Pages

সাম্প্রতিক সাধারণ জ্ঞানের সংগৃহীত পোস্ট । BCS General Knowledge Part

সাম্প্রতিক সাধারণ  জ্ঞানের সংগৃহীত পোস্ট । 
              part - 1
১. দেশের ২৮-তম গ্যাসক্ষেত্র- জকিগঞ্জ, সিলেট।
* দেশের প্রথম গ্যাসক্ষেত্র -  হরিপুর গ্যাসক্ষেত্র, সিলেটে অবস্থিত
* এবং সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র -  তিতাস গ্যাস ক্ষেত্র
* বর্তমানে বাংলাদেশে 31টি গ্যাস ক্ষেত্র রয়েছে
2. বর্তমানে GDP প্রবৃদ্ধির হার - 5.47 %
৩. মালয়েশিয়ার 9ম প্রধানমন্ত্রী- ইসমাইল ইয়াকুব।
৪. বিশ্বের দ্রুততম মানব- মার্সেল জ্যাকবস( ইটালি) ।
৫. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য "নির্ভীক"-নোয়াখালীতে  অবস্থিত ।
৭. সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট কে নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়-হাইতি
৮. বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক -মোহাম্মদ নুরুল হুদা। সভাপতি -  রফিকুল ইসলাম
৯. বর্তমান সাক্ষরতার হার- ৭৫.২%
১০. প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়- নিউজিল্যান্ড।
১১. বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ -তুরস্ক।
১২. করোনা মোকাবেলায় সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ- ২৮টি।
১৩. ২০২১ শীর্ষ ব্যয়বহুল শহর -আশখাবাদ, তুর্কমেনিস্তান।
১৪. দেশের তৃতীয় সাফারি পার্ক -লাঠিটিলা, মৌলভীবাজার।
১৫. বর্তমান মাথাপিছু জাতীয় আয় -২২২৭ মার্কিন ডলার।
১৬. অলিম্পিক লরেল পুরস্কার জিতেছেন -ডঃ মুহাম্মদ ইউনুস।
১৭. বিশ্বের দ্রুততম ও শক্তিশালী কম্পিউটার- জুচংঝি।
১৮. টোকিও অলিম্পিকে বাংলাদেশের কতজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে -৬ জন।
১৯. ৩২ তম টোকিও অলিম্পিক এর মাসকট এর নাম -মিরাতোয়া।
২০. সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে -সংযুক্ত আরব আমিরাতে।
২১. বর্তমান মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গণা- ৪৩৮ জন।
২২. ৩১ তম ন্যাটো সম্মেলন হয় -বেলজিয়ামের ব্রাসেলস।
২৩. জি-7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -যুক্তরাজ্য।
২৪.২০২১ বসবাসযোগ্য শীর্ষ শহর  - অকল্যান্ড, নিউজিল্যান্ড।
২৫. টেকসই উন্নয়ন ২০২১ এ বাংলাদেশের অবস্থান- ১০৯ তম।
#  সাম্প্রতিক (করোনাভাইরাস ও  টোকিও অলিম্পিক)    
                             part - 2
1) করোনাভাইরাস এর সপ্তম প্রজাতি চীনের কোন প্রদেশে  প্রথম শনাক্ত হয় - চীনের উহান শহরের হুবেই প্রদেশে
2) করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় -  চীনে, 20শতকে
3) চীন এই  শনাক্তের কথা বিশ্বের কাছে প্রকাশ করে -31 ডিসেম্বর,2019 
4)WHO  বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে - 30  জানুয়ারি,2020
5)WHO  করোনাভাইরাস কে বৈশ্বিক মহামারী ঘোষণা করে - 11  মার্চ,2020
6) করোনাভাইরাস এর ধরন - RNA  ভাইরাস
7) চীনের  বাইরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়- থাইলেন্ডে
* চীনের বাইরে প্রথম করোনা ভাইরাসে মৃত্যু হয় -  ফিলিপাইনে
😎 ইউরোপের কোন দেশ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় -  ফ্রান্স
9) নিজেদের প্রথম করণা মুক্তদেশ ঘোষণা করেন - নিউজিল্যান্ড
10)  দক্ষিণ এশিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় -  নেপালি
*  শনাক্ত ও মৃত্যুতে  -শীর্ষে ভারত
* এবং বিশ্বে -  যুক্তরাষ্ট্র
:::::::::-বাংলাদেশে করোনাভাইরাস  প্রভাব:::::::::
1)  বাংলাদেশের প্রথম করোনাভাইরাস  শনাক্ত হয়-8 মার্চ,2020
2)  দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মারা যায় - 18  মার্চ,2020
3)  দেশের বাইরে প্রথম বাংলাদেশি  নাগরিক আক্রান্ত হয়-  সিঙ্গাপুরে
4)  বাংলাদেশকে করোনাভাইরাস এর কিট সরবরাহ করে- WHO
5)  বাংলাদেশ কততম দেশ হিসেবে কোভিদ- 19 শনাক্ত হয় - 107তম
6)  বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত হাত ধোয়া  সময় - 20  সেকেন্ড
7)  বাংলাদেশে করোনায় আক্রান্ত প্রথম ক্রিকেটার -  মাশরাফি বিন মুর্তজা
😎  দেশে প্রথম লকডাউন ঘোষণা করা হয় -  মাদারীপুর জেলার শিবপুর  উপজেলা
#::::::::::: টোকিও অলিম্পিক -২০২০:::::::
মেয়াদ কালঃ- ২৩জুলাই,2021-৮আগস্ট,2021
  আসর - 32 তম, এটি  বিশ্বের বৃহত্তম ক্রীড়া অনুষ্ঠান,
দ্বিতীয়বারের মতো আয়োজক দেশ -  টোকিও
১) সর্বোচ্চ পদক জয়ী দেশ - যুক্তরাষ্ট্র
২) সর্বোচ্চ পদক জয়ী অ্যাথলেট - ক্যাবেল ড্রেসেল(যুক্তরাষ্ট্র)
এবারের অলিম্পিকে সর্বোচ্চ পদক জয়ী দেশসমূহ 
১. যুক্তরাষ্ট্র- সোনা(৩৯), রুপা(৪১), ব্রোঞ্জ(৩৩) মোট ১১৩ টি।
২. চীন - সোনা(৩৮), রুপা(৩২), ব্রোঞ্জ(১৮) মোট ৮৮ টি।
৩. জাপান - সোনা(২৭), রুপা (১৪), ব্রোঞ্জ(১৭) মোট ৫৮ টি। 
এবারের অলিম্পিকে সর্বোচ্চ পদক জয়ী অ্যাথলেট.....
১. ক্যাবেল ড্রেসেল(সাতারু) - সোনা(০৫), রুপা(০০), ব্রোঞ্জ(০০) মোট ৫ টি।
২.এমা ম্যাককিওন(সাতারু)- সোনা(০৪), রুপা (০০), ব্রোঞ্জ(০৩) মোট ৭টি।
৩. কেইলি ম্যাককিওন (সাতারু) - সোনা(০৩), রুপা(০১), ব্রোঞ্জ(০০) মোট ৪ টি।
*৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪ অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।
*34তম  অলিম্পিক অনুষ্ঠিত হবে - 2028 সালে  মার্কিন যুক্তরাষ্ট্রের লস  এঞ্জেলসে
  # বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর  সম্মেলন
1) G- 7( পৃথিবীর  সবচেয়ে ধনী ও শিল্পোন্নত দেশগুলোর সংগঠন)
* এই  সংস্থাটি 7টি উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত ।
যথা:-  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান,জার্মানি, কানাডা, ইটালি, ফ্রান্স ।
 সম্মেলন:-
46 তম(2020) সম্মেলন হয় -  যুক্তরাষ্ট্রের ক্যাম্পডেভিডে
47তম(2021)  সম্মেলন হবে -  যুক্তরাজ্যের কর্ন ওয়ালের  আইএসের কারিস বি হোটেলে
48তম(2022) সম্মেলন হবে -  জার্মানিতে
2) G - 20
 15 তম(2020) সম্মেলন হয় -  সৌদি আরবের রিয়াদে
16 তম (2021)  সম্মেলন হবে -  ইতালির রোমে
17তম (2022)  সম্মেলন হবে  -  ইন্দোনেশিয়ায়
3)BRICS ( Brazil,Russia,India,China, South Africa  এই পাঁচটি দেশ নিয়ে গঠিত)
12তম(2020)  সম্মেলন হয় -  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে
13 তম (2021)  সম্মেলন হবে -  ভারতের  নয়াদিল্লিতে
14 তম (2022)  সম্মেলন হবে -  চীনে
4) D -8 (  বিশ্বের উন্নয়নশীল 8টি দেশ নিয়ে গঠিত  সংগঠন)
:- সদর দপ্তর -  ইস্তাম্বুল, তুরস্ক
-  সংস্থাটির  বর্তমান সভাপতি  -  বাংলাদেশ
- 10ম সম্মেলন হয় -  ঢাকায়(2021,8 এপ্রিল)
5) COP  সম্মেলন  আয়োজন করে - UNFCC
*এটি হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা(COP)
COP 25  সম্মেলন হয় - 2019 সালে( স্পেনে)
COP 26   সম্মেলন হবে - 2021 সালে ( গ্লাসগো শহর)
COP 27   সম্মেলন হবে 2022 সালে       
             সাম্প্রতিক  সাধারণ জ্ঞান 2021
                   part - 3
1)আন্তর্জাতিক "কান চলচ্চিত্র উৎসবে" আমন্ত্রণ পাওয়া  প্রথম বাংলাদেশী চলচ্চিত্র -  রেহানা মরিয়ম নুর
 পরিচালক -  আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
2) বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান -  এসএম সফিউদ্দীন আহমেদ
 এবং বিমান বাহিনীর বর্তমান প্রধান -  শেখ আব্দুল্লাহ  হান্নান
3)  বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক(GI) পণ্য - 9টি
:-17 জুন,2021 এ  6 টি  পণ্যকে GI  সনদ প্রদান করা হয়
-( ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ, কালোজিরা)
- এবং বাকি তিনটি হলো -  ইলিশ, জামদানি ও চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম ।
4) জাতিসংঘের সাধারণ পরিষদের  76 তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন -  আব্দুল্লাহ শহীদ, মালদ্বীপের নাগরিক
5)
 গম উৎপাদনে শীর্ষ দেশ - চীন
 গম রপ্তানিতে শীর্ষ দেশ- রাশিয়া
 ধান উৎপাদনে শীর্ষ দেশ-চীন
 ধান উৎপাদনে বাংলাদেশ-  তৃতীয়
 ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ -  যুক্তরাষ্ট্র
 ভুট্টা রপ্তানিতে শীর্ষ দেশ -  যুক্তরাষ্ট্র
 ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ - চীন
 চাল রপ্তানিতে শীর্ষ দেশ -  ভারত
::::::::জাতীয় বাজেট (2021-2022)::::::::::
 অন্তর্বর্তীকালীন বাদে এই বাজেট - 50তম
 বাজেটের পরিমাণ - 6,03,681 কোটি টাকা
 বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা -3 লাখ
 বাজেটে মাথাপিছু আয় - 2462  মার্কিন ডলার
 প্রত্যাশিত গড় আয়ুষ্কাল - 72.6
 দরিদ্র জনসংখ্যার হার - 20            
                                             সাম্প্রতিক সাধারণ জ্ঞান
             part -4
1)  মুজিববর্ষের বর্ধিত সময়কাল - 17  মার্চ 2020-16  ডিসেম্বর 2021
2) 31  ডিসেম্বর,2020  পর্যন্ত  বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ছিল - 400জন
 বর্তমানে - 438 জন
3)  বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল - 40টি
- বর্তমানে দেশে MBBS মেডিকেল কলেজ - 37টি
- সর্বশেষ -  বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জে অবস্থিত
4)  বর্তমানে দেশে সরকারি তফসিলিভুক্ত ব্যাংক - 61টি
-61 তম  তফসিলিভুক্ত ব্যাংক  -  citizen's ব্যাংক পিএলসি
5) বর্তমানে দেশে বেসরকারি তফসিলভুক্ত ব্যাংক - 52টি
6)  বর্তমানে দেশে দেশীয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক - 43টি
7)  পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয় - 12,13 নং  পিলারের উপর,10  ডিসেম্বর 2020
😎  পদ্মা সেতুর 6.15  কিলোমিটার দৃশ্যমান হয় - 10  ডিসেম্বর 2020
9) 2021  সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল -  তিবিলিসি( জর্জিয়া)
10)  কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হয় - 20  ফেব্রুয়ারি,2021
11)  আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস  - 27  ডিসেম্বর
- ঘোষণা করা হয় - 7 ডিসেম্বর
12)  ফাইজার ও বাইরে দিকের করোনারি কার নাম -  টোজিনামিরান
13) OIC এর  বর্তমান মহাসচিব -  হুসেইন ইব্রাহিম তাহা
14)  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(UGC) প্রথম নারী প্রফেসর -  ডক্টর হাসিনা খান
15) 2021 সালের  ইন্টার্নেশনাল বুকার পুরস্কার লাভ করেন -  ডেভিড  ডিওপ, ফ্রান্সের নাগরিক
-  ALL NIGHT ALL BLOOD IS BLACK উপন্যাসটির জন্য
সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2021 
               part - 5
1. প্রথম ক্রিকেটার হিসেবে t-20  ক্রিকেটে 1000 রান ও 100  উইকেটের  মাইলফলকে পৌঁছেছেন -  সাকিব আল হাসান
2. লিওনেল মেসি বর্তমানে যে ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন -  পিএসজি
3. আন্তর্জাতিক t-20  ক্রিকেটে 17 তম হ্যাটট্রিক করলেন -  নাথান এলিস ,অস্ট্রেলিয়া খেলোয়াড়( অভিষেকে প্রথম) ।
4. টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে কাকে  অলিম্পিক লরেল পুরস্কার প্রদান করা হয় - ড. মোহাম্মদ ইউনুস( বাংলাদেশী নাগরিক)
5. 32 তম  অলিম্পিকে সর্বকনিষ্ঠ  অ্যাথলেট   -  হেন্দা জাজা( সিরিয়ার নাগরিক, বয়স - 12)
6. অলিম্পিক গেমসে আবার ক্রিকেট যুক্ত হবে - 2028 সালে
7. প্রথম নারী সাঁতারু হিসেবে  অলিম্পিক ইতিহাসে ব্যক্তিগত বিভাগে 6 টি সোনা জেতেন  - কেটি লেডেকী( যুক্তরাষ্ট্রের নাগরিক)
8.32 তম  গ্রীষ্মকালীন অলিম্পিকে  প্রথম স্বর্ণপদক জয়ী -  ইয়াং কিয়ান( চীনের নাগরিক) ।
9. তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে - 15  আগস্ট,2021
10. ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে  সভাপতিত্ব করেন - নরেন্দ্র মোদি ।
11. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস- 500  কোন দেশের তৈরি - রাশিয়া
12.international year of glass - 2022 সাল
13. 24  আগস্ট 2021  যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন -  ক্যাথি হকুল 
14. সম্প্রতি কোন কোন স্থান  বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায় -
* আরবীয় অ্যারিক্স অভয়ারণ্য (ওমান)
* ড্রেসডেন এলবে উপত্যকা ( জার্মানি)
* লিভারপুল  মেরিটাইম মার্কেন্টাইল সিটি(যুক্তরাজ্য)
15. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার(ICAD)  বর্তমান মহাসচিব কে -  হুয়ান  কার্লোস সালাজার ।
16. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(ICC) সদস্য দেশ - 106টি
17.18 জুলাই 2021  3টি দেশ  আইসিসির সদস্যপদ লাভ করে -  মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ড
18. বিশ্ব বাণিজ্য সংস্থার(WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে - (30  নভেম্বর - 3  ডিসেম্বর 2021) ।
 অনুষ্ঠিত হবে -  জেনেভায়, সুইজারল্যান্ডের
19. 24তম  আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে - (29 জুলাই - 2 আগস্ট 2022)
* অনুষ্ঠিত হবে -  কানাডার মন্ট্রিলে
20.  বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ - চীন
 এবং আমদানিতে - যুক্তরাষ্ট্র
*পোশাক রপ্তানিতে শীর্ষদেশ -চীন
21. 32 তম  গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় -  জাপানের টোকিওতে( 23 জুলাই - 8  আগস্ট 2021)
22.  এই অলিম্পিকে  সবচেয়ে বেশি পদকজয়ী দেশ -  যুক্তরাষ্ট্র 
23.32 তম  অলিম্পিকের দ্রুততম মানব -  মার্সেল জ্যাকবস( ইটালি)
 এবং দ্রুততম মানবী -  অ্যালেইন থম্পসন হেরাহ( জ্যামাইকা) ।
24.32 তম  অলিম্পিক গেমসে কতটি দেশ অংশগ্রহণ করে - 205টি দেশ ।
25. 33তম  অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে -2024 সালে, ফ্রান্সের প্যারিস শহরে ।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2021
                part - 6
1.  মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে NEIR( National equipment identity register)  কার্যক্রম চালু করা হয় - 1 জুলাই ,2021
2. ভারতের যে বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু চেয়ার' প্রতিষ্ঠিত হচ্ছে -  দিল্লি বিশ্ববিদ্যালয়ে
3. বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক - মুহাম্মদ  নুরুল হুদা
4. বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের কার্যালয় কোথায় স্থাপিত হবে -   ঢাকায়
5. আয়োডিনযুক্ত লবণ বিল-2021  জাতীয় সংসদে পাস হয় - 14 জুন,2021
6. বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান - অষ্টম
7. 1 জানুয়ারি 2021  পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা - 16.91  কোটি ।
*জনসংখ্যা বৃদ্ধির হার - 1.37%
*জনসংখ্যার ঘনত্ব( প্রতি বর্গ কি.মি ) - 1140 জন
* প্রত্যাশিত আয়ুষ্কাল - 72.8 বছর
8.  রবীন্দ্রনাথের রচনায় 'বাংলাদেশ' শব্দটি এসেছে - 397 বার
9. জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে  আন্তর্জাতিক  শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে - 4-5  নভেম্বর, 2021
10. 29 জুন 2021  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ হয় - 46.082  বিলিয়ন  মার্কিন ডলার
11. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ই-গেট  উদ্বোধন করা হয় - 30 জুন,2021
12. সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম -  গিটার ফিশ
13. 22 জুন 2021  সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে কোন  বাংলাদেশী সংসদ সদস্য হন -  সুলতানা খান
14. The Startup wife  উপন্যাসের লেখকে -  তাহমিমা আনাম
15.  কোরিয়ান ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন - লি ডং হিউন ।
16. 1 জুলাই 2021  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (UNDP)  বাংলাদেশের কান্ট্রি ইকোনোমিস্ট হিসেবে যোগ দেন - ড. নাজনীন আহমেদ
17. বর্তমানে দেশে বনের পরিমাণ - 23  লক্ষ হেক্টর যা  দেশের মোট আয়তনের 15.58%
18. করোনা প্রতিরোধী স্প্রে  'ডলটিক' এর উদ্ভাবক -  বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম ।
19. করোণা মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ - 28টি
20. 27 জুন  2021  বাংলাদেশ করোনার কোন টিকা ব্যবহারের জরুরী অনুমোদন দেয়-  মডার্না
21. অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর উদ্ভাবক কে -  জন ম্যাকাফি
22. বৈদেশিক মুদ্রা মজুতে  বিশ্বে শীর্ষ দেশ - চীন
- এবং বাংলাদেশ - 44 তম
23. বৈদেশিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র
* বৈদেশিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ - তুরস্ক 
* বৈদেশিক বিনিয়োগে শীর্ষ দেশ -  চীন
24. 2020 সালে  বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ -  নেদারল্যান্ডস
25. 24 জুন 2021  চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায় - APPLE DAILY .
সাম্প্রতিক-2021
     part-7
1) 2021  জাতিসংঘ টেকসই উন্নয়ন প্রতিবেদনে  শীর্ষ দেশ- ফিনল্যান্ড
 সর্বনিম্ন দেশ- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
 এবং বাংলাদেশ-109তম
2)  বর্তমান মিয়ানমারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী- মিন অং হ্লাইং
3)  দেশের কোন রপ্তানিমুখী মৎস্য সম্পদকে   "ব্ল্যাক টাইগার" বলা হয়- বাগদা চিংড়ি
4) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ -48 বিলিয়ন ডলার(24  আগস্ট 2021)
5) কত সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে 23 তম বৃহৎ অর্থনীতির দেশ হবে=2050( বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী)
** গম উৎপাদনে শীর্ষ দেশ- চীন
 এবং আমদানিতে- মিশর
 গম রপ্তানিতে শীর্ষ দেশ- রাশিয়া
*** ধান উৎপাদনে শীর্ষ দেশ- চীন
 এবং বাংলাদেশ- তৃতীয়
*** চাল রপ্তানিতে শীর্ষ দেশ- ভারত
*** ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
*** চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ- ব্রাজিল
6) বৈশ্বিক গ্রীন হাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ- চীন
7) প্রবাসী আয়ে শীর্ষ দেশ -ভারত
8)4  আগস্ট 2021 কৃষকদের জন্য চালু হওয়া  সরকারি অ্যাপের নাম - সদাই
9) বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য-তুলা
10)1 আগস্ট 2021 কোন পথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে নিয়মিত মালবাহী ট্রেন চলাচল শুরু হয়?
= হলদিঘাটি- চিলাহাটি রেল পথ ।
সাম্প্রতিক-2021
       part-8
1. বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
2. সাফ চ্যাম্পিয়নশিপ-2021  অনুষ্ঠিত হবে- মালদ্বীপে
3. বর্তমানে আফগানিস্তানে প্রদেশ রয়েছে-34টি
4. বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভা:-
 মন্ত্রীসভার মোট সদস্য-49জন
 মন্ত্রী-26 জন
 প্রতিমন্ত্রী-20 জন
 এবং টেকনোক্র্যাট মন্ত্রী-3 জন
5. সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন দিবস:-বর্তমানে  জাতীয় বীমা দিবস-1 মার্চ
জাতীয় ভোটার দিবস- 2 মার্চ
 জাতীয় পাট দিবস- 6 মার্চ
 জাতীয় ঐতিহাসিক দিবস- 7 মার্চ
 জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-10 মার্চ
 জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস- 9 আগস্ট
 জাতীয় জন্ম নিবন্ধন দিবস-6 অক্টোবর
 জাতীয় নিরাপদ সড়ক দিবস-22 অক্টোবর
 জাতীয় সমবায় দিবস-7 নভেম্বর
 মুক্তিযোদ্ধা দিবস-1 ডিসেম্বর
 জাতীয় বস্ত্র দিবস-4 ডিসেম্বর
 জাতীয় মৈত্রী দিবস-6 ডিসেম্বর
 আন্তর্জাতিক মহামারীর প্রস্তুতি দিবস-27 ডিসেম্বর
6. ফেসবুক ব্যবহারের দিক থেকে বর্তমানে বাংলাদেশ- দশম
7. বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি- আরামকো( সৌদি আরব)
8. সর্বশেষ ফিফা রেংকিং এ বাংলাদেশের অবস্থান -188তম
9. "আমার বাড়ি আমার খামার"  প্রকল্পের সময়কাল- (জুলাই 2009- জুন 2021)
10. তালেবান আফগানিস্তান ক্ষমতা দখল করে-15 আগস্ট 2021
11. দ্যা গ্রেটেস্ট গোল স্কোরার ও  দ্যা বোম্বার নামে পরিচিত খেলোয়ার- গার্ড মুলার( মারা যান-15  আগস্ট 2021)
12. "মুজিব আমার পিতা"  এনিমেশন চলচ্চিত্রের পরিচালক - সোহেল মোহাম্মদ রানা ।
সাম্প্রতিক -2021
        part-9
1. সম্প্রতি জাতিসংঘের সদরদপ্তরের বাগানে স্থাপিত হয়েছে= বঙ্গবন্ধুর চেয়ার
2. বঙ্গবন্ধুর চেয়ারটি উদ্বোধন করেন=মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
3.জাতিসংঘ সদর দপ্তরের বাগানে একটি "হানি লোকাস্ট"  গাছের চারা রোপন করেছেন= মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
4. সম্প্রতি শেখ হাসিনাকে 'মুকুট মণি' বলে অখ্যায়িত করেযছে= জাতিসংঘের SDSN সংস্থা
5. টানা ৩য় বার কানাডার প্রধানমন্ত্রী হলেন= জাস্টিন ট্রুডো
6. সম্প্রতি জাতিসংঘের 'এসডিজি(SDG) অগ্রগতি পুরস্কার' অর্জন করেছেন= প্রধানমন্ত্রী শেখ হাসিনা
7.দেশের সর্বাধুনিক কমপ্লেক্স "বঙ্গবন্ধু কমপ্লেক্স " নির্মিত হচ্ছে = সিলেটে
8.বাংলাদেশের একমাত্র "Living Entity" মর্যাদাপূর্ণ নদী= তুরাগ নদী
9.রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের গৃহীত কূটনীতি= Shuttle Diplomacy
10."অকাস(AUKUS)" নামে চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে= যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
11. অকাস(AUKUS) গঠিত হয়= ১৫ সেপ্টেম্বর ২০২১
12.অস্ট্রেলিয়ার সাথে বানিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি ( Trade & Investment Framework Arrangement---TIFA) করেছেন বাংলাদেশ= ১৫ সেপ্টেম্বর ২০২১
13. বর্তমান দেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমান কত?
উত্তরঃ ২৪,৮৯০ টাকা
14. সৌরজগতের বাইরে সদ্য আবিষ্কৃত হওয়া নতুন গ্রহপুঞ্জ হল= Hycean Exoplanet
15. মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীর পাড়ঘেঁয়ে তৈরি হবে= শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম
16. কার্বন ডাই অক্সাইড সংগ্রহের বিশ্বের বৃহত্তম প্লান্ট 'ওরকা' চালু করেছে=আইসল্যান্ড
17. জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন =সানাই তাকাইচি
18.বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছে--- দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়া (৬ সেপ্টেম্বর ২০২১)
19. এশিয়ার নোবেল খ্যাত "ম্যাগসেসে পুরস্কার" পেয়েছেন বাংলাদেশী বিজ্ঞানী--- ড. ফেরদৌসী কাদরী
20. নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) সদস্যপদ পেয়েছে ---- বাংলাদেশ,২০ অগাস্ট ২০২১ সালে
 আরো কিছু সাম্প্রতিক  প্রশ্ন:-
21.বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় =58টি
22.দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম =শেখ হাসিনা সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়(খুলনা)
23. বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়=৫টি
24. ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় =২২২৭ মা.ড.
25. বাংলা একাডেমির বর্তমান সভাপতি=ড.রফিকুল ইসলাম(মেয়াদ ৩ বছর)
26. বর্তমানে দেশে বীমা কোম্পানি=৮১টি
জীবনবীমা ৩৫টি,
 সাধারণবীমা ৪৬টি
27. দেশে এপর্যন্ত  জাতীয় অধ্যাপকের পদে নিযুক্ত হয়েছেন-২৯জন
28. "The Christmas Pig" গ্রন্থের লেখক=জে.কে রাউলিং( হ্যারি পটার বইয়ের লেখক)
29."Home in the world" গ্রন্থের লেখক=অমর্ত্য সেন
(নোট রমজান)
30. বর্তমানে প্রবাসী আয়ে বাংলাদেশ =৭ম(ভারত ১ম)
31. দেশে মোট শুল্ক স্টেশনের সংখ্যা=১৮৪টি(কার্যকর ৩৭টি)
32. বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে=১১ মে ২০২১ সালে
33. "ইসরাইল-ফিলিস্তিন"  ১১ দিনের যুদ্ধের বিরতি ঘোষণা করা হয়=২১ মে ২০২১
34.প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, 'কার্বন নিঃসরণ' শূন্যে নামিয়ে আনা হবে=২০৫০ সালের মধ্যে
35."IAEA" এর বর্তমান সদস্য দেশ=১৭৩টি(১৭৩তম দেশ- সামোয়া)
* ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়=(২৩ জুলাই-৮ আগস্ট 2021), জাপানের টোকিওতে ।
সাম্প্রতিক-2021
     PART-10
1."মুজিব আমার পিতা" এনিমেশন চলচ্চিত্রটির পরিচালক- সোহেল মোহাম্মদ রানা
2. বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র- "অগাস্ট 1975"
পরিচালক=সেলিম খান
3. মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকাকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান করতে সরকার কর্তৃক চালু হওয়া নতুন পদক- মুক্তিযুদ্ধ পদক
4. 2021 সালে বঙ্গমাতা "বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক" পেয়েছেন- 5 জন নারী
5. হাইকোর্ট পাবজি, ফ্রী ফায়ার এর মত ক্ষতিকারক অনলাইন গেমস 3 মাসের জন্য বন্ধের আদেশ দেন-16 অগাস্ট,2021
6. সম্প্রতি কোন দেশে 7.2 মাত্রার ভূমিকম্পে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়-হাইতিতে,(14 অগাস্ট,2021)
7. প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন- মহিউদ্দিন ইয়াসিন
***শিশুদের জলবায়ু ঝুঁকি সূচক:-
 সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
 সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ- আইসল্যান্ড
 এবং বাংলাদেশ-15তম
8. আগামী তিন মাসের মধ্যে চীনের সিনাফার্মের টিকা দেশেই উৎপাদন করবে= ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড
*এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিনোফার্ম ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের  মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়-16 অগাস্ট,2021
9. ছয়বারের  প্রচেষ্টায় গাম্বিয়ার প্রেসিডেন্ট হলেন- হাকাইন্ডে হিসিলমা
10. সরকার কত সালের মধ্যে দেশ থেকে 'ম্যালেরিয়া' নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে?-2030
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন