā§Ŧ। āĻŦাংāĻ˛া āĻ­াāĻˇা āĻ“ āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯ āĻ¨িā§Ÿে ā§¨ā§Ģ āĻĒāĻ°াāĻŽāĻ°্āĻļ


ā§­। āĻ‡ংāĻ°েāĻœিāĻ° āĻ­ā§Ÿ āĻ•āĻ°āĻ¤ে āĻœā§Ÿ āĻ¯া āĻŽাāĻ¨āĻ¤ে āĻšā§Ÿ


ā§Ž। āĻĒ্āĻ°িāĻ˛িāĻŽিāĻ¨াāĻ°ি āĻĒāĻ°ীāĻ•্āĻˇাā§Ÿ āĻ­াāĻ˛ āĻ•āĻ°াāĻ° āĻ•ৌāĻļāĻ˛: āĻ‡ংāĻ°েāĻœি āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯


ā§¯। āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻĒāĻ°ীāĻ•্āĻˇাā§Ÿ āĻ­াāĻ˛ āĻ•āĻ°াāĻ° āĻ•ৌāĻļāĻ˛: āĻ—āĻŖিāĻ¤


ā§§ā§Ļ। āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻĒāĻ°ীāĻ•্āĻˇাā§Ÿ āĻ­াāĻ˛ āĻ•āĻ°াāĻ° āĻ•ৌāĻļāĻ˛: āĻ¤্āĻ°িāĻ•োāĻŖāĻŽিāĻ¤ি āĻ“ āĻĒāĻ°িāĻŽিāĻ¤ি


ā§§ā§§। āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻĒāĻ°ীāĻ•্āĻˇাā§Ÿ āĻ­াāĻ˛ āĻ•āĻ°াāĻ° āĻ•ৌāĻļāĻ˛: āĻ•āĻŽ্āĻĒিāĻ‰āĻŸাāĻ° āĻ“ āĻ¤āĻĨ্āĻ¯āĻĒ্āĻ°āĻ¯ুāĻ•্āĻ¤ি


ā§§ā§¨। āĻ¸াāĻ§াāĻ°āĻŖ āĻœ্āĻžাāĻ¨, āĻŦিāĻœ্āĻžাāĻ¨, āĻ­ূāĻ—োāĻ˛ āĻ“ āĻĒāĻ°িāĻŦেāĻļ āĻ…ংāĻļে āĻ­াāĻ˛ো āĻ•āĻ°াāĻ° āĻ‰āĻĒাā§Ÿ


ā§§ā§Š। āĻ¸াāĻ§াāĻ°āĻŖ āĻœ্āĻžাāĻ¨ে āĻ…āĻ¸াāĻ§াāĻ°āĻŖ āĻšāĻ“ā§ŸাāĻ° āĻ•ৌāĻļāĻ˛


ā§§ā§Ē। āĻĒ্āĻ°িāĻ˛িāĻŽিāĻ¨াāĻ°ি āĻĒāĻ°ীāĻ•্āĻˇা āĻ¨িā§Ÿে āĻ•িāĻ›ু āĻ•āĻĨা


ā§§ā§Ģ। āĻŦিāĻ¸িāĻāĻ¸েāĻ° āĻĒ্āĻ°āĻ¸্āĻ¤ুāĻ¤ি: āĻ—াāĻŖিāĻ¤িāĻ• āĻ¯ুāĻ•্āĻ¤ি, āĻŦিāĻœ্āĻžাāĻ¨ āĻ“ āĻĒ্āĻ°āĻ¯ুāĻ•্āĻ¤ি


ā§§ā§Ŧ। āĻ­ূāĻ—োāĻ˛ āĻ“ āĻ¨ৈāĻ¤িāĻ•āĻ¤াā§Ÿ āĻ­াāĻ˛ো āĻ•āĻ°āĻ¤ে āĻšাāĻ‡āĻ˛ে


ā§§ā§­। āĻŦিāĻ¸িāĻāĻ¸েāĻ° āĻŦāĻ‡ āĻĒā§œাāĻ‡ āĻ¸āĻŦ āĻ¨ā§Ÿ


ā§§ā§Ž। āĻĒ্āĻ°িāĻ˛িāĻŽিāĻ¨াāĻ°ি āĻĒāĻ°ীāĻ•্āĻˇাāĻ° āĻļেāĻˇ āĻŽুāĻšূāĻ°্āĻ¤ে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#āĻ“āĻ¸āĻŽাāĻ¨ি #āĻ†āĻ¤্āĻŽāĻ¸āĻŽāĻ°্āĻĒāĻŖ āĻ…āĻ¨ুāĻˇ্āĻ াāĻ¨ #āĻŽিāĻļāĻ° #Egypt ā§§. āĻŦাংāĻ˛া āĻ­াāĻˇা āĻ“ āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯ ā§§. āĻš্āĻ¯াāĻ¨্āĻĄāĻ¨োāĻŸ āĻāĻŦং āĻ¤āĻĨ্āĻ¯āĻŦāĻšুāĻ˛ āĻšিāĻ¤্āĻ° ā§§ā§Ļ. āĻ¨ৈāĻ¤িāĻ•āĻ¤া āĻŽূāĻ˛্āĻ¯āĻŦোāĻ§ āĻ“ āĻ¸ুāĻļাāĻ¸āĻ¨ ā§§ā§§. āĻŦিāĻ­িāĻ¨্āĻ¨ āĻĒāĻ°ীāĻ•্āĻˇাāĻ° āĻĒ্āĻ°āĻļ্āĻ¨ āĻ“ āĻ¸āĻŽাāĻ§াāĻ¨ ā§¨. āĻ‡ংāĻ°েāĻœি āĻ­াāĻˇা āĻ“ āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯ ā§Š. āĻŦাংāĻ˛াāĻĻেāĻļ āĻŦিāĻˇāĻ¯়াāĻŦāĻ˛ি ā§Ē. āĻ†āĻ¨্āĻ¤āĻ°্āĻœাāĻ¤িāĻ• āĻŦিāĻˇāĻ¯়াāĻŦāĻ˛ি ā§Ēā§Ļā§ĻāĻŸি āĻĒ্āĻ°āĻļ্āĻ¨োāĻ¤্āĻ¤āĻ°: āĻ•āĻŽ্āĻĒিāĻ‰āĻŸাāĻ° āĻāĻŦং āĻ•āĻŽ্āĻĒিāĻ‰āĻŸাāĻ°-āĻĒ্āĻ°āĻ¯ুāĻ•্āĻ¤ি 43rd BCS ā§Ģ. āĻ­াāĻ‡āĻ­া āĻŦোāĻ°্āĻĄ ā§Ģ. āĻ­ূāĻ—োāĻ˛ (āĻŦাংāĻ˛াāĻĻেāĻļ āĻ“ āĻŦিāĻļ্āĻŦ) āĻĒāĻ°িāĻŦেāĻļ āĻ“ āĻĻুāĻ°্āĻ¯োāĻ— āĻŦ্āĻ¯āĻŦāĻ¸্āĻĨাāĻĒāĻ¨া ā§Ģā§¨ āĻĨেāĻ•ে ā§­ā§§ ā§Ŧ. āĻ¸াāĻ§াāĻ°āĻŖ āĻŦিāĻœ্āĻžাāĻ¨ ā§­ āĻŽাāĻ°্āĻš ā§­. āĻ•āĻŽ্āĻĒিāĻ‰āĻŸাāĻ° āĻ“ āĻ¤āĻĨ্āĻ¯āĻĒ্āĻ°āĻ¯ুāĻ•্āĻ¤ি ā§Ž. āĻ—াāĻŖিāĻ¤িāĻ• āĻ¯ুāĻ•্āĻ¤ি ā§¯. āĻŽাāĻ¨āĻ¸িāĻ• āĻĻāĻ•্āĻˇāĻ¤া āĻ…āĻ¨ুāĻĒ্āĻ°েāĻ°āĻŖা āĻ…āĻ¨ুāĻĒ্āĻ°েāĻ°āĻŖা - Motivation āĻ†āĻ‡āĻ¨āĻ•াāĻ¨ুāĻ¨ āĻ†āĻ¨্āĻ¤āĻ°্āĻœাāĻ¤িāĻ• āĻ†āĻ¨্āĻ¤āĻ°্āĻœাāĻ¤িāĻ• āĻšুāĻ•্āĻ¤ি āĻ†āĻ¨্āĻ¤āĻ°্āĻœাāĻ¤িāĻ• āĻŦিāĻˇā§Ÿ: āĻ¸ীāĻŽাāĻ°েāĻ–া āĻ†āĻ¨্āĻ¤āĻ°্āĻœাāĻ¤িāĻ• āĻ¸ীāĻŽাāĻ°েāĻ–া āĻ†āĻĒāĻĄেāĻŸ āĻ†āĻĒāĻĄেāĻŸ āĻ¤āĻĨ্āĻ¯ āĻ†āĻŦিāĻˇ্āĻ•াāĻ° āĻ“ āĻ†āĻŦিāĻˇ্āĻ•াāĻ°āĻ• āĻ†āĻ˛োāĻšিāĻ¤ ā§§ā§§ āĻœāĻ¨ āĻ•āĻŦি-āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯িāĻ• āĻ“ āĻ¤াঁāĻĻেāĻ° āĻ°āĻšāĻ¨াāĻŦāĻ˛ী āĻ‡ংāĻ°েāĻœি āĻ‡ংāĻ°েāĻœি āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯ āĻ‰āĻĒাāĻ§ি āĻ“ āĻ›āĻĻ্āĻŽāĻ¨াāĻŽ āĻāĻŸāĻ°্āĻ¨ি āĻœেāĻ¨াāĻ°েāĻ˛ āĻāĻŦাāĻ° āĻ¯াāĻĻেāĻ° āĻĒ্āĻ°āĻĨāĻŽ āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻ•āĻŽ্āĻĒিāĻ‰āĻŸাāĻ° āĻ•āĻŽ্āĻĒিāĻ‰āĻŸাāĻ° āĻ“ āĻ¤āĻĨ্āĻ¯ āĻĒ্āĻ°āĻ¯ুāĻ•্āĻ¤ি āĻ—āĻŖিāĻ¤ āĻ—ুāĻ°ুāĻ¤্āĻŦāĻĒূāĻ°্āĻŖ āĻĒ্āĻ°āĻļ্āĻ¨ āĻ—ুāĻ°ুāĻ¤্āĻŦāĻĒূāĻ°্āĻŖ āĻŦৈāĻœ্āĻžাāĻ¨িāĻ• āĻ¨াāĻŽ āĻ—ুāĻ°ুāĻ¤্āĻŦāĻĒূāĻ°্āĻŖ āĻļāĻŦ্āĻĻ āĻĒāĻ°িāĻšিāĻ¤ি āĻšāĻ°্āĻ¯াāĻĒāĻĻ āĻšāĻ°্āĻ¯াāĻĒāĻĻেāĻ° āĻ•āĻŦিāĻ—āĻŖ āĻœাāĻ¤ীāĻ¯় āĻœ্āĻžাāĻ¨-āĻŦিāĻœ্āĻžাāĻ¨েāĻ° āĻļাāĻ–া āĻāĻŦং āĻœāĻ¨āĻ• āĻœ্āĻ¯াāĻŽিāĻ¤িāĻ• āĻ¸ূāĻ¤্āĻ° āĻĻেāĻļী āĻŦিāĻœ্āĻžাāĻ¨ীāĻ°া āĻ¨āĻĻ-āĻ¨āĻĻী āĻ¨āĻŦāĻŽ-āĻĻāĻļāĻŽ āĻļ্āĻ°েāĻŖিāĻ° āĻŦাংāĻ˛া āĻŦ্āĻ¯াāĻ•āĻ°āĻŖ āĻĒāĻ¤্āĻ°িāĻ•া āĻāĻŦং āĻ›āĻĻ্āĻŽāĻ¨াāĻŽ āĻĒāĻĻ āĻĒ্āĻ°āĻ•āĻ°āĻŖ āĻĒāĻ°āĻ°াāĻˇ্āĻŸ্āĻ°āĻ¨ীāĻ¤ি āĻĒāĻ°াāĻŽāĻ°্āĻļ āĻĒāĻ°াāĻŽāĻ°্āĻļ V. V. V. I. āĻĒāĻ°িāĻŦেāĻļ āĻ“ āĻĻুāĻ°্āĻ¯োāĻ— āĻŦ্āĻ¯āĻŦāĻ¸্āĻĨাāĻĒāĻ¨া āĻĒāĻ°িāĻŽিāĻ¤িāĻ° (Mensuration) āĻ¸ূāĻ¤্āĻ°াāĻŦāĻ˛িāĻ¸āĻŽূāĻš āĻĒাঁāĻšāĻŽিāĻļাāĻ˛ী āĻ¤āĻĨ্āĻ¯ + āĻ¸াāĻ§াāĻ°āĻŖ āĻœ্āĻžাāĻ¨ āĻĒাāĻ°িāĻ­াāĻˇিāĻ• āĻļāĻŦ্āĻĻ āĻĒুāĻ°াāĻ¤āĻ¨ āĻ“ āĻ¨āĻ¤ুāĻ¨ āĻ¨াāĻŽ āĻĒ্āĻ°āĻ¤িāĻļāĻŦ্āĻĻ āĻĒ্āĻ°āĻĨāĻŽ āĻĒ্āĻ°āĻ•াāĻļিāĻ¤ āĻĒ্āĻ°āĻ¸্āĻ¤ুāĻ¤িāĻšীāĻ¨ āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻ¯াāĻ¤্āĻ°া āĻĢāĻ˛া āĻāĻŦং āĻ¯ুāĻ•্āĻ¤াāĻ•্āĻˇāĻ° āĻĢাঁāĻĻ āĻĒ্āĻ°āĻļ্āĻ¨ āĻĢিāĻ˛িāĻ¸্āĻ¤িāĻ¨ Palestine āĻĢ্āĻ°াāĻ¨্āĻ¸েāĻ° āĻ‡āĻ¸āĻ˛াāĻŽ-āĻŦিāĻĻ্āĻŦেāĻˇ āĻŦāĻ™্āĻ—āĻŦāĻ¨্āĻ§ু āĻ¸্āĻ¯াāĻŸেāĻ˛াāĻ‡āĻŸ āĻŦাংāĻ˛া āĻŦাংāĻ˛া āĻ“ āĻ‡ংāĻ°েāĻœি āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯েāĻ° āĻŽিāĻ˛āĻŦāĻ¨্āĻ§āĻ¨ āĻŦাংāĻ˛া āĻŦ্āĻ¯াāĻ•āĻ°āĻŖ āĻŦাংāĻ˛া āĻ­াāĻˇা āĻ“ āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯ āĻŦাংāĻ˛া āĻļāĻŦ্āĻĻাāĻ°্āĻĨ āĻŦাংāĻ˛া āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯ āĻŦাংāĻ˛া āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯েāĻ° āĻĻুāĻ‡ āĻŽāĻšাāĻ°āĻĨী āĻŦাংāĻ˛াāĻĻেāĻļ āĻŦাংāĻ˛াāĻĻেāĻļ āĻ“ āĻŦিāĻļ্āĻŦāĻĒāĻ°িāĻšāĻ¯় āĻŦাংāĻ˛াāĻĻেāĻļ āĻŦিāĻˇāĻ¯়াāĻŦāĻ˛ি āĻŦাāĻ—āĻ§াāĻ°া āĻŦাāĻ¨াāĻ¨ āĻļুāĻĻ্āĻ§িāĻ•āĻ°āĻŖ āĻŦিāĻ—āĻ¤ āĻĒāĻ°ীāĻ•্āĻˇাāĻ¸āĻŽূāĻš āĻŦিāĻĒ্āĻ˛āĻŦ āĻŦিāĻ­āĻ•্āĻ¤ি āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻĒāĻ°াāĻŽāĻ°্āĻļ āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻ­াāĻ‡āĻ­া āĻĒ্āĻ°āĻ¸্āĻ¤ুāĻ¤ি āĻŦুāĻĻ্āĻ§িāĻœীāĻŦী āĻšāĻ¤্āĻ¯াāĻ•াāĻŖ্āĻĄ āĻ­াāĻˇা āĻ†āĻ¨্āĻĻোāĻ˛āĻ¨ āĻ­ূāĻ—োāĻ˛ āĻ­ৌāĻ—োāĻ˛িāĻ• āĻ‰āĻĒāĻ¨াāĻŽ āĻ­্āĻ¯াāĻ•āĻ¸িāĻ¨ āĻ•ূāĻŸāĻ¨ীāĻ¤ি āĻāĻŦং āĻŦাংāĻ˛াāĻĻেāĻļ āĻŽāĻĄেāĻ˛ āĻŸেāĻ¸্āĻŸ āĻŽāĻĄেāĻ˛āĻŸেāĻ¸্āĻŸ āĻŽāĻšাāĻ•াāĻļ āĻŽুāĻ•্āĻ¤িāĻ¯ুāĻĻ্āĻ§ āĻŽুāĻ•্āĻ¤িāĻ¯ুāĻĻ্āĻ§ āĻ­িāĻ¤্āĻ¤িāĻ• āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯āĻ•āĻ°্āĻŽ āĻŽুāĻ•্āĻ¤িāĻ¯ুāĻĻ্āĻ§েāĻ° āĻŦীāĻ°āĻ¤্āĻŦāĻĒূāĻ°্āĻŖ āĻ–েāĻ¤াāĻŦ āĻŽুāĻ•্āĻ¤িāĻ¯ুāĻĻ্āĻ§েāĻ° āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯āĻ­াāĻŖ্āĻĄাāĻ° āĻ¯ুāĻ•্āĻ¤ āĻŦāĻ°্āĻŖ āĻ˛িāĻ–িāĻ¤ āĻ—াāĻ‡āĻĄāĻ˛াāĻ‡āĻ¨ āĻ˛িāĻ–িāĻ¤ āĻĒāĻ°ীāĻ•্āĻˇা āĻ˛েāĻ–া āĻ“ āĻ˛েāĻ–āĻ• āĻļেāĻˇ āĻŽুāĻšুāĻ°্āĻ¤েāĻ° āĻĒ্āĻ°āĻ¸্āĻ¤ুāĻ¤ি āĻ“ āĻĒāĻ°াāĻŽāĻ°্āĻļ āĻļ্āĻ°েāĻˇ্āĻ  āĻŦাāĻ™াāĻ˛ি ✏️✏️ āĻ¸ংāĻŦিāĻ§াāĻ¨ āĻ¸ংāĻŦিāĻ§াāĻ¨ āĻ¸ংāĻļোāĻ§āĻ¨ী āĻ¸āĻĻāĻ°-āĻĻāĻĒ্āĻ¤āĻ° āĻ¸āĻ­্āĻ¯āĻ¤া āĻ¸āĻŽাāĻ¸ āĻ¸াāĻœেāĻļāĻ¨ āĻ¸াāĻ§াāĻ°āĻŖ āĻœ্āĻžাāĻ¨ āĻ¸াāĻ§াāĻ°āĻŖ āĻŦিāĻœ্āĻžাāĻ¨ āĻ¸াāĻŽ্āĻĒ্āĻ°āĻ¤িāĻ• āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯-āĻ‰ā§ŽāĻ¸āĻ°্āĻ— āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯িāĻ• āĻ¸াāĻšিāĻ¤্āĻ¯ে āĻ•āĻ¨āĻĢিāĻ‰āĻļāĻ¨ āĻ¸্āĻĨাāĻĒāĻ¤্āĻ¯ āĻ“ āĻ¸্āĻĨāĻĒāĻ¤ি āĻ¸্āĻĒোāĻ•েāĻ¨ āĻ‡ংāĻ˛িāĻļ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy āĻŦাāĻšুāĻ˛্āĻ¯ (āĻĻোāĻˇ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

āĻāĻŸি āĻŦিāĻ¸িāĻāĻ¸ āĻĒāĻ°ীāĻ•্āĻˇাāĻ° āĻœāĻ¨্āĻ¯ āĻ…āĻ¨েāĻ• āĻ—ুāĻ°ুāĻ¤্āĻŦāĻĒূāĻ°্āĻŖ:


Literary Terms 


1. Simile (āĻ‰āĻĒāĻŽা):

āĻĻুāĻŸি āĻ†āĻ˛াāĻĻা āĻŦāĻ¸্āĻ¤ু āĻŦা āĻĻুāĻ‡āĻœāĻ¨ āĻŦ্āĻ¯āĻ•্āĻ¤িāĻ° āĻŽāĻ§্āĻ¯ে as, like, resemble, the same as āĻ‡āĻ¤্āĻ¯াāĻĻি āĻļāĻŦ্āĻĻāĻ—ুāĻ˛ােāĻ° āĻ‰āĻ˛্āĻ˛েāĻ– āĻ•āĻ°ে āĻ¸āĻ°াāĻ¸āĻ°ি āĻ¤ুāĻ˛āĻ¨া āĻ•āĻ°াāĻ•ে simile āĻŦāĻ˛ে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (āĻ°ূāĻĒāĻ•):

āĻĻুāĻŸি āĻ†āĻ˛াāĻĻা āĻŦāĻ¸্āĻ¤ু āĻŦা āĻĻুāĻ‡āĻœāĻ¨ āĻŦ্āĻ¯āĻ•্āĻ¤িāĻ° āĻŽāĻ§্āĻ¯ে comparision āĻāĻ° āĻļāĻŦ্āĻĻāĻ¸āĻŽূāĻš (āĻ¯েāĻŽāĻ¨: as, such, like āĻ‡āĻ¤্āĻ¯াāĻĻি) āĻŦ্āĻ¯āĻŦāĻšাāĻ° āĻ¨া āĻ•āĻ°েāĻ‡ āĻ¤ুāĻ˛āĻ¨া āĻ•āĻ°াāĻ•ে metaphor āĻŦāĻ˛ে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: āĻāĻ•āĻ‡ āĻœাāĻ¤ীāĻ¯় āĻŦিāĻˇāĻ¯়āĻŦāĻ¸্āĻ¤ুāĻ° āĻŽāĻ§্āĻ¯ে āĻ¤ুāĻ˛āĻ¨া āĻšāĻ˛ে ......... Read More 


📓 āĻĒুāĻ°ো āĻ†āĻ°্āĻŸিāĻ•েāĻ˛/āĻĒোāĻ¸্āĻŸāĻŸি āĻĒāĻĄ়ুāĻ¨